m/ Time Out জনতার পায়ে বল: Time Out গোল করার স্ট্রাইকার কই?? Hurry Up Happy]

লিখেছেন লিখেছেন আবু সাইফ ২৯ সেপ্টেম্বর, ২০১৪, ১১:০২:১০ রাত

সরকারীদলের পেনাল্টিবক্সের মধ্যে থেকেই মন্ত্রী লতিফ সিদ্দিকী ফাউল করেছেন, আর বাংলাদেশের আমজনতার পায়ে বল ঠেলে দিয়েছেন সরকারের বিরুদ্ধে গোল করার জন্য...

এখন দরকার একজন স্ট্রাইকার যিনি পেনাল্টিকিকটা ঠিকমত করতে পারেন!!

এতটা দুঃসাহসিক কথার পরেও যদি সারাদেশ ব্যাপী আন্দোলন না হয়

যদি মুসলমানদের নিজেদের ইজ্জত(?)ও প্রাণের দাম আল্লাহতায়ালা ও রাসুলুল্লাহর ইজ্জতের চেয়ে বেশী মনে করা হয় তবে এ জাতির জন্য করহিন শাস্তিই প্রাপ্য!

এবারে কিছু করতে না পারলে-

এরপর রাস্তার নোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে মুসলমানদের কাপড় খুলে খুলে চেক করা হবে এবং বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলা হবে!!

বোরখাওয়ালী ও খাতনাওয়ালারা প্রস্তুত হোন-

বিষয়: বিবিধ

১২৫৩ বার পঠিত, ৪৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

270020
২৯ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:৩৬
আফরা লিখেছেন : কিছু মনে নিয়েন না ভাইয়া আমি ছোট মানুষ জ্ঞান বুদ্ধি ও তবু কেন যেন মনে হয় বাংলাদেশের মানুষ অতি বেশী ভাল ও অনুভুতিহীন ।এদের এই ভালমানুষির কারনে এরা দুনিয়াও আখেরাতে দুই জাউগাই কষ্ট পাবে ।
৩০ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:০৭
213992
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


আসল অবস্থা কিন্তু সেটা নয়!

শিক্ষার অবনতি- তথা অশিক্ষা-কুশিক্ষার কারণে সুশিক্ষার অভাবে এমনদশা হয়েছে!

তাই অন্যায়ের প্রতিবাদ যে করতে পারেনা সে যে আর "মানুষ" থাকেনা, এ শিক্ষা বিলুপ্তপ্রায়!

এই বাংলাদেশের মানুষেরাই দাউদ হায়দার তাসলিমা নাসরীনদের দেশছাড়া করেছে!
০১ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৪৫
214432
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনারা বাহিরে থেকে অনেক কথাই বলতে পারেন। দেশে এসে প্রতিবাদে শামিল হয়ে দেখুন, অনুভূতি থাকা সত্ত্বেও কষ্টে হৃদয় গোমড়ে মরলেও কিছু করার থাকেনা।
ধন্যবাদ আপনাকে আফরা।
270028
২৯ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:৫১
ফেরারী মন লিখেছেন : ঈমানী শক্তি কি তাহলে হারিয়ে ফেললো দেশের মানুষ? রাসুল (স.) এর অনুসারিদের ডাকাত বলার পরও মানুষ কিভাবে ঘুমিয়ে থাকে।
৩০ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:০৭
213993
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


আসল অবস্থা কিন্তু সেটা নয়!

শিক্ষার অবনতি- তথা অশিক্ষা-কুশিক্ষার কারণে সুশিক্ষার অভাবে এমনদশা হয়েছে!

তাই অন্যায়ের প্রতিবাদ যে করতে পারেনা সে যে আর "মানুষ" থাকেনা, এ শিক্ষা বিলুপ্তপ্রায়!

এই বাংলাদেশের মানুষেরাই দাউদ হায়দার তাসলিমা নাসরীনদের দেশছাড়া করেছে!
270041
৩০ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:০৬
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


আসল অবস্থা কিন্তু সেটা নয়!

শিক্ষার অবনতি- তথা অশিক্ষা-কুশিক্ষার কারণে সুশিক্ষার অভাবে এমনদশা হয়েছে!

তাই অন্যায়ের প্রতিবাদ যে করতে পারেনা সে যে আর "মানুষ" থাকেনা, এ শিক্ষা বিলুপ্তপ্রায়!

এই বাংলাদেশের মানুষেরাই দাউদ হায়দার তাসলিমা নাসরীনদের দেশছাড়া করেছে!
270050
৩০ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:৫০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ঠিক্ কথা বলেছেন।
এটা আমাদের জন্য এসিড টেস্ট। এই অসভ্য মন্ত্রি নিজে কি কারনে নিউইয়র্ক গিয়েছেন।
৩০ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:৫৯
214010
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

প্রধানমন্ত্রী যাকে যে এসাইনমেন্ট দিয়েছেন তিনি সেটা তামিল করছেন- সব ঘূড়ির লাটাই এক হাতে, কোনোটাই বিচ্ছিন্ন ঘটনা নয়!

এমন কি সাজেদা যে হাসান কে বিশ্ব-বেয়াদব বলেছে কিম্বা হাসান যে সাজেদার প্রোগ্রামে ডিসটার্ব করেছে- সেটাও পূর্বপরিকল্পিত ও অনুমোদিত মনে করি!
৩০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:১৭
214146
আহ জীবন লিখেছেন : আবু সাইফ ভাইয়ের সাথে একমত। এরা ভিতর ভিতর কিছু ঘটাচ্ছে।
270069
৩০ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:৩৩
কাজী লোকমান হোসেন লিখেছেন : ব্রাদার বাংলাদেশে ভবিষ্যতে এই রকম হাজারো ঘটনা ঘটবে , কটু প্রতীবাদ ও হবেনা , আমরা কয়েকদিন অনলাইনে ভ্যা ভ্যা করবো, লাভ নেই ৭২ ভাগে ভিবক্ত হয়ে কিছু করা যাবেনা , ধন্যবাদ
৩০ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:৪৬
214027
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


মুয়াজ্জিন তো আজানের জন্য দায়ী-
বাকি কাজ মুসল্লীদের


আপনাকেও অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
০১ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৪২
214431
গাজী সালাউদ্দিন লিখেছেন : এই ভ্যা ভ্যা টা রাস্তায় নেমে করুন না, অন্যের আশায় বসে থাকেন কেন??? ৭২ ভাগ কে একভাগে নিয়ে আসার চেষ্টা করেন কি? নাকি শুধু কপাল চাপড়ে যান। আসুন ভাই, হতাশ না হই, আমরা আশাবাদী হই। একেবারে ৭২ ভাগ একভাগে আসার পরেই কিছু করব এর কি মানে, আপনার আমার কাজ চেষ্টা করে যাওয়া, বিভেদ মিটিয়ে দেয়ার মালিক তো আল্লাহ।
ধন্যোবাদ লোকমান ভাই।
270082
৩০ সেপ্টেম্বর ২০১৪ রাত ০২:৫৭
ইবনে হাসেম লিখেছেন : আপনার প্রতিবাদী লিখার জন্য ধন্যবাদ ভাই। আমার মনের কথাটিই বলেছেন।
০১ অক্টোবর ২০১৪ রাত ১২:০৬
214270
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

আপনাকেও অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
270084
৩০ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৩:২৬
বুড়া মিয়া লিখেছেন : কিছুই হবে না ...
০১ অক্টোবর ২০১৪ রাত ১২:০৭
214272
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


