শক্তি পরীক্ষার অশুভ প্রতিযোগিতাঃ আমরা সত্যি চাইনা শষ্য শ্যামলা সুজলা সুফলা আমাদের এই বাংলাদেশ শকুনের অভায়শ্রমে পরিণত হক-------
লিখেছেন লিখেছেন সালাহউদ্দিন নাসিম ০২ ফেব্রুয়ারি, ২০১৫, ১১:৫২:১২ রাত
চরমপন্থা তখনই উস্কে ওঠে যখন মানুষ স্বাভাবিক প্রতিবাদের সুযোগটুকুও হারিয়ে ফেলে।
আমরা পাহাড়ী অঞ্চলের সন্ত্রাসের জন্য আতঙ্কিত! অথচ এই পাহাড়ীরা এক সময়ে সত্যি অবহেলিত ছিল। প্রায়ই তারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ছিল বলেই অভিযোগ অনেক পাহাড়ীর। পুরোটা সত্যি না হলেও কিছুটা সত্যতা আছেই----------
গণতান্ত্রিক অধিকার স্বাভাবিক প্রতিবাদের ভাষা। এই অধিকার কেড়ে নিলে জনগণ কি করবে। নিশ্চিত অস্বাভাবিক পথ। বাধা দেওয়া এবং অস্বাভাবিক পথ বেছে নেওয়া দুটোই বিপদজনক পরিস্থিতির জন্য দায়ী!
মানুষ মারা কিছুতেই কাম্য হতে পারেনা। প্রতিবাদের জন্যও নয় - প্রতিবাদকে দমন করার জন্যও নয়----------
এরকম দমনীতি আর পালটা জবাব দানের প্রচেষ্টার কারনেই প্রকাশ পায় চরম পন্থা! আল্লাহ না করুন এই দেশে যেন আর খারাপ কিছু না হয়
আল্লাহ আমাদের দেশের প্রধানমন্ত্রী ও বিরোধী রাজনীতিবিদদের মনে ভাল চিন্তার উদ্রেক করে দিয়ে দেশের মানুষকে শান্তির ব্যবস্থা করে দিন।
বিষয়: রাজনীতি
১২৪৩ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন