বাঙালিয়ানা ও বঙ্গবন্ধুর জেনারেশন
লিখেছেন লিখেছেন কানিজ ফাতিমা ০৯ জুলাই, ২০১৩, ১১:১৪:৫৭ সকাল
একজন মানুষ তার নিজ পছন্দের কাউকে বিয়ে করবে এতে কারো বলার কিছু থাকে না। প্রত্যেকেই চায় তার রুচির কাছাকাছি, তার ভালোলাগা না লাগার সঙ্গে মেলে এমন কাউকে জীবন সঙ্গী করতে। বঙ্গবন্ধুর নাতীরাও তাই করছেন। তারা বেছে নিচ্ছেন তাদের পছন্দের মানুষটিকে - তারা মনে করছেন এই বিদেশী মানুষ গুলো তাদের মত , রুচি ও দৈনন্দিন জীবন ধারণ ব্যবস্থার সঙ্গে সুন্দর ভাবে মানিয়ে গেছেন। আর এই পারস্পরিক সমঝোতা থেকেই বিয়ে। কিন্তু যে বিষয়গুলো আমাকে ভাবাচ্ছে তা হলো - বঙ্গবন্ধুর নাতিরা বাঙালী জীবনধারণ ও বাঙালী রুচির প্রতি আস্থা হারিয়ে আমেরিকান বা ব্রিটিশ জীবন ও রুচিতে বেশী স্বাচ্ছন্দ বোধ করছেন । এতে তাদের কোনো সমস্যা হবে বলে আমি মনে করিনা। কিন্তু যারা বাঙালী বলতে বঙ্গবন্ধু ও তার পরিবার বোঝেন তাদের কিছুটা বাকেদায় পড়তে হলো। মাত্র দুই জেনারেশন পার না হতেই বঙ্গবন্ধুর পরিবার বাঙালিয়ানাকে অর্ধেক বিদায় দিয়েছেন - আনুষ্ঠানিকতার সীমাবদ্ধ একটা অংশ কেবল ধরে রেখেছেন । এর পরের জেনারেশন ভালো করে বাংলাও বলতে পারবেনা , রবীন্দ্রনাথ পড়া তো অনেক দুরের কথা । এই বাঙালিয়ানা যদি মুক্তিযুদ্ধের চেতনা হয় তবে স্বয়ং বঙ্গবন্ধুর পরিবার মাত্র দুই জেনারেশনে তা হারাতে বসেছে। পরের জেনারেশন তো "মুক্তিযুদ্ধ" বা "বাঙালিয়ানা" শব্দ দুটো বনানই করতে পারবে না। তখন আমাদের কি হবে? বিষয়টি আমাকে সত্যিই ভাবাচ্ছে। তবে কি বাঙালিয়ানার সংগা পাল্টে যাবে? নাকি মুক্তিযুদ্ধের চেতনা থেকে বাঙালিয়ানা বাদ পড়বে ? নাকি বলা হবে বঙ্গবন্ধুর পরিবার আর মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না ?
বিষয়: বিবিধ
১৬৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন