তুঘলকি ধাঁধাঁয় বাংলাদেশ !

লিখেছেন লিখেছেন সিকদারমোহাম্মদ ১৯ নভেম্বর, ২০১৩, ১১:১৩:৩৭ রাত



সিকদার মোহাম্মদঃ

দেশে এখন কার্যত দু'জন নির্বাহী প্রধান রয়েছে এক রাষ্ট্রপতি দুই প্রধানমন্ত্রী বিষয়টা অদ্ভুত শুনালেও বাস্তবতা এরকমই । কারণ এদিকে আজ মঙ্গলবার অফিস শুরুর দুই ঘণ্টা অতিবাহিত হবার পর বেলা ১১ টা পর্যন্ত নতুন মন্ত্রীদের কেউ সচিবালয়ে আসেননি।অন্যদিকে পদত্যাগী মন্ত্রীরা রয়েছেন অন্ধকারে।প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে এক ধরনের নিরবতা বিরাজ করছে। একদিকে নির্বাচনকালীন সরকারের পরিধি নিয়ে চলছে নানা গুঞ্জন।

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের পদত্যাগ নাটকের এক সপ্তাহ পর নির্বাচনকালীন সরকারের মন্ত্রিসভায় সোমবার নতুন ছয়জন মন্ত্রী ও দুইজন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। পুনর্গঠিত মন্ত্রিসভায় আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের কয়েকটি শরিক দলের বাইরে অন্য কোনো দলের প্রতিনিধিত্ব নেই। এই শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে মহাজোট সরকারের মন্ত্রিসভার অবসান হলো। তবে শেখ হাসিনাই নির্বাচনকালীন সরকারের প্রধানমন্ত্রী থাকছেন।

বঙ্গভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, সদ্যপদত্যাগী মহাজোট সরকারের মন্ত্রিসভায় ৫৮ জন সদস্য ছিলেন। নতুন মন্ত্রীরা শপথ নেয়ার পর মন্ত্রিসভার সংখ্যা ৬৬ তে উন্নীত হলো। এখন পদত্যাগী মন্ত্রীদের মধ্যে কারা বহাল থাকবেন আর কারা বিদায় নিচ্ছেন, সেটি পরিষ্কার নয়। মন্ত্রিসভার কোনো সদস্য বাদ পড়বেন কি না বা নতুন আরও কেউ যুক্ত হবেন কি না, গতকাল রাত পর্যন্ত সরকারের পক্ষ থেকে তা স্পষ্ট করা হয়নি। সব মন্ত্রী একযোগে পদত্যাগ করলেও তাঁদের পদত্যাগপত্রগুলো কোথায়, কার কাছে, কী অবস্থায় আছে, তা-ও জানা যায়নি।১১ নভেম্বর মন্ত্রিসভার বৈঠক শেষে সব মন্ত্রী-প্রতিমন্ত্রী একযোগে প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন। একাধিক প্রতিমন্ত্রী পদত্যাগপত্র জমা দিয়ে প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালাম করেন।

সংবিধানের ৫৮(১) ধারা অনুসারে, পদত্যাগপত্র জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই তা কার্যকর হওয়ার কথা। অসমর্থিত সূত্র মতে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের কাছে ৪১ জন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগপত্র জমা দিয়েছেন। ফলে কার পদত্যাগ কার্যকর হল বা হলনা তা এক ব্যক্তি ছাড়া কেউ জানেনা ।

মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের জানিয়েছেন, নির্বাচনকালীন মন্ত্রিসভায় কারা থাকবেন এবং কারা বাদ যাবেন, তা মঙ্গলবার জানা যাবে। তিনি আরো বলেন, মঙ্গলবার তিনটি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এর মধ্যে দুটি হলো প্রজ্ঞাপন জারি ও দফতর বণ্টন। তবে তৃতীয় বিষয়টি মঙ্গলবারই জানানো হবে বলে জানান তিনি।

এদিকে সোমবার রাতেই মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা বিদেশ পাড়ি দিয়েছেন। তিনি জাপান গেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে সর্বশেষ মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে।

মহাজোট সরকারের বিদেশ সফরে রেকর্ড গড়া পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি নির্বাচনকালীন সরকারে স্থান পাননি । এক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন সাবেক দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রী এ এইচ এম মাহমুদ আলী। একইভাবে বাদ পড়ছেন খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী অতিরিক্ত দায়িত্ব হিসেবে খাদ্য মন্ত্রণালয় পাচ্ছেন। মঙ্গলবার সকালে দফতরে এসে ড. আবদুর রাজ্জাক তার কাগজপত্র গুছিয়ে নিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ।

বিষয়: রাজনীতি

৯২৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File