দেখতে চাইঃ লতিফ সিদ্দীকির উপযুক্ত বিচার নিশ্চিত হয়েছে - তা যেভাবেই কিংবা যে প্রক্রিয়ায় ই হোক না কেন।
লিখেছেন লিখেছেন সাদাচোখে ২৯ সেপ্টেম্বর, ২০১৪, ১০:০৫:৩৫ রাত
১। জ্যাকসন হাইটস এর টাংগাইল সমিতির উপস্থিত মানুষেরা কিংবা বাংলার অতি সাধারন, লিটারেলী অক্ষম, ক্রীতদাসতুল্য, স্বার্থপর ও শক্তি সামর্থ্যহীন বিচ্ছিন্নভাবে জীবনযাপনকারী মুসলিম নামধারী মানুষেরা - লতিফ সিদ্দীকির হজ্জ, তাবলীগ ও মোহাম্মদ সঃ কে নিয়ে করা কুটক্তি সমূহ
Click this link
হতে সৃষ্ট কষ্টকে - একজন 'অবুঝ', 'উন্মাদ', 'শিশু', 'নেশাগ্রস্থ' ইত্যাদি টাইপ বিশেষনের আড়ালে বিলিন করে দিতে বাধ্য হবেন। আর তাদের মধ্যে অনেকেই ব্যাখ্যা কিংবা অপব্যাখ্যার আবরনে ইসলাম ধর্ম হতে ধার করে ''সবর' নামক গুনাবলীকে আমদানী করবেন এবং মহা ধৈর্যের আওতায় লতিফ সিদ্দীকির - মতামতকে কথা বলার স্বাধীনতা কিংবা রাজনৈতিক কোন দুরভিসন্ধি ইত্যাদির আড়ালে - জনসমাজে এ প্রাকটিস প্রচলন রাখতে দ্বিধা করবেন না - তথা মেনে নেবেন ও অন্যকে মানাতে চাইবেন। আর সবশেষে নিজেদের অক্ষমতাকে অস্বীকার করার খেসারত হিসাবে আরো বড় গরু, ছাগল কিংবা আমদানী করা উটকে কোরবানী দিয়ে - নিজেরা নিজেদেরকে মুসলিম সার্টিফিকেট দিয়ে আপাতঃ তৃপ্তির ঢেঁকুর তুলবেন। এটা তাদের জন্য বাস্তবতা। কঠিন বাস্তবতা।
পৃথিবীতে সেন্স আছে এমন কোন মানুষই লজিক্যালী উপরোক্ত ক্যাটাগরীর, স্ব-সার্টিফাইড মুসলিমদেরকে - এমনটি করার জন্য দায়ী করবে না, দোষী করবে না। কেউ প্রশ্ন তুলবে না - কেন তারা লতিফ সিদ্দীকীর জন্য উপযুক্ত বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন, কেন তারা তার বিরুদ্ধে যথাযথ আইনী কিংবা রাজনৈতিক ব্যবস্থা নেয়নি, কেন তারা বিচ্ছিন্নভাবে তাকে হত্যা করতে উদ্যত হয়নি, কিংবা কেন তারা তার দিকে সেন্ডেল ছুড়ে মারে নি কিংবা কিলঘুষি মারেনি কিংবা অমন কিছু করেনি। আর আল্লাহ ভাল জানেন - তারপর ও আমার বলতে ইচ্ছা করছে - সম্ভবতঃ আল্লাহ ও তাদেরকে কিছু করতে না পারার জন্য একাউন্টেবল করবেন না, শাস্তি দেবেন না।
==============
২। এ দেশের আলেম সমাজ, মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম, ইসলামিক ব্যাক্তিত্ব, ইসলাম কেন্দ্রিক রাজনীতিবিদ, ভোট ভিক্ষুক নেতা, শিক্ষাবিদ, আইনজীবি, লিখক, সমাজবিদ, এ্যাক্টিভিস্ট ইত্যাকার শ্রেনী লতিফ সিদ্দীকীর জন্য উপযুক্ত বিচার নিশ্চিত করতে ব্যর্থ হলে - পরিচিতি ও গ্রহনযোগ্যতানুযায়ী - কম বেশী অবশ্যই অবশ্যই এর জন্য দায়ী হবেন, জবাবদিহি করতে বাধ্য হবেন। তারা জবাবদিহী হতে বাধ্য হবেন সাধারন মানুষের কাছে, মুসলিমের কাছে আর কাল কেয়ামতের দিন অবশ্যই আল্লাহর কাছে।
এই শ্রেনীর লোকেরা যদি নিজেদের জীবন ও সম্পদ হারানোর ভয়ে, জেল জরিমানা কিংবা হয়রানীর শিকার হবেন ইত্যাদি বিবেচনা করে - গণমানুষের সেন্টিমেন্ট নিয়ে পিং পং খেলা খেলেন কিংবা রাজনীতির নামে দায়িত্ব এড়াতে চান - তথা আল্লাহ বিচার করবেন বলে - লতিফ সিদ্দীকি কে আল্লাহর হাতে সোপর্দ করে দেন কিংবা দূর্গাপ্রেমী হাসিনার রুচী ও বিচারবোধ এর উপর ছেড়ে দেন কিংবা মুসলিম হন্তা মধ্যপ্রাচ্যের চোর ডাকাত তুল্য রাজাবাদশাহর মর্জির উপর ছেড়ে দেন- নিজেদের হাত গুটিয়ে রাখেন, তবে তারা আর যাই হোক - সিভিলাইজড কোন সংজ্ঞার আওতায় এ শ্রেনীর পদবীধারীদের - মানুষ ভাবা যায় না। তারা কোনভাবেই মুসলিমদের কাছ হতে আলেম, শিক্ষক, ইমাম, রাজনীতিবিদ, একাডেমিশিয়ান, আইনজীবি, লিখক, সমাজবিদ কিংবা এ্যাক্টিভিস্ট এর মর্যাদা পেতে পারেন না।
=================
৩। আমি ব্যক্তিগতভাবে লতিফ সিদ্দীকির জন্য উপযুক্ত বিচার নিশ্চিত হয়েছে দেখতে চাই - তা যেভাবেই হোক না কেন কিংবা যে প্রক্রিয়ায় ই হোক না কেন, যার কিংবা যাদের দ্বারাই হোক না কেন। স্বাভাবিকতা নষ্ট হওয়া মানেই তো অস্বাভাবিকতার জন্ম দেওয়া।
বিষয়: বিবিধ
১১৫৪ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ।
@ মিজবাহ ভাই - ওটা দুনিয়া প্রেমী রাজনীতিবিদদের কাজ - ওরা তাই করবে। কিন্তু আখেরাত প্রেমী নেতা, সংগঠক ইত্যাকার ব্যাক্তিবর্গের কাজ তো ক্ষমতা নয়, দুনিয়া নয়। তারা তো জানে - মুসলমানদের নেতা হিসাবে তাদের দায় দায়িত্ব আছে। তারা যদি উপযুক্ত বিচার করতে না পারে - তবে তাদের অমন পদ পদবী কিংবা দায় দায়িত্ব না নিয়ে সাধারন মানুষের কাতারে চলে আসলেই হল। আমরা জানলাম - বাংলাদেশে আলেম, ইমাম ইত্যাদি বলে কিছুই নেই, ইসলাম কিংবা মুসলিমদের স্বার্থ সংরক্ষনের জন্য কোন নেতা নেই, লিখক নেই, চিন্তাবিদ নেই।
বুঝছেন?
আওয়ামীলীগ নিরীহ, ভদ্রমানুষকে প্রতারিত করতে পারে - এর মানে এই নয় যে - আওয়ামীলীগ ন্যায়ের জন্য দাঁড়ানো মানুষকে সবসময় ই প্রতারিত করতে পারবে।
ধন্যবাদ।
ওর শাস্তি একটাই- দেশান্তর
আর সেটা পাবার আশাতেই সে অমন করছে/বলছে
আসিফকে দেখে হিংসা/লোভ হয়েছে
অহিংস, গ্রহনযোগ্য ফয়সালা - হতে পারে।
ধন্যবাদ।
ইসলামের শিক্ষা অনুযায়ী আমরা আল্লাহর পরে যার কাছে বিচার বা করনীয় প্রত্যাশা করতে পারি তা হল বাংলাদেশের মুসলিম লিডারশিপের কাছে, আলেম ও ওলামাদের কাছে, ইমাম ও একাডেমিশিয়ানদের কাছে।
আর লতিফ সাহেব এখানে পলিটিক্স করেন নি - উনি পরিষ্কার অন্যায় করেছেন।
যদি তাতে ন্যায় বিচার নিশ্চিত হয় - আলহামদুলিল্লাহ্।
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন