নেএকোণার সকলের দৃষ্টি আকর্ষন করছি...
লিখেছেন লিখেছেন তিতাস ০৯ জুলাই, ২০১৩, ১০:২২:৩০ সকাল
অনেক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিকেল ৩টায় আগামী ২৬ই জুলাই ২০১৩ রবীন্দ্র সরোবর ধানমন্ডি, ঢাকাতে নেত্রকোণার সকলকে নিয়ে আন-অফিসিয়াল মিটআপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে ঢাকায় অবস্থানরত নেত্রকোণা জেলায় সকলের সাথে সাক্ষাৎ, মত বিনিময়, কারিগরী বিষয়ে আলোচনা এবং আভ্যন্তরীন নেটওয়ার্ক সমৃদ্ধ করা। এখানে নানাবিধ বিষয়াদি নিয়ে আলোচনা করার পাশাপাশি নেত্রকোণার বর্তমান অবস্থা,চাহিদা আকাঙ্খা নিয়ে কথা বিনিময় করতে যাচ্ছি সকলের সাথে। সর্বোপরি নেএকোণা জেলায় সকলের মিলন মেলা এই মিটআপ। আনঅফিসিয়ার হলেত্ত সকলকে এতে অংশগ্রহণ করে মিটআপকে সার্থক করে তুলবেন।
আমাদের এই মিলনমেলায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে।
• আইসিটিতে নেএকোণাবাসীকে কিভাবে উন্নতির দিকে ধাবিত করা যায়।
• বিভিন্ন স্কলারশীপ এর তথ্যগুলো কিভাবে নেএকোনা বাসীর কাছে বিতরন করা যায়?
• মেধাবী গরীব ছাএদের ঢাকায় থাকার ব্যবস্থা কিভাবে করা যায়
• ভার্সিটি ভর্তি ফরম কখন,কোথায় থেকে, কিভাবে উত্তলোন করা যায়?
• কোন কোচিং সেন্টার গুলোতে পড়লে ভার্সিটিতে চান্স পাওয়ার সমভাবনা বেশি হবে।
• দেশের বাহিরে পড়াশোনা করতে ইচ্ছুক তারা কিভাবে এপ্লাই করবে এবং কিভাবে ভিসা প্রসেসিং করবে?
সকলের দৃষ্টি আকর্ষন করছি:
উপস্থিত সকলের মধ্যে যারা আইসিটিতে নেএকোণার উন্নয়নের লক্ষ্যে কি কি পদক্ষেপ নেওয়া যায়, এই বিষয়ের উপস্থাপন করতে চান, তাহলে আপনি উপস্খাপন করতে পারবেন। তবে ৫ মিনিটের মধ্যে উপস্থাপনা শেষ করতে হবে এবং সবচেয়ে সুন্দরভাবে উপস্খাপনকারী ৫ জনকে গিফট প্রদান করা হবে।
এছাড়াও আমাদের এই মিলন মেলায় আরও যে সকল বিষয় নিয়ে আলোচনা করা তাদের মধ্যে কিছু অংশ হলো
স্কলারশিপ ইনফরমেশন :
স্কলারশিপ এর সোনার হরিণকে ধরার ইচ্ছা অনেকেরই কিন্তু অনেক স্কলাশীপের তথ্য চোখের আড়ালেই থেকে যায়। আমিও সেই সোনার হরিণ ধরার জন্য অনেকগুলো ওয়েবসাইট ঘোরে বেড়িয়েছি, সে গুলোর মধ্যে থেকে আমার কাছে ভালো লাগা কিছু সাইট লিংক দিলাম। যে সাইটগুলোতে সাধারণত আপডেট স্কলারশীপগুলোর ইনফরমেশন থাকে,
• http://www.moedu.gov.bd
• http://bdstudentstalk.com
• http://www.scholars4dev.com
• http://www.careernews24.com/
• http://www.scholarship2013.net/
• http://www.csfp-online.org/
• http://eacea.ec.europa.eu/erasmus_mundus/funding/available_partnerships.php
• http://www.edunewsbd.com
• http://bangladeshscholarship.com/
• http://www.scholarships.com/
প্রতিভা বিকাশের মাধ্যম
আমার মনে হয়, আমরা প্রত্যেকেই প্রতিভাবান। আমাদের সেই প্রতিভা প্রকাশ করার অন্যতম মাধ্যম হলো ব্লগ। তাই নিজের প্রতিভাকে বিকশিত করার এবং নতুন নতুন তথ্য জানার কিছু ব্লক সাইট এর লিংক দিলাম
• http://www.techtunes.com.bd
• http://www.somewhereinblog.net/
• http://prothom-aloblog.com/
• http://blog.priyo.com/
• http://www.bdtomorrow.net/blog/
• http://tutorialbd.com/
• http://www.comjagat.com/
• http://www.tunerpage.com/
• http://bdnews24.com/blog/
• http://www.androidkothon.com/
চাকরি:
স্বপ্নকে বাস্তবে রূপে প্রদান করা অন্যতম মাধ্যম হলো একটি ভাল চাকরি। সেই চাকরি যেন চোখের আড়ালেই হারিয়ে না যায় তার জন্য চোখ রাখতে হবে এই সাইটগুলোতে,
• http://www.bpsc.gov.bd/
• http://bdjobs.com/
• http://www.prothom-alojobs.com/
• http://www.bdjobstoday.com/index.php
• http://www.amarcareer.com/
• http://www.bdjobhut.com/
• http://www.bdjobnews24.com/
• http://www.chakrimela.com/
• http://linkindin.com/
• http://www.bayt.com
আউটসোর্সিং
আমদের এই মিটিং এ অন্যতম একটি আলোচনার বিষয় থাকবে আউটসোর্সিং। এই সোর্সিং সাইটগুলোতে কাজ করতে হলে কি কি কাজ জানা থাকতে হবে এই বিষয়গুলো নিয়ে বিশদ আলোচনা করা হবে।
• http://www.microworkers.com/
• https://www.odesk.com
• https://www.elance.com/
আপডেট থাকুন
সবচেয়ে গুরুত্বর্পূণ কথা হলো সময়ের সাথে সাথে নিজেকে আপডেট রাখা । আর তারই জন্য নিয়মিত বিশ্বের খবরাখবর রাখা অতি জরুরী। তারই ধারাবাহিকতায় আমার জানা কিছু ওয়েব লিংক হলো
• https://news.google.com/nwshp?hl=en
• http://news.yahoo.com/
• http://news.msn.com/
• http://news.cnet.com/
• http://www.forbes.com/technology/
• http://www.bbc.com/news/
ইভেন্ট এবং প্রতিযোগিতামূল অনুষ্ঠান :
প্রত্যেক দিন ঘটে যাচ্ছে অনেক সেমিনার, ফেয়ার,প্রতিযোগীতামূলক পোগ্রাম, যার মধ্য থেকে আমরা প্রতিনিয়ত শিক্ষা গ্রহন করতে পারছি। কিন্তু এই সংবাদ গুলো অনেক সময় চোখের আড়ালেই থেকে যায়। এই সংবাদগুলো যে গুলো সাইট গুলো সবসময় আপডেট রাখা হয় তারই একটি লিষ্ট দিলাম
• http://allevents.in/Dhaka
• https://www.eventbrite.com/
• http://expopromoter.com/events/search/BD/
• http://www.biztradeshows.com/bangladesh/dhaka/
• http://www.somoynews.tv/ShowList.php?id=45
বি: দ্র : এখানে কোন সাইট র্যাং কিং করা এবং কোন রেফারেল লিংক প্রদান করা হয়নি। আমার ভাল লাগা কিছু সাইট এর ওয়েবলিংক প্রদান করলাম। আমার ধারনা নতুনদের কাজে লাগবে।
এছাড়াও এই মিটিং এ ঢাকায় অবসস্থানরত নেএকোণার সকলে ঢাকায় কে কোথায় আছেন একটি ডাটাবেস সকলকে প্রদান করা হবে।
* স্থান: রবীন্দ্র সরোবর, ধানমন্ডি, ঢাকা।
* সময়: বিকেল ৩ টায়
* তারিখ: ২৬ই জুলাই, ২০১৩
* ফেইসবুক: https://www.facebook.com/events/642798512397730/
*যোগাযোগ : ০১৭১৭-৯৫৫৩৭২
মিটআপের যে কোন প্রয়োজনে যোগাযোগ করতে পারেন :
আমার সাথে
নাম : তিতাস সরকার
পড়াশোনা : মার্স্টাস ইন ইনফরমেশন টেকনোলজি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জেলা :নেএকোণা
ই-মেইল :
স্কাইপ : titasce
সবশেষে এই মিলনমেলার মূল উদ্দেশ্য হলো ঢাকায় অবস্খানরত নেএকোণার সকলের মধ্যে একটি নেটওর্য়াক তৈরি করা, আশা করি আপনারা সবাই এই মিটআপে অংশগ্রহন করে নেএকোণার মিলনমেলাকে সফল করে তুলবেন। এই আয়োজনে জানার আগ্রহী সকলেই অংশগ্রহন করতে পারবেন।
বি:দ্র: আপনারা যারা এই মিলনমেলায় অংশগ্রহন করতে চান তারা আমাদের ফেইজবুক লিংকে জয়েন করুন কারণ যেকোন ধরনের আপডেট আমরা ফেইজবুক লিংকে পাবলিশ করব। সকলের জন্য শুভকামনা থাকল।
বিষয়: বিবিধ
১৭৬৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন