রতনে রতন চিনে- পরাজিত আলবদর বাহিনীর জন্য এরশাদের হালাল পানিয় এবং তরমুজ।

লিখেছেন লিখেছেন শেষ বিকেলের ১৯ নভেম্বর, ২০১৩, ১১:৩৬:৫৭ রাত



হেফাজতে ইসলামের লংমার্চকে স্বাগত জানিয়ে ‘নাস্তিক’ ব্লগারদের ফাঁসি করেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, ‘সংখ্যাগরিষ্ঠ মুসলমানের এ দেশে নাস্তিক ব্লগারদের কোনো স্থান নেই। এসময় হাফাজতের কর্মীরা ব্যানার উচিয়ে ‘নারায়ে তকবির, আল্লাহু আকবর’ বলে স্লোগান দেন।

জাতীয় পার্টি রাজধানীর ৪০টি পয়েন্টে হেফাজতের নেতা-কর্মীদের পানি পান করায়। তা ছাড়া- ড্রামে ট্যাং ও গ্গ্নুকোজ গুলিয়ে ভ্যানে করে ঘুরে ঘুরে তৃষ্ণার্তদের পান করানো হয়। সে সঙ্গে মিনারেল ওয়াটারের বোতলও সরবরাহ করা হয়। দুপুরের দিকে বিপুল পরিমাণ খাবার আসতে শুরু করে। কোনো কোনো স্থানে প্রচণ্ড গরমে এবং মানুষের ভিড়ের চাপে কেউ কেউ অসুস্থ হয়ে পড়লে সেখানে অস্থায়ী চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বিশেষ করে মাথাব্যথা, ডিহাইড্রেশন, পেটে অসুখ হলে সেখানেই ওষুধ খাওয়ানো হয়।

বিষয়: বিবিধ

২০৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File