একটি গুরুত্বপূর্ণ ও সচেতনতামূলক পোস্ট

লিখেছেন লিখেছেন মাজহারুল ইসলাম ২৯ সেপ্টেম্বর, ২০১৪, ০১:০৪:৩৫ দুপুর

সবার কাছে ২টা মিনিট সময় চেয়ে নিচ্ছি। ফেসবুকে ইদানীং আবার হঠাৎ করে ধাপ্পাবাজে ও প্রতারক চক্রের আধিক্য দেখা দিয়েছে। “বাবার জন্য টাকা চাই”, “মার জন্য সাহায্য চাই” প্রভৃতি ইভেন্ট খুলে এরা বলদমার্কা মানুষদের কাছ থেকে টাকা মেরে খাচ্ছে।

এদের চেনার খুব সহজ কিছু লক্ষন আছে, যেমনঃ

১) সাহায্যপ্রার্থীরা বা এসব ইভেন্টের অ্যাডমিন বা হোস্ট হবেন মেয়ে মানুষ, কারন মেয়ে মানুষের প্রতি সবাই দুর্বল, সুতরাং সাহায্যপ্রার্থী যদি মেয়ে হয়, বুঝবেন ভুয়া হওয়ার সম্ভাবনা ৮০%;

২) সাহায্য নেওয়ার জন্য এরা কখনোই ব্যাংক একাউন্ট দেবে না, দেবে কতিপয় বিকাশ নাম্বার, এটি দেখলেও বুঝবেন এটা ভুয়া হওয়ার সম্ভাবনা প্রবল;

৩) এদের তৈরি ইভেন্টে অনেককেই দেখবেন ২০০০ টাকা দিলাম, ৫০০০ টাকা দিলাম এই টাইপের পোস্ট দিচ্ছে, কনভিন্স হবেন না, এসব পোস্ট তারা নিজেরাই দিচ্ছে অন্যকে কনভিন্স করার জন্য।

সর্বশেষে বলব, এখনই সময় এসব প্রতারক চক্রের ব্যাপারে সবাইকে সচেতন করার।

এইসব ফালতু জায়গায় টাকা না পাঠিয়ে আপনার আমার আশেপাশে তাকিয়ে দেখুন, অনেক দুস্থ অসহায় মানুষ আমাদের আশেপাশেই পরে আছে, এদেরকে সাহায্য করুন। স্ট্যাটাসটি সবাই কপি পেস্ট কিংবা শেয়ার করে অন্যকে সচেতন করার চেষ্টা করুন, ধন্যবাদ

সংগ্রহীত

বিষয়: বিবিধ

১৫৭২ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

269801
২৯ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:০৬
কাহাফ লিখেছেন :


সতর্কতাই প্রতারণা থেকে বাচার উপায়।
ধন্যবাদ বিষয়টা নজরে দেয়ায়.......।
269812
২৯ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:৩৬
ইবনে আহমাদ লিখেছেন : সতর্ক করে দেবার জন্য আন্তরিক ধন্যবাদ।
269833
২৯ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:১১
ফেরারী মন লিখেছেন : আপনাকে অসংখ্য ধন্যবাদ সচেতন করার জন্য। আশা করি সবাই সচেতন হবে। আসলে এরা মানুষের সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে ব্যবসা করছে।
২৯ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:১০
213822
মাজহারুল ইসলাম লিখেছেন : Rose Rose Rose
269854
২৯ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:২৪
আফরা লিখেছেন : আপনাকে অসংখ্য ধন্যবাদ সচেতন করার জন্য ।
269857
২৯ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:২৯
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আফরা লিখেছেন : আপনাকে অসংখ্য ধন্যবাদ সচেতন করার জন্য ।
269865
২৯ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:৪৪
জুনাইদ হোসেন সবুজ লিখেছেন : সতর্ক করে দেবার জন্য আন্তরিক ধন্যবাদ।
269902
২৯ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৪৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
269903
২৯ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৪৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
270008
২৯ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৪১
মাজহারুল ইসলাম লিখেছেন : পড়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File