বিডাল হত্যায় অনুতপ্ত: অতঃপর ভ্রমন স্হগীত !

লিখেছেন লিখেছেন এম আবদুল্লাহ ভূঁইয়া ১৮ অক্টোবর, ২০১৪, ০৩:৪৪:৩৭ দুপুর

আমরা তিন সাথী সাপ্তাহীক ছুটির দিনে আনন্দ ভ্রমনে বের হলাম, একটু পার্কে যাবো , ভাল-মন্দ কিছু খাওয়া-দাওয়া সেরেই আবার নিজ বাসায় ফিরবো , এমনি প্রায় সময় করে থাকি , কারন সারাক্ষন পরের চাকুরী করে নিজের মত করে কিছু করার সেই সুযোগ থাকেনা , তার পরও একটু সময় ফেলে মনটা ফ্রেশ করার জন্য কয়েক ঘন্টার জন্য রাত্রে বের হয়ে পডি ৷ তেমনি একটি প্রোগামে গত ১৫ আক্টোবর 2014 ,22 জিলহজ্ব 1435 বৃহসপ্রতিবার রাত সাডে এগারটায় বের হলাম , সাথে এক সৌদি নাগরীক কে সাথে নিয়েই আমরা তিন জন ৷মাত্র ৫ মিনিটের মাথায় তা পুন্ড হয়ে যায় ৷

কারন আমাদের গাডীটা তখন খুব আস্তে আস্তে রাস্তা অতিক্রম করছিল ঠিক এমন সময় একটি বিডাল অবুজ প্রানী , আমাদের অজান্তে সকলের চোখ কে ফাঁকি দিয়ে খুব দ্রত বেগে রাস্তা অতিক্রম করার সময় আমাদের গাডীতে পিষ্ট হয়ে যায় ৷

তাডাতাডি গাডী ব্রেক করে আমরা নেমে পডলাম , বিডালটাকে বাঁচানোর চেষ্টা করলাম , পানি ঢাললাম মাথায় , অনেক চেষ্টা করে ও সফল হয়নি হায়! ভাগ্যের কি নির্মম পরিহাস , চোখের সামনে নিজের হাতে একটা বিডাল কে মরতে দেখে নিজেদের কে খুব বড অপরাধী মনে হল যদি ও অনিচ্ছাকৃত ঘটনা ৷আল্লাহই ক্ষমাসীল ৷

অতঃপর আমাদের আনন্দ ভ্রমন আর হলনা ,সেখানেই প্রোগ্রাম স্হগীত ৷ বাধ্য হলাম নিজেদের অনন্দকে কোরবান করতে কেননা ঐটাওতো একটা জীবন ! জীব হত্যা করে কেউ কি আনন্দ উল্লাস করতে পারে ?

পরদিন আল্লাহর রাস্তায় কিছু ছদকা করলাম ঐ অনিচ্ছাকৃত ক্রুটির জন্য, আল্লাহই ক্ষমাশীল ৷আমি/আমরা সকলেই অনুতপ্ত ৷

বিষয়: বিবিধ

১২৯৩ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

275678
১৮ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:১২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : একটি বেচারা বিলাই আপনাদের যাত্রা পন্ড করে দিল!!
১৯ অক্টোবর ২০১৪ দুপুর ০১:৪৯
219867
এম আবদুল্লাহ ভূঁইয়া লিখেছেন : জী ভাই সত্যিই তাই হয়েছে , একটা জীব হত্যা হওয়ার পর সকলের মন ভেঙ্গে যায়
276292
২০ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৪৯
আবু নাইম লিখেছেন : একটা জীব হত্যা হওয়ার পর সকলের মন ভেঙ্গে যায়
১৬ নভেম্বর ২০১৪ রাত ০১:২৭
227822
এম আবদুল্লাহ ভূঁইয়া লিখেছেন : Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File