বাজান ওরা তোমার মুক্তিযোদ্ধের উপে পশ্রাবও করেনা
লিখেছেন লিখেছেন নূর আল আমিন ১৮ অক্টোবর, ২০১৪, ০৩:২৩:৩০ দুপুর
--বাজান
একটা কথা জিগাই
.
--জিগা কি জিগাইবি?
.
--তোমার
পা ল্যাংড়া ক্যান
.
--কত.বার কমু
যোদ্ধের সময়
গুলী লাগছে!!
.
--বাজান
তুমি মুক্তিযোদ্ধা হইয়া চৌকিদারী করো ক্যান?
.
--আরে বাদ
দে এইসব ফাও
প্যাচাল:
.
--বাজান ক্যান বাদ
দিমু নাক
বোচা চাকমা আর
হিন্দুরা যোগ্যতা না থাকলে সংখ্যালঘু
কোটায় চাকরি পায়:
.
.--তুই যে চাকরির
ইন্টারভিউ
দিলি এইডার
কি অইছে হেইডা আগে ক
--খবর আর
কি আমি কি আর
চাকমা? হিন্দু? যেই
চাকরি আমার
পাওয়ার কথা হেই
চাকরি সন্তুজ
চাকমা নামের এক
পোলা পাইছে!!
.
--আরে কি কস
এতো কষ্ট
কইরা তোরে মাষ্টার্স
পাশ করাইছি! তুই
কি ওগোরে কসনাই
তুই মুক্তিযোদ্ধার
পোলা!!!
.
--হ বাজান
কইছি ওরা তোমার
মুক্তিযোদ্ধের
উপ্রে পশ্রাবও
নাকি করেনা!
ওগো কাছে প্রথম
যোগ্যতা নাকি ছাত্রলীগ
সদস্য তার পর
ধর্ষণের
সেঞ্চুরি!!!
.
--(অশ্রুশিক্ত
চোখে) হ আইজ
মনে অইতাছে যোদ্ধ
কইরা ভুল কাম
করছিলাম
যদি যোদ্ধ
না কইরা ভারতে গিয়া আড্ডা দিতাম
তুইও
চাকরি পাইতি আমিও
ল্যাংড়া হইয়া চৌকিদারি করতাম
না!!
.
--আরেকটা ভুল
কাম করছো বাজান
আমারে লেখাপড়া না করাইয়া ছাত্রলীগ
বানাইতা তাইলে চাকরির
দরকার
আছিলোনা!!
.
--চুপ কর বাপ চুপ
কর!
.
--বাজান তোমার
মতো অনেক
মুক্তিযোদ্ধা গাধার
মতো দেশটার জন্য
কষ্ট কইরাই
গেলো বিনিময়ে তোমরা পাইছো কচু
আমাগোরে দিছো চুলকানী!!
.
--কাইন্দোনা বাজান
মনের দুঃখে অনেক
কিছু কইছি
.
--ল বাপ বাড়িত যাই
তুই ঠিকই কইছস
.
.(লেখা নূর আল আমিন)
.১৬অক্টোবর ২০১৪)
.আমার ফেইসবুক ওয়াল থেকে Click this link
বিষয়: সাহিত্য
১১০৪ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পড়লাম, দোয়া করি, জাযাকাল্লাহ..
মন্তব্য করতে লগইন করুন