একটা কিছু হবে মনে হয়---
গোল না হলেও কর্ণারকিক পাওয়া যেতে পারে

আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
270117
৩০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:৩৩
মামুন লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ধন্যবাদ ভাইয়া সুন্দর লিখাটির অবতারনার জন্য।
১০০ ভাগ সহমত আপনার সাথে।
কিন্তু আন্দোলনের জন্য একটি প্ল্যাটফর্মের প্রয়োজন। এবং সেটি হতে হবে রাজনীতিমুক্ত ফ্রেশ। এমনটি আআমদের এখানে পাওয়া সম্ভব কি? সাধারণ মুসলমানেরা এই ইস্যু নিয়ে এক হতে গেলেই এদেরকে যে কোনো দলের লেজুড় আখ্যা দিয়েই দমন করার চেষ্টা করা হবে।
জাজাকাল্লাহু খাইর। Thumbs Up Thumbs Up Thumbs Up
০১ অক্টোবর ২০১৪ রাত ১২:০৮
214273
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

হেফাজত আবার আজান দিয়েছে-
মুসল্লীরা এলেই হয়-

একটা কিছু হবে মনে হয়---
গোল না হলেও কর্ণারকিক পাওয়া যেতে পারে

আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
০১ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৩৯
214428
গাজী সালাউদ্দিন লিখেছেন : মামুন ভাইয়ার সাথে সহমত।
270250
৩০ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:২০
ইবনে আহমাদ লিখেছেন : আমি আপনার সাথে একমত। প্রধানমন্ত্রী দ্বারা এই কাজটি হয়েছে। তার নির্দেশে ই হয়েছে।
আপনাকে অসংখ্য মোবারকবাদ।
০১ অক্টোবর ২০১৪ রাত ১২:০৯
214274
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

হেফাজত আবার আজান দিয়েছে-
মুসল্লীরা এলেই হয়-

একটা কিছু হবে মনে হয়---
গোল না হলেও কর্ণারকিক পাওয়া যেতে পারে


তবে হাসিনা খুব পাকা খেলোয়াড় নিঃসন্দেহে,
গোল পাওয়ার সম্ভাবনা কম!

আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
১০
270412
০১ অক্টোবর ২০১৪ সকাল ০৮:৫২
চক্রবাক লিখেছেন : বাংলাদেশে রোনালদোরা তৈরী হয় নি Yahoo! Fighter
০২ অক্টোবর ২০১৪ রাত ০২:৪৩
214633
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


যা-ও দু-একটা হয়, আশরাফুলের মত ম্যাচ-ফিক্সিংএর জালে আটকা পড়ে যায়


আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ Rose Praying
১১
270479
০১ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৩৮
গাজী সালাউদ্দিন লিখেছেন : এবারে কিছু করতে না পারলে-

এরপর রাস্তার নোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে মুসলমানদের কাপড় খুলে খুলে চেক করা হবে এবং বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলা হবে!!

যথার্থই বলেছেন। তবে তসলিমা আর হুমায়ুনদের যেভাবে দমানো গেছে, এখন একটু বেশি কঠিন। মাঝে মাঝে রাজপথে যাবার সোউভাগ্য হয়, তখন বুঝি, কোন কিছুর প্রতিবাদ করাটা সত্যিকার অর্থেই কঠিন। তাই বেশির ভাগ সময় মন থেকে ঘৃণার মাধ্যমেই প্রতিবাদ করা হয়।
ধন্যবাদ সাইফের বাবা।
০২ অক্টোবর ২০১৪ রাত ০২:৪৫
214634
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


আপনার মত গাজীদের সংখ্যা বাড়ছে- সেটাই আশার কথা

আর আল্লাহতায়ালার পরিকল্পনা তো আমরা জানিনা- কর্তব্য করে যাই, যদি তাঁর পছন্দের তালিকায় উঠতে পারি...


আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ Rose Praying
০২ অক্টোবর ২০১৪ সকাল ১০:২৭
214733
গাজী সালাউদ্দিন লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়া রাহ্মুতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতু ওয়া শাফায়াতু ওয়া হায়াতুত তাইয়্যেবাতুহু।
আপনাকে অনেক ধন্যোবাদ সাইফের বাবা।
১২
270496
০১ অক্টোবর ২০১৪ দুপুর ০১:১০
egypt12 লিখেছেন : বোরখাওয়ালী ও খাতনাওয়ালারা প্রস্তুত হোন-
Loser
০২ অক্টোবর ২০১৪ রাত ০২:৪৭
214635
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

দুর্যোগ ও সংগ্রামের ময়দানে গৌরবসূচক কথায় গর্ব প্রকাশ করা জায়েজ আছে-
ওদুটো শব্দ আমাদের গর্বের ধন!!



আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ Rose Praying
১৩
270579
০১ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:১৬
আবু ফারিহা লিখেছেন : অাপনি যে ভাবে চিন্তা করেছেন অামরা অনেকেই এভাবে ভাবিনা বা ভাবতে পারিনা। তাইতো অামরা অনেকেই অাসল কারণটি বুঝতে ভুল করি। ধন্যবাদ।
০২ অক্টোবর ২০১৪ রাত ০২:৪৮
214636
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


চিন্তা করাটাই যাদের দায়িত্ব তারা যখন সময়ের স্রোতা গা-ছেড়ে দেন তখন জাতির সর্বনাশ ঠেকানো যায়না!



আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ Rose Praying
১৪
270614
০১ অক্টোবর ২০১৪ রাত ০৯:৫৮
সাদাচোখে লিখেছেন : অন্যায়ের প্রতিবাদ যে করতে পারেনা সে যে আর "মানুষ" থাকেনা - আপনার লিখা উপরোক্ত কথার সাথে পুরোপুরি একমত। কিন্তু আমার মনে হয় লতিফ সিদ্দীকির করা এমন 'নগ্ন অন্যায়'কে বুঝার জন্য কোন প্রাতিষ্ঠানিক শিক্ষার দরকার হয় না। সারা দেশের মিনিমাম ঈমান সম্পন্ন মানুষ ও এর প্রতিকার চাইছে এবং এ জন্য যা কিছু করা প্রয়োজন - তা করতে ইচ্ছুক থাকবে। কিন্তু তার জন্য চাই নেতৃত্ব - যে অন্যায়ের প্রতিকার চাইবে - আর সব ইস্যু আলটিমেটলী গৌন হলে অন্যায়ের প্রতিকার হবেই হবে।

কিন্তু আমাদের দূর্ভাগ্য - আমাদের নেতৃবৃন্দ, আমাদের নেতা শ্রেনী ও রাজনীতির সাথে সম্পৃক্ত ব্যাক্তিবর্গ 'অন্যায়'কে অন্যায় বিবেচনা করে - তার শাস্তি নিশ্চিত করতে 'না চেয়ে', প্রতিকার না চেয়ে - পলিটিক্যাল পালস্‌, ন্যাশানাল ও ইন্টারন্যাশানাল সেনসিটিভিটি ইত্যাদিকে বিচার বিবেচনা করে বলে কোনদিন ও কোন অন্যায়ের প্রতিকার পায় না, পেতে পারেনা। উদাহরন হিসাবে বলছিঃ

গত বছরের ১৩ দফার আন্দোলনে আমরা দেখেছি - বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি সহ অপরাপর পলিটিক্যাল দলকে হেফাজতের সাথে ঠিক ততটাই জড়াতে দেখেছি - যতটা তাদেরকে পলিটিক্যালী বেনিফিট দেবে কিংবা বলতে পারি পলিটিক্যালী ক্ষতি করবে না - কিন্তু কোন দলই এক্সপ্লিসিটলী বলেনি ১৩ দফার বাস্তবায়নের কথা। কারন তারা সবাই ই জনসমর্থন চাইছিল কিন্তু ফরেন পাওয়ার এর কথা বিবেচনায় নিয়ে ১৩ দফার ব্যাপারে মৌন ছিল।

