আসুন মক্কাবাসীদের উজ্জা নামক মূর্তির কাহিনীটি জানিঃ
লিখেছেন লিখেছেন আব্দুল্লাহশাহেদ ২১ এপ্রিল, ২০১৩, ১০:১০:৩২ রাত
একাধিক মুহাদ্দিছ এই ঘটনাটি বর্ণনা করেছেন। তাদের মধ্যে ইমাম বায়হাকী (রঃ) সুনানে কুবরায় আবু তুফাইল (রাঃ) থেকে বর্ণনা করে বলেনঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মক্কা জয় করলেন, তখন খালেদ বিন ওয়ালীদ (রাঃ)কে নাখলা নামক স্থানে পাঠালেন। সেখানে উজ্জা নামক মূর্তিটি ছিল। খালেদ (রাঃ) সেখানে গেলেন। সেখানে ছিল তিনটি বাবলা গাছ। বাবলা গাছগুলো তিনি কেটে ফেললেন। আর যেই ঘরের মধ্যে উজ্জাকে রাখা হয়েছিল তাও ভেঙ্গে ফেললেন। অতঃপর খালেদ বিন ওয়ালীদ (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে ফেরত আসলেন এবং উজ্জার আস্তানা ধ্বংস করার সংবাদ দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ তুমি পুনরায় ফেরত যাও। কেননা তুমি কিছুই করতে পার নাই। অর্থাৎ তাকে ধ্বংস করতে পার নাই। খালেদ পুনরায় সেখানে গেলেন। সেখানকার প্রহরীরা যখন খালেদকে দেখল, তখন পাহাড়ের উপর দৃষ্টি দিয়ে বলতে লাগলঃ হে উজ্জা! এ কথা শুনে খালেদ (রাঃ) সেই দিকে গেলেন। তিনি সেখানে একটি উলঙ্গ মহিলা দেখতে পেলেন। তার মাথার চুলগুলো খোলা অবস্থায় ছিল। আর সে মুষ্ঠি ভর্তি করে স্বীয় মাথায় মাটি নিক্ষেপ করছিল। খালেদ (রাঃ) তলোয়ারের মাধ্যমে এক প্রচন্ড আঘাত করে মহিলাটি হত্যা করে ফেললেন। অতঃপর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে ফেরত এসে সংবাদ দিলেন। তখন তিনি বললেনঃ সেটিই ছিল উজ্জা। দেখুনঃ মুসনাদে আবু ইয়ালা, (২/১৯২) দুররুল মানসুর, (৭/৬৫৭) সুনানে কুবরা, (৬/৪৭৪)। ইমাম আবু আব্দুল্লাহ মাকদেসী বলেনঃ মুতাবাআতের তথা অন্যান্য বর্ণনা দ্বারা সমর্থিত হওয়ার কারণে হাদীছটি সহীহ। দেখুনঃ আলমুখতারাতঃ (৮/২১৯)
টিকাঃ জিন ও শয়তানেরা মানুষের আকৃতি ধরে মানুষকে গোমরাহ করে থাকে। আবু হুরায়রা (রাঃ)কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন যাকাতের মাল পাহারা দেয়ার জন্য নিযুক্ত করলেন, তখন শয়তান মানুষের আকৃতি ধরে যাকাতের মাল চুরি করতে লাগল। আল্লাহ্ তাআলা এই জিনকে (শয়তানকে) হত্যা করার জন্য আল্লাহ্ তাআলা খালেদ (রাঃ)কে শক্তিশালী করেছিলেন। এই শয়তান উজ্জা নাম ধারণ করে মানুষকে মানুষকে গোমরাহ করে আসছিল।
বিষয়: বিবিধ
১৮৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন