স্বাধীনতা
লিখেছেন লিখেছেন Hossain Al Irfan ২১ এপ্রিল, ২০১৩, ১০:০৪:২৬ রাত
স্বাধীনতা মানে জীবনের প্রস্ফুটিত গোলাপ
স্বাধীনতা মানে জীবনের জয়গান
স্বাধীনতা মানে মায়ের কোলে শিশুদের উল্লাস
স্বাধীনতা মানে কিশোরের বাঁধভাঙা উচ্ছ্বাস
স্বাধীনতা মানে যুবকের সংগ্রাম
স্বাধীনতা মানে ছাত্রদের আন্দোলন
স্বাধীনতা মানে জীবনের রঙিন স্বপ্নের বাস্তবায়ন
স্বাধীনতা মানে পূর্ব দিগন্তে সূর্যের রঙিন হাসি
স্বাধীনতা মানে রাতের আকাশের রংধনু
স্বাধীনতা মানে জীবনের ব্যর্থতা গ্ল্যানির দুর্জয়
স্বাধীনতা মানে ফসলের মাঠে কৃষকের উজ্জ্বল হাসি
স্বাধীনতা মানে শ্রমিকের অক্লান্ত পরিশ্রম
স্বাধীনতা মানে কবিদের কবিতা
স্বাধীনতা মানে লেখকের মুক্ত কলম
স্বাধীনতা মানে নজরুলের অগ্নিবীণা ।
স্বাধীনতা মানে জীবনকে রাঙিয়ে নেয়া
স্বাধীনতা মানে মায়ের স্বপ্নের বাস্তবায়ন
স্বাধীনতা মানে সুরেলা কন্ঠে জীবনের আহবান
স্বাধীনতা মানে লাল গোলাপের সেই প্রস্ফুটিত হাসি
স্বাধীনতা মানে ছাত্রশিক্ষকের পাঠদান
স্বাধীনতা মানে ভালবাসার দৃষ্টান্ত উদাহারণ
স্বাধীনতা মানে বেদনাময় জীবনের অবসান
স্বাধীনতা মানে দেশপ্রেমিকের সেই আলোকবর্তিকা
স্বাধীনতা মানে মুক্তিযুদ্ধের সেই অজস্র রক্ত
স্বাধীনতা মানে অসাম্যের বিরুদ্ধে অবিরত সংগ্রাম
স্বাধীনতা মানে কোন স্বেচ্ছাচারিতা নয়
স্বাধীনতা মানে নব জীবনের নব দিগন্ত ।
বিষয়: সাহিত্য
১১০৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন