পল্টনের ছড়া:আবু সালেহ

লিখেছেন লিখেছেন কামরুল আলম ২৬ মার্চ, ২০১৩, ০১:৩৩:০০ রাত

পল্টনের ছড়া

আবু সালেহ

ধরা যাবে না ছোঁয়া যাবে না বলা যাবে না কথা

রক্ত দিয়ে পেলাম শালার এমন স্বাধীনতা।

যার পিছনে জানটা দিলাম যার পিছনে রক্ত

সেই রক্তের বদল দেখ বাঁচাই কেমন শক্ত!

ধরা যাবে না ছোঁয়া যাবে না বলা যাবে না কথা

রক্ত দিয়ে পেলাম শালার এমন স্বাধীনতা।

বাঁচতে চেয়ে খুন হয়েছি বুলেট শুধু খেলাম

উঠতে এবং বসতে ঠুঁকি দাদার পায়ে সেলাম।

ধরা যাবে না ছোঁয়া যাবে না বলা যাবে না কথা

রক্ত দিয়ে পেলাম শালার আজব স্বাধীনতা।

বিষয়: বিবিধ

৩০৩১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File