m/ জনতার পায়ে বল: গোল করার স্ট্রাইকার কই?? ]
লিখেছেন লিখেছেন আবু সাইফ ২৯ সেপ্টেম্বর, ২০১৪, ১১:০২:১০ রাত
সরকারীদলের পেনাল্টিবক্সের মধ্যে থেকেই মন্ত্রী লতিফ সিদ্দিকী ফাউল করেছেন, আর বাংলাদেশের আমজনতার পায়ে বল ঠেলে দিয়েছেন সরকারের বিরুদ্ধে গোল করার জন্য...
এখন দরকার একজন স্ট্রাইকার যিনি পেনাল্টিকিকটা ঠিকমত করতে পারেন!!
এতটা দুঃসাহসিক কথার পরেও যদি সারাদেশ ব্যাপী আন্দোলন না হয়
যদি মুসলমানদের নিজেদের ইজ্জত(?)ও প্রাণের দাম আল্লাহতায়ালা ও রাসুলুল্লাহর ইজ্জতের চেয়ে বেশী মনে করা হয় তবে এ জাতির জন্য করহিন শাস্তিই প্রাপ্য!
এবারে কিছু করতে না পারলে-
এরপর রাস্তার নোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে মুসলমানদের কাপড় খুলে খুলে চেক করা হবে এবং বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলা হবে!!
বোরখাওয়ালী ও খাতনাওয়ালারা প্রস্তুত হোন-
বিষয়: বিবিধ
১২৫৩ বার পঠিত, ৪৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আসল অবস্থা কিন্তু সেটা নয়!
শিক্ষার অবনতি- তথা অশিক্ষা-কুশিক্ষার কারণে সুশিক্ষার অভাবে এমনদশা হয়েছে!
তাই অন্যায়ের প্রতিবাদ যে করতে পারেনা সে যে আর "মানুষ" থাকেনা, এ শিক্ষা বিলুপ্তপ্রায়!
এই বাংলাদেশের মানুষেরাই দাউদ হায়দার তাসলিমা নাসরীনদের দেশছাড়া করেছে!
ধন্যবাদ আপনাকে আফরা।
আসল অবস্থা কিন্তু সেটা নয়!
শিক্ষার অবনতি- তথা অশিক্ষা-কুশিক্ষার কারণে সুশিক্ষার অভাবে এমনদশা হয়েছে!
তাই অন্যায়ের প্রতিবাদ যে করতে পারেনা সে যে আর "মানুষ" থাকেনা, এ শিক্ষা বিলুপ্তপ্রায়!
এই বাংলাদেশের মানুষেরাই দাউদ হায়দার তাসলিমা নাসরীনদের দেশছাড়া করেছে!
আসল অবস্থা কিন্তু সেটা নয়!
শিক্ষার অবনতি- তথা অশিক্ষা-কুশিক্ষার কারণে সুশিক্ষার অভাবে এমনদশা হয়েছে!
তাই অন্যায়ের প্রতিবাদ যে করতে পারেনা সে যে আর "মানুষ" থাকেনা, এ শিক্ষা বিলুপ্তপ্রায়!
এই বাংলাদেশের মানুষেরাই দাউদ হায়দার তাসলিমা নাসরীনদের দেশছাড়া করেছে!
এটা আমাদের জন্য এসিড টেস্ট। এই অসভ্য মন্ত্রি নিজে কি কারনে নিউইয়র্ক গিয়েছেন।
প্রধানমন্ত্রী যাকে যে এসাইনমেন্ট দিয়েছেন তিনি সেটা তামিল করছেন- সব ঘূড়ির লাটাই এক হাতে, কোনোটাই বিচ্ছিন্ন ঘটনা নয়!
এমন কি সাজেদা যে হাসান কে বিশ্ব-বেয়াদব বলেছে কিম্বা হাসান যে সাজেদার প্রোগ্রামে ডিসটার্ব করেছে- সেটাও পূর্বপরিকল্পিত ও অনুমোদিত মনে করি!
মুয়াজ্জিন তো আজানের জন্য দায়ী-
বাকি কাজ মুসল্লীদের
আপনাকেও অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
ধন্যোবাদ লোকমান ভাই।
আপনাকেও অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
একটা কিছু হবে মনে হয়---
গোল না হলেও কর্ণারকিক পাওয়া যেতে পারে
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
ধন্যবাদ ভাইয়া সুন্দর লিখাটির অবতারনার জন্য।
১০০ ভাগ সহমত আপনার সাথে।
কিন্তু আন্দোলনের জন্য একটি প্ল্যাটফর্মের প্রয়োজন। এবং সেটি হতে হবে রাজনীতিমুক্ত ফ্রেশ। এমনটি আআমদের এখানে পাওয়া সম্ভব কি? সাধারণ মুসলমানেরা এই ইস্যু নিয়ে এক হতে গেলেই এদেরকে যে কোনো দলের লেজুড় আখ্যা দিয়েই দমন করার চেষ্টা করা হবে।
জাজাকাল্লাহু খাইর।
হেফাজত আবার আজান দিয়েছে-
মুসল্লীরা এলেই হয়-
একটা কিছু হবে মনে হয়---
গোল না হলেও কর্ণারকিক পাওয়া যেতে পারে
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
আপনাকে অসংখ্য মোবারকবাদ।
হেফাজত আবার আজান দিয়েছে-
মুসল্লীরা এলেই হয়-
একটা কিছু হবে মনে হয়---
গোল না হলেও কর্ণারকিক পাওয়া যেতে পারে
তবে হাসিনা খুব পাকা খেলোয়াড় নিঃসন্দেহে,
গোল পাওয়ার সম্ভাবনা কম!
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
যা-ও দু-একটা হয়, আশরাফুলের মত ম্যাচ-ফিক্সিংএর জালে আটকা পড়ে যায়
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
এরপর রাস্তার নোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে মুসলমানদের কাপড় খুলে খুলে চেক করা হবে এবং বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলা হবে!!
যথার্থই বলেছেন। তবে তসলিমা আর হুমায়ুনদের যেভাবে দমানো গেছে, এখন একটু বেশি কঠিন। মাঝে মাঝে রাজপথে যাবার সোউভাগ্য হয়, তখন বুঝি, কোন কিছুর প্রতিবাদ করাটা সত্যিকার অর্থেই কঠিন। তাই বেশির ভাগ সময় মন থেকে ঘৃণার মাধ্যমেই প্রতিবাদ করা হয়।
ধন্যবাদ সাইফের বাবা।
আপনার মত গাজীদের সংখ্যা বাড়ছে- সেটাই আশার কথা
আর আল্লাহতায়ালার পরিকল্পনা তো আমরা জানিনা- কর্তব্য করে যাই, যদি তাঁর পছন্দের তালিকায় উঠতে পারি...
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
আপনাকে অনেক ধন্যোবাদ সাইফের বাবা।
দুর্যোগ ও সংগ্রামের ময়দানে গৌরবসূচক কথায় গর্ব প্রকাশ করা জায়েজ আছে-
ওদুটো শব্দ আমাদের গর্বের ধন!!
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
চিন্তা করাটাই যাদের দায়িত্ব তারা যখন সময়ের স্রোতা গা-ছেড়ে দেন তখন জাতির সর্বনাশ ঠেকানো যায়না!
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
কিন্তু আমাদের দূর্ভাগ্য - আমাদের নেতৃবৃন্দ, আমাদের নেতা শ্রেনী ও রাজনীতির সাথে সম্পৃক্ত ব্যাক্তিবর্গ 'অন্যায়'কে অন্যায় বিবেচনা করে - তার শাস্তি নিশ্চিত করতে 'না চেয়ে', প্রতিকার না চেয়ে - পলিটিক্যাল পালস্, ন্যাশানাল ও ইন্টারন্যাশানাল সেনসিটিভিটি ইত্যাদিকে বিচার বিবেচনা করে বলে কোনদিন ও কোন অন্যায়ের প্রতিকার পায় না, পেতে পারেনা। উদাহরন হিসাবে বলছিঃ
গত বছরের ১৩ দফার আন্দোলনে আমরা দেখেছি - বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি সহ অপরাপর পলিটিক্যাল দলকে হেফাজতের সাথে ঠিক ততটাই জড়াতে দেখেছি - যতটা তাদেরকে পলিটিক্যালী বেনিফিট দেবে কিংবা বলতে পারি পলিটিক্যালী ক্ষতি করবে না - কিন্তু কোন দলই এক্সপ্লিসিটলী বলেনি ১৩ দফার বাস্তবায়নের কথা। কারন তারা সবাই ই জনসমর্থন চাইছিল কিন্তু ফরেন পাওয়ার এর কথা বিবেচনায় নিয়ে ১৩ দফার ব্যাপারে মৌন ছিল।
অনুরূপভাবে হেফাজতের শফি সাহেব অল এ্যালং বলে আসছিল তিনি এমন কিছু করবেন না, বলবেন না, এমন কোন আন্দোলন সংগ্রাম করবেন না - যাতে কোন না কোন পলিটিক্যাল দল উপকৃত হয়ে যায়। ফলাফল হল ১৩ দফা বাস্তবায়ন হয়নি। হেফাজত ধ্বংশ হল (সন্মান হারালো)। শক্তিশালী, শহীদ হতে আগ্রহী মুসলমানরা বর্বরতার বলি হয়েও, মিডিয়া ও নাস্তিক সেকুলারদের সমালোচনা, পারস্পরিক অবিশ্বাস ও দ্বন্ধ, কোরান পোড়ানোর দূর্নাম, দূর্নীতি ইত্যাদির অপবাদ নিয়ে খাঁচাবন্দী হল, মুসলিমদের অসন্মান করলো।
অনুরূপ আর একটি উদাহরনঃ গতকাল সন্ধ্যায় আমরা কয়েকভাই মিলে মসজিদে এ নিয়ে কথা বলছিলাম। একভাই একটা প্রস্তাব দিলেন। যা বাস্তবায়ন করতে গেলে - মিডিয়া ও আওয়ামীলীগ কিনা - জাচাই বাচাই না করেই অন্ধভাবে জামায়াতে ইসলামীকে কাঠগড়ায় দাঁড় করাবে ঐ এ্যাকশানের জন্য এবং এতে কিনা জামায়াতে ইসলামীর সাংগঠনিক ক্ষতি হবে। আমি যখন ওনাকে বললাম - এ ক্ষেত্রে জামায়াতে ইসলামী বেশী ইমপোর্টেন্ট কিংবা প্রায়োরিটি না মোহাম্মদ সঃ কিংবা ইসলাম বেশী ইমপোর্টেন্ট - তিনি ওনার স্টেইটমেন্ট এর দূর্বলতা বুঝলেন। প্রশ্ন হল আমরা অনুরূপভাবে পলিটিক্স কে সামনে আনি বলেই অন্যায়ের প্রতিরোধ হয়না, নির্মুল হয়না। যা হয় অন্যায় এর প্রতিবাদ হয় - যা আলটিমেটলী অন্যায়কারীকে প্রশ্রয়দেবার মত একটা এরিয়া বা সুযোগ বা টেম্পটেশান এর মত কিছু একটা হয়।
ধন্যবাদ।
খুব মূল্যবান বিশ্লেষণ করেছেন..
রাজনৈতিক লাভ-ক্ষতি ইসলামী দলগুলোর অস্থি-মজ্জায় এমনভাবে গেঁথে গেছে যে, ইসলামের লাভ-ক্ষতি বা ইজ্জতের চেয়ে দলের দিকটাই অগ্রাধিকার পেয়ে বসে!!
সে কারণে পারস্পরিক আস্থার সংকট, অবিশ্বাসের ঘন্টা বাজতেই থাকে
এ গোলকধাঁধা থেকে বেরুতে না পারলে ৯০ভাগ মুসলিমের দেশেও আমরা ২য়/৩য়শ্রেণীর নাগরিক হয়েই থাকতে হবে!
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
হ্যাজাকলাইটের পাশে হ্যারিকেন এর আলো থাকা-নাথা সমান, কিন্তু যখন হ্যাজাক নিষ্প্রভ হয়ে যায় তখন কূপিবাতির আলোও অনেক উজ্জবল দেখায়!
মুসলমানদের অধোপতনের কারণেই তাদের ঔজ্জ্বল্য/ঔদ্ধত্য বেড়ে চলেছে
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
এখন তো দেখা যায় পেনাল্টি-ই বাতিল হতে চলেছে, খেল খতম!!!
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ...
অগ্রীম শুভেচ্ছা ও কুরবানীর ঈদ মোবারক-
ত্যাগের অনুশীলনে সমাজ আলোকিত হোক
"ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে"
ঈদের শুভেচ্ছা- কুরবানী ও ঈদ মোবারক
ত্যাগের আলোয় ব্যক্তি ও সমাজ জীবন আলোকিত হোক
I am agree with you but we should be aware of their biggest weapon against Islam is FATNA. That is divided the Muslim into various group like, Jamati, Salafi, Tabligi, Mududi etc and then destroy them easily.
যথার্থ বলেছেন, সহমত
ঈদের শুভেচ্ছা- কুরবানী ও ঈদ মোবারক
ত্যাগের আলোয় ব্যক্তি ও সমাজ জীবন আলোকিত হোক
যথার্থ বলেছেন, সহমত
ঈদের শুভেচ্ছা- কুরবানী ও ঈদ মোবারক
ত্যাগের আলোয় ব্যক্তি ও সমাজ জীবন আলোকিত হোক
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
মন্তব্য করতে লগইন করুন