২৪ ঘণ্টার মধ্যে যদি সে বক্তব্য প্রত্যহার করে তাওবা না করে মন্ত্রী লতিফ সিদ্দিকী বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি,

লিখেছেন লিখেছেন এম আবদুল্লাহ ভূঁইয়া ২৯ সেপ্টেম্বর, ২০১৪, ১০:৩৭:৫৩ রাত

হজের ঘোরতর বিরোধী মন্ত্রী লতিফ সিদ্দিকী

এবার ধর্মীয় অনুভূতির উপর আঘাত করলেন সরকারের টেলিযোগাযোগ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। তিনি সরাসরি মুসলমানদের পবিত্র হজের বিরুদ্ধে কথা বললেন।

(১) বলেছেন, আমি হজ আর তাবলীগ জামাতের দু‘টোর ঘোরতর বিরোধী।

(২) আমি জামায়াতে ইসলামীর বিরোধি।

(৩) তার চেয়েও হজ ও তাবলীগ জামাতের বেশি বিরোধি।

রোববার বিকেলে নিউ ইয়র্কে জ্যাকসন হাইটসের একটি হোটেলে নিউ ইয়র্কস্থ টাঙ্গাইলবাসীদের সাথে এক মতবিনিময়কালে একথা বলেন।

পবিত্র হজ প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, আমি কিন্তু হজ আর তাবলীগ জামাতের ঘোরতর বিরোধি। আমি জামায়াতে ইসলামীর বিরোধি। তার চেয়েও হজ ও তাবলীগ জামাতের বেশি বিরোধি।

(৪) তিনি বলেন, এ হজে যে কত ম্যানপাওয়ার নষ্ট হয়। হজের জন্য ২০ লাখ লোক আজ সৌদি আরবে গিয়েছে। এদের কোন কাম নাই। এদেও কোন প্রডাকশন নাই। শুধু রিডাকশন দিচ্ছে। শুধু খাচ্ছে আর দেশের টাকা দিয়ে আসছে।

(৫)০ মন্ত্রি বলেন, এভারেজে যদি বাংলাদেশ থেকে ১ লাখ লোক হজে যায় প্রত্যেকের ৫ হাজার টাকা করে ৫‘শ কোটি টাকা খরচ হয়।

(৬) তিনি হজের শুরু প্রসঙ্গে বলেন, আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ চিন্তা করল এ জাজিরাতুল আরবের লোকেরা কিভাবে চলবে। তারাতো ছিল ডাকাত। তখন একটা ব্যবস্থা করলো যে আমার অনুসারিরা প্রতিবছর একবার একসাথে মিলিত হবে। এরমধ্য দিয়ে একটা আয়-ইনকামের ব্যবস্থা হবে।

(৭) তাবলীগ জামাতের সমালোচনা করে আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, তাবলীগ জামাত প্রতিবছর ২০ লাখ লোকের জমায়েত করে। নিজেদেরতো কোন কাজ নেই। সারাদেশের গাড়িঘোড়া তারা বন্ধ করে দেয়।

========

এসব কাফিররা হজ্জের মধ্যে নিহিত থাকা ঐক্য-সংহতি ও মানসিক প্রশান্তি এবং আত্মার পরিশুদ্ধি তথা উন্নত চরিত্র গঠনের মতো ভালো দিকগুলো দেখে না, দেখে কেবল আর্থিক ক্ষতি!

তারা আবার বিভিন্ন দিবসে মাটির মূর্তি বা সৌধের সামনে কোটি কোটি ফুল ও মোম অপচয়ের পিছনে কোন অযৌক্তিকতা খুঁজে পায় না!! ত্রানচোর গমচোর নেতানেত্রীদের জন্য শতো শতো তোরন ও গেইট নির্মান ইত্যাদিকেও অনর্থক অর্থব্যয় মনে হয় না তাদের!!

======= অথর্ব ও মুর্খ এই মন্ত্রী হজ্জের শুরুর ইতিহাস না জেনেই হজ্জের শুরু নিয়ে সমালোচনা করেছেন। হজ্জ নাকি মুহাম্মাদ সা: শুরু করেছেন??

এতো কিছুর পরও একটি কারণে ধন্যবাদ দিতে হয় এই টেলি মন্ত্রীকে, সেটা হলো- তিনি মুসলিম নামের আড়ালে লুকানো তার আসল রূপটা প্রকাশ করেছেন। অন্যরাও সেটা যতো তাড়াতাড়ি করবেন ততই বাংলাদেশের মুসলিমদের জন্য কল্যানকর।

-====্ ৭২ ঘণ্টার মধ্যে যদি সে বক্তব্য প্রত্যহার করে তাওবা না করে তবে সারা দেশব্যপী ব্যপক গণ আন্দোলন শুরু হবে। বিদেশের মাটিতে বসে ইসলাম ও মহানবীর বিরুদ্ধে কটূক্তি করার দুঃসাহস দেখিয়ে সে যে জঘন্য অপরাধ করেছে এর জন্য প্রয়োজনে তার ফাঁসির দাবীতে লাগাতার হরতালের কর্মসূচী দেয়া হবে।

তাঁকে যারা আশ্রয় প্রশ্রয় দিবে , রক্ষা করার অপচেষ্টা করবে এ দেশের ইসলাম প্রিয় নবী প্রেমিক জনতা তাদেরকে ও রেহায় দেবে না। তারা ও মুরতাদের কাতারে শামিল হয়ে যাবে। তাদেরকে তসলিমা নাসরীন ও দাউদ হায়দারদের ভাগ্য বরণ করতে হবে। সরকার যদি এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে এবং মন্ত্রী পরিষদ থেকে তাকে অপসারণ না করে তবে জনতার এই ঈমানী আন্দোলন সরকার পতনের আন্দোলনে রুপ নিতে পারে

হজ-তাবলীগ নিয়ে মন্ত্রী লতিফ সিদ্দিকীর কটূক্তি [ভিডিওসহ

https://www.facebook.com/video.php?v=808874982477162&set=vb.703398296358165&type=2&theater

http://www.bdmonitor.net/newsdetail/detail/200/92778

বিষয়: বিবিধ

১২১৮ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

270011
২৯ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৪৭
ফেরারী মন লিখেছেন : মুহাম্মদ (স.) এর অনুসারীরা ডাকাত ছিল : মন্ত্রী লতিফ সিদ্দিকী নাকি এই কথাও বলেছে। ওর তো কল্লা নেওয়া উচিত।
৩০ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:১০
213994
এম আবদুল্লাহ ভূঁইয়া লিখেছেন : @বুকের ভিতর আঘাত দিলি@ কুলাঙ্গার লতিফ
270015
২৯ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:২১
শুভ্র আহমেদ লিখেছেন : ওরে দেশে এনে মরিচ থেরাপি দেওয়া হবে। এই দৃশ্য দেখতে ইচ্ছা করছে। দেশের বড় বড় ইসলামিক দল গুলো এখনো নিরব কেনো তা বুঝলাম না।
৩০ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:১০
213995
এম আবদুল্লাহ ভূঁইয়া লিখেছেন : @বুকের ভিতর আঘাত দিলি@ কুলাঙ্গার লতিফ
270017
২৯ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:২৭
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

সারাদেশে ব্যাপক বিক্ষোভ ও আন্দোলন হওয়া ইমানের দাবী m/ m/ m/

বিএনপি-র জন্য এটা যেমন সুযোগ তেমনি পরীক্ষাও বটে!! Waiting

Praying Praying
৩০ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:১০
213996
এম আবদুল্লাহ ভূঁইয়া লিখেছেন : @বুকের ভিতর আঘাত দিলি@ কুলাঙ্গার লতিফ
৩০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৫৪
214201
এম আবদুল্লাহ ভূঁইয়া লিখেছেন : @বুকের ভিতর আঘাত দিলি@ কুলাঙ্গার লতিফ

======================

এটা আবার কোন কুলাঙ্গার? কোন লতিফের বাচ্চারে?

বিদেশ এসে, হজ্বের নামে, তাবলীগের নামে, এসব কথা বলেরে !

বুকের ভিতর আঘাত দিলি, মুসলমানের বাচ্চা তুই !

হজ্বে যাবি না আবার নিউয়র্ক যাবি, বড্ড বড় পাঁজি তুই !

হজ্বে যাই, টাকা ঢালি বিনিময়ে কি পাই জানিস?!

ভাতৃত্ববোধ ত্যাগ ভালোবাসা! দুরে চলে যায় শয়তান ইবলিশ!

মাদ্রাসা মসজিদ বা রাজস্বখাতে টাকা দিলে তুই কি খুশি??আল্লাহ তায়ালা তার চেয়ে বেশি খুশি হয়! দেশের জন্য জীবন কুরবানী তাও তো ঐ হজ্বই শিখায়!!

তুই হজ্বে যাবি ক্যান, কৃপন রে তুই, হজ্বটা করে এসেই দেখ! জান্নাতী ফুল ফুটবে মনে, উঠবে হেসে বুঝবি তখন মনের আবেগ
270032
২৯ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:৫৫
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : এই হল আওয়ামী চেতনার ফসল! কয় দিন আগে ও হাসিনাকে কুটউক্তি করার কারনে ৭ বছর জেল হয়েছে। এখন দেখব হাসিনা তার কুমন্ত্রীর বিরুদ্ধে কি ব্যবস্থা নেন।
৩০ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:১১
213997
এম আবদুল্লাহ ভূঁইয়া লিখেছেন : @বুকের ভিতর আঘাত দিলি@ কুলাঙ্গার লতিফ
270070
৩০ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:৩৬
বিদ্রোহী কবি লিখেছেন : দিন ঘনিয়ে আসছে তোদের
শত্রু দেশের ধর্মের,
হিসসা মতই মিলবে জানিস
এই সব অপকর্মের।।
৩০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৫৪
214200
এম আবদুল্লাহ ভূঁইয়া লিখেছেন : @বুকের ভিতর আঘাত দিলি@ কুলাঙ্গার লতিফ

======================

এটা আবার কোন কুলাঙ্গার? কোন লতিফের বাচ্চারে?

বিদেশ এসে, হজ্বের নামে, তাবলীগের নামে, এসব কথা বলেরে !

বুকের ভিতর আঘাত দিলি, মুসলমানের বাচ্চা তুই !

হজ্বে যাবি না আবার নিউয়র্ক যাবি, বড্ড বড় পাঁজি তুই !

হজ্বে যাই, টাকা ঢালি বিনিময়ে কি পাই জানিস?!

ভাতৃত্ববোধ ত্যাগ ভালোবাসা! দুরে চলে যায় শয়তান ইবলিশ!

মাদ্রাসা মসজিদ বা রাজস্বখাতে টাকা দিলে তুই কি খুশি??আল্লাহ তায়ালা তার চেয়ে বেশি খুশি হয়! দেশের জন্য জীবন কুরবানী তাও তো ঐ হজ্বই শিখায়!!

তুই হজ্বে যাবি ক্যান, কৃপন রে তুই, হজ্বটা করে এসেই দেখ! জান্নাতী ফুল ফুটবে মনে, উঠবে হেসে বুঝবি তখন মনের আবেগ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File