বর্ণমালার ছড়া-৪ কামরুল আলম
লিখেছেন লিখেছেন কামরুল আলম ১২ এপ্রিল, ২০১৩, ০৭:২৯:২২ সকাল
আগের পর্বগুলোর লিংক এখানে পাবেন
ঙ.
বাঙলা ভাষা প্রাণের ভাষা
আল্লাহ পাকের দান
বাঙালি তাই বাঙলা ভাষায়
গাই এ দেশের গান।
চ.
চাচা কেবল চেঁচায় দেখি
চায়ের কথা বলে
চাচীজানও অন্য খাবার
রান্না করে চলে।
ছ.
মাঠজুড়ে ঘুরে ফিরে
ছাগলের পাল
বাড়ি এসে খুঁজে শুধু
কাঁঠালের ডাল।
জ.
জাপান থেকে চা পান করে
গেলেন তিনি চায়না
জগৎজুড়ে ঘুরেন তবু
শান্তি মনে পায় না!
বিষয়: সাহিত্য
১৩৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন