নাস্তিক ধর্মীয় কাজ করলে তাকে স্বাগতম জানানো উচিত, ইয়া আল্লাহ হেদায়েত করো।।।
লিখেছেন লিখেছেন এম আবদুল্লাহ ভূঁইয়া ২৯ সেপ্টেম্বর, ২০১৪, ০১:০৩:৫৬ দুপুর
একজন কমিনিষ্ট অথবা নাস্তিক ধর্মীয় কাজ করলে তাকে স্বাগতম জানানো উচিত, উনারা হজে যাচ্ছেন এটি একটি ভাল কাজ হয়ত এর দ্বারা উনাদের জীবনে বড় ধরনের পরির্বতনও আসতে পারে, হজ করার পরে উনাদের ব্যবহারেও পরির্বতন হতে পারে এবং একজন ভাল নামাজীও হতে পারে, হতে পারে তারা ভবিষ্যতে ইসলামের খেদমত বেশী করবে, যে মানুষ ধর্মের পথে আসতে চায় ইসলামকে মানতে চায় তাকে উৎসাহীত করুন ধন্যবাদ দিন, সব কিছুতে বাড়াবাড়ি ভাল নয়, এতে যারা সমালোচনা করে তারা ছোট লোক হয়ে যায় সমাজে, আগে তারা ন্যায় করুক আর অন্যায় করুক, যে পথেই থাকুক আল্লাহ উনাদের সৎ পথে থাকার তৌফিক দিন। হয়ত আমার লেখা সত্য মিথ্যা দুইটির যে কোন একটা হতে পারে, তাই বর্তমান থেকে উনাদের ভবিষ্যত যেন ভাল হয় সে দোয়া করুন, ইয়া আল্লাহ্ হেদায়েত করো।।।
ওরে মানুষ কইরা বাংলাদেশে ফেরত পাঠাইয়া দাও।।।
তাদের মনে করাইয়া দিও কোরআনে আগুন দেয়া পাপ। নবীর অপমান করা পাপ। হাফেজ হত্যা করা পাপ। সংবিধান থেকে আল্লাহ্র নাম সরানো পাপ। দাড়ি, টুপি নিয়া কটু কথা বলা পাপ।
আর তাদের তুমি অবশ্যই মনে করিয়ে দিও "ধর্মনিরপেক্ষতা বলে কোন ধর্ম নাই।
বিষয়: বিবিধ
১২৫৩ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হেদায়াত তো আল্লাহতায়ালার হাতে- তিনি যাকে ইচ্ছা সেটা দিতে পারেন, না-ও দিতে পারেন, আমরা দোয়া করি!
কিন্তু আল্লাহতায়ালার খেলা দেখে আমার হাসি পাচ্ছে অন্য কারণে
ওরা তো ইসলামের দুশমনি করেই জীবন পার করলো,
আল্লাহতায়ালা কাণ ধরে মক্কায় এনে কপাল ঠুকিয়ে, আরাফাতের পাহাড় ঘুরিয়ে, সাফা-মারওয়ার দৌড়ানি দিয়ে দুনিয়াবাসীর সামনে তাদের "উচিতশিক্ষা" দিলেন-
আর আখেরাতেরটা তো বাকি-ই আছে
[যদি সোজা না হয়]
মন্তব্য করতে লগইন করুন