সাবেক প্রসিডেন্ট এইচ এম এরশাদ কে নিয়ে বিভিন্ন উক্তি

লিখেছেন লিখেছেন এম আবদুল্লাহ ভূঁইয়া ১৯ নভেম্বর, ২০১৩, ১১:২৪:৩৭ রাত

{ ১ } কুমিল্লা কান্দিরপাড়ের খন্দকার শপিং complex এর সামনে আজ জাতীয় বেঈমানকে থু থু নিক্ষেপের আয়োজন করা হয়।

এরশাদকে নিয়ে ডিজিটাল দুনিয়ায় তোলপাড় : নতুন বিশেষণ ‘থুতুবাবা’

{২ } এরশাদ একটি প

তনশীল এবং পচনশীল দ্রব্যের নাম--ডঃ পিয়াস করিম ভি ডিও

https://www.facebook.com/photo.php?v=10152088978769579

{ ৩ } জাতায় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে ঝাঁড়ু মিছিল করেছে।

জাতায় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে ঝাঁড়ু মিছিল করেছে। সর্বদলীয় সরকারের মন্ত্রিসভায় যোগ দেওয়ার পর দিনই সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল হলো। বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেক দল ও মহিলা দলের উদ্যোগে এই ঝাঁড়ু মিছিল বের করা হয়।।

মঙ্গলবার বিকালে নগরীর মিরাবাজারে মিছিলের নেতৃত্ব দেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট সামছুজ্জামান।

মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা সরকারের সঙ্গ না ছাড়লে এরশাদকে সিলেটে অবাঞ্ছিত ঘোষণা করার হুমকি দেন।

এ সময় বিএনপি নেতা-কর্মীদের হাতে ‘বিশ্ব বেহায়া এরশাদ’ ‘মহাচোর’



[ ৪ } আল্লামা জুনায়েদ বাবুনগরী দা. বা. এর

সাথে একান্ত আলাপনে তিনি বলেন- ”সে তো এখন

নিজের কথায় নিজেই বেঈমান বলে প্রমাণিত

হয়েছে। সে বলেছিল- শেখ হাসিনার নেতৃত্বে এ

সরকারের অধীনে নির্বাচনে অংশ নিয়ে শেষ

বয়সে বেঈমান হয়ে মরতে পারবো না।

তাহলে আমাদের আর কি বলার আছে। সে হুজুরের

সাথে সাক্ষাৎ করে আরেকটা প্রহসন করেছে মাত্র।

সে নিজেদের মহাজোট সরকারের অধীনে নির্বাচন

করে এই দেশে আরেকটি নৈরাজ্য

সৃষ্টিতে সহায়তা করছে। তবে সে একসময় উচিৎ

শিক্ষা পাবে। মুখে মুখে ইসলাম, আর অন্য

দিকে নাস্তিক্যবাদীদের সহায়ক ভূমিকা পালন

করছে। তার মতো বেঈমান আমার মনে হয় এই

বাংলাদেশে দ্বিতীয়টা নেই।

বিষয়: বিবিধ

২৮৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File