অনুরূপভাবে হেফাজতের শফি সাহেব অল এ্যালং বলে আসছিল তিনি এমন কিছু করবেন না, বলবেন না, এমন কোন আন্দোলন সংগ্রাম করবেন না - যাতে কোন না কোন পলিটিক্যাল দল উপকৃত হয়ে যায়। ফলাফল হল ১৩ দফা বাস্তবায়ন হয়নি। হেফাজত ধ্বংশ হল (সন্মান হারালো)। শক্তিশালী, শহীদ হতে আগ্রহী মুসলমানরা বর্বরতার বলি হয়েও, মিডিয়া ও নাস্তিক সেকুলারদের সমালোচনা, পারস্পরিক অবিশ্বাস ও দ্বন্ধ, কোরান পোড়ানোর দূর্নাম, দূর্নীতি ইত্যাদির অপবাদ নিয়ে খাঁচাবন্দী হল, মুসলিমদের অসন্মান করলো।

অনুরূপ আর একটি উদাহরনঃ গতকাল সন্ধ্যায় আমরা কয়েকভাই মিলে মসজিদে এ নিয়ে কথা বলছিলাম। একভাই একটা প্রস্তাব দিলেন। যা বাস্তবায়ন করতে গেলে - মিডিয়া ও আওয়ামীলীগ কিনা - জাচাই বাচাই না করেই অন্ধভাবে জামায়াতে ইসলামীকে কাঠগড়ায় দাঁড় করাবে ঐ এ্যাকশানের জন্য এবং এতে কিনা জামায়াতে ইসলামীর সাংগঠনিক ক্ষতি হবে। আমি যখন ওনাকে বললাম - এ ক্ষেত্রে জামায়াতে ইসলামী বেশী ইমপোর্টেন্ট কিংবা প্রায়োরিটি না মোহাম্মদ সঃ কিংবা ইসলাম বেশী ইমপোর্টেন্ট - তিনি ওনার স্টেইটমেন্ট এর দূর্বলতা বুঝলেন। প্রশ্ন হল আমরা অনুরূপভাবে পলিটিক্স কে সামনে আনি বলেই অন্যায়ের প্রতিরোধ হয়না, নির্মুল হয়না। যা হয় অন্যায় এর প্রতিবাদ হয় - যা আলটিমেটলী অন্যায়কারীকে প্রশ্রয়দেবার মত একটা এরিয়া বা সুযোগ বা টেম্পটেশান এর মত কিছু একটা হয়।

ধন্যবাদ।
০২ অক্টোবর ২০১৪ রাত ০২:৫৪
214638
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

খুব মূল্যবান বিশ্লেষণ করেছেন..

রাজনৈতিক লাভ-ক্ষতি ইসলামী দলগুলোর অস্থি-মজ্জায় এমনভাবে গেঁথে গেছে যে, ইসলামের লাভ-ক্ষতি বা ইজ্জতের চেয়ে দলের দিকটাই অগ্রাধিকার পেয়ে বসে!!

সে কারণে পারস্পরিক আস্থার সংকট, অবিশ্বাসের ঘন্টা বাজতেই থাকে


এ গোলকধাঁধা থেকে বেরুতে না পারলে ৯০ভাগ মুসলিমের দেশেও আমরা ২য়/৩য়শ্রেণীর নাগরিক হয়েই থাকতে হবে!


আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ Rose Praying
১৫
270629
০১ অক্টোবর ২০১৪ রাত ১০:২৫
আবু জান্নাত লিখেছেন : দেশটা যেন কমিয়ুনিষ্ট দেশে পরিনত হচ্ছে, দিন দিন মুসলমানরা যেন ঝিমিয়ে যাচ্ছে। মুসলমানরা দিনদিন ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। দিন দিন তসলিমাদের আলোচলা মিড়িয়াতে বেড়ে যাচ্ছে, তাইতো নতুন নতুন তসলিমা তৈরী হচ্ছে।
০২ অক্টোবর ২০১৪ রাত ০২:৫৬
214639
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

হ্যাজাকলাইটের পাশে হ্যারিকেন এর আলো থাকা-নাথা সমান, কিন্তু যখন হ্যাজাক নিষ্প্রভ হয়ে যায় তখন কূপিবাতির আলোও অনেক উজ্জবল দেখায়!

