আল্লাহ্ অমান্যকারীদের মাথা নীচু করেই দিলেন....!

লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ১৮ অক্টোবর, ২০১৪, ০৪:০১:১৫ বিকাল

আল্লাহর কথাই সদা সমুন্নত এবং আল্লাহ্ পরাক্রমশালী, প্রজ্ঞাময়।আল্লাহ্ পবিত্র কুরআনুল করিমে ঘোষণা করলেন।

ওহে ঈমানদারগণ! যারা ঈমান এনেছো তোমাদের কি হল, যখন আল্লাহর পথে বের হবার জন্য তোমাদের বলা হয়, তখন তোমরা মাটি জড়িয়ে ধর, তোমরা কি আখেরাতের পরিবর্তে দুনিয়ার জীবনে পরিতুষ্ট হয়ে গেলে? অথচ আখেরাতের তুলনায় দুনিয়ার জীবনের উপকরণ অতি অল্প। যদি তোমরা বের না হও, তবে আল্লাহ্ তোমাদের যনন্ত্রনাদায়ক শাস্তি দেবেন এবং অপর জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করেদিবেন। তোমরা তাহার কোন ক্ষতি করতে পারবে না, আর আল্লাহ্ সর্ববিষয়ে শক্তিমান। যদি তোমরা তাকে (আল্লাহর রাসুল) সাহায্য না কর, তবে মনে রেখো, আল্লাহ তার সাহায্য করেছিলেন, যখন তাকে কাফেররা বহিস্কার করেছিল,তিনি ছিলেন দু‌‌'জনের একজন, যখন তারা গুহার মধ্যে ছিল। তখন তিনি আপন সঙ্গীকে বললেন,বিষন্ন তথা নিরাশ হয়ো না, আল্লাহ্ আমাদের সাথা আছেন। অতঃপর আল্লাহ্ তার প্রতি স্বীয় সান্ত্বনা নাযিল করলেন এবং তাঁর সাহায্যে এমন বাহিনী পাঠালেন, যা তোমরা দেখনি। বস্তুতঃ আল্লাহ্ কাফেরদের মাথা নীচু করে দিলেন, আর আল্লাহর কথাই সদা সমুন্নত এবং আল্লাহ্ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। (সুরা তাওবাঃ৩৮-৪০)

বিষয়: বিবিধ

১১৫২ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

275654
১৮ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:১৪
মেঘ ভাঙা রোদ লিখেছেন : জাজাকাল্লাহ খায়ের ।
১৮ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:১৯
219514
কুয়েত থেকে লিখেছেন : আল্লাহ আপনাকেও উত্তম যাজাদান করুন। আপনাকে ধন্যবাদ
275691
১৮ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:৩৩
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

সত্যের বিজয় অনিবার্য, মিথ্যার বিণাশ অবশ্যম্ভাবী

আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
২১ অক্টোবর ২০১৪ রাত ০৮:৫২
220835
কুয়েত থেকে লিখেছেন : আপনাকেও অনেক অকেন ধন্যবাদ। ভাল থাকুন
১৫ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:৫৮
238138
কুয়েত থেকে লিখেছেন : ওয়াআলাই কুমুচ্ছালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।সত্যের বিজয় হবেই হবে ইন্ শাআল্লাহ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File