মুসলমানদের অধোপতনের কারণেই তাদের ঔজ্জ্বল্য/ঔদ্ধত্য বেড়ে চলেছে

আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ Rose Praying
১৬
270862
০২ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৩৪
প্রবাসী মজুমদার লিখেছেন : দর্শক আছে, খেলোড়ায় আছে। কিন্তু ষ্ট্রাইকার নেই। সব বলদ। ভাল স্টাইকার তৈরী হয়নি। মাঠে না খেলতে ষ্টাইকার তৈরী হয়না। বুঝা গেল নসীবে আরও দু"খ আছে। বিলাপ করে কাদলে মন হালকা হয়। তাও জানিনা। ধন্যবাদ।
০২ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:৩১
214888
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..
এখন তো দেখা যায় পেনাল্টি-ই বাতিল হতে চলেছে, খেল খতম!!!

আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ... Praying
অগ্রীম শুভেচ্ছা ও কুরবানীর ঈদ মোবারক- Big Hug
ত্যাগের অনুশীলনে সমাজ আলোকিত হোক Praying
১৭
271547
০৫ অক্টোবর ২০১৪ রাত ০২:৩২
সরল কথা লিখেছেন : স্টাইকাররা এখন সব জেলে:(
১৮
271706
০৫ অক্টোবর ২০১৪ রাত ০৯:০০
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

"ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে"


ঈদের শুভেচ্ছা- কুরবানী ও ঈদ মোবারক Rose Big Hug
ত্যাগের আলোয় ব্যক্তি ও সমাজ জীবন আলোকিত হোক Praying
১৯
271822
০৬ অক্টোবর ২০১৪ রাত ০৪:১০
আনিসুর রহমান লিখেছেন : ঈদ মোবারক
I am agree with you but we should be aware of their biggest weapon against Islam is FATNA. That is divided the Muslim into various group like, Jamati, Salafi, Tabligi, Mududi etc and then destroy them easily.




০৬ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:২৩
216035
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

যথার্থ বলেছেন, সহমত


ঈদের শুভেচ্ছা- কুরবানী ও ঈদ মোবারক Rose Big Hug
ত্যাগের আলোয় ব্যক্তি ও সমাজ জীবন আলোকিত হোক Praying
২০
271911
০৬ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:২৩
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

যথার্থ বলেছেন, সহমত

ঈদের শুভেচ্ছা- কুরবানী ও ঈদ মোবারক Rose Big Hug
ত্যাগের আলোয় ব্যক্তি ও সমাজ জীবন আলোকিত হোক Praying
২১
272515
০৯ অক্টোবর ২০১৪ দুপুর ০২:০১
নোমান২৯ লিখেছেন : আমাদের সব কিছু মৌসুমী হয়ে গেছে|তাই এ অবস্থা|ধন্যবাদ আপনাকে|ইস্যু পাইলে কিছুদিন মাঠে, , ,. . .তাপ্পর আবার কাথার ভেতরে|
০৯ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৩৪
216710
আবু সাইফ লিখেছেন : যথার্থ বলেছেন, সহমত

আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ Praying
২২
272988
১১ অক্টোবর ২০১৪ রাত ১২:৪৫
বাজলবী লিখেছেন : অামরা ঈমানের কমজুরির সাগরে ডুবে অাছি।উদ্ধারকারী একমাত্র অাল্লাহ তাঅালা। জাযাকাল্লাহ খাইর।
১১ অক্টোবর ২০১৪ রাত ০১:১১
217094
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ Praying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File