"অবৈধ অর্থ মন্ত্রীর ফতোয়াঃ রিবা ও সুদ এক নয়"

লিখেছেন লিখেছেন রঙ্গিন স্বপ্ন ০২ ফেব্রুয়ারি, ২০১৫, ১১:৪৮:২৪ রাত



ভুলের ওপর নির্ভর করে ইসলামি ব্যাংকিং হচ্ছে- প্রথম আলো/ ফেব্রুয়ারি ০১, ২০১৫

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ইসলামে রিবা নিষিদ্ধ। কিন্তু রিবা ও সুদ এক নয়। রিবা চক্রবৃদ্ধি হারে বাড়ে। এখানে কোনো মানবিকতা নেই। সুদ হচ্ছে কস্ট অব ফান্ড (তহবিলের ব্যয়) বা কস্ট অব অ্যাডমিনিস্ট্রেশন (প্রশাসনিক খরচ), ধর্ম নিয়ে যাঁরা বেশি কথা বলেন, তাঁরা সুদ আর রিবাকে এক করে ফেলেন।’

‘ইসলামি ব্যাংকিং একান্তই একটি ফ্রড (প্রতারণা) ধারণা। ভুলের ওপর নির্ভর করে ইসলামি ব্যাংকিং হচ্ছে। দুর্ভাগ্য হলো বিশ্বের বিভিন্ন জায়গায় এটি চালু আছে। আইএমএফও এর কথা বলছে। এটি বন্ধ করার সুযোগ নেই।’

প্রথমত কথা হচ্ছে- পৃথিবীর তাবৎ মুসলিম একমত যে কোরআনে ব্যবহৃত শব্দ "রিবা" মানে হল সুদ। তাহলে কী করে এই বয়স্ক এবং পাগল লোকটি "রিবা ও সুদ এক নয়" বলে মন্তব্য করে সরাসরি কোরআনের বিরুদ্ধাচারন করতে পারে?

দ্বিতীয়তঃ এই পাগল ও মস্তিষ্ক বিকৃত লোকটি কিন্তু "ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ" এর বিরুদ্ধে কথা বলে নি, বরং ইসলামি ব্যাংকিং এর বিরুদ্ধে চরম অপমান জনক কথা বলছে। যেটি ইসলামের সাথে সরাসরি জড়িত।

তৃতীয়তঃ সব আওয়ামিলীগ কেন ইসলামের বিরুদ্ধে লেগেই আছে? বোরখা, হিজাব, কোরআন, তাফসীর মাহফিল, নারীর উত্তরাধিকার সম্পত্তিতে কোরআন বিরুধী আইন, রিবা তথা সুদকে জায়েজ বলে ঘোষণা ইত্যাদি কিসের লক্ষণ?

বিষয়: বিবিধ

১১৩১ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

302683
০৩ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১২:১৪
মনসুর আহামেদ লিখেছেন : পতনের লক্ষন।
302692
০৩ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০১:৪৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : যেমন ধর্মহিন সরকার তেমনই তার অর্থমন্ত্রি!
302696
০৩ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০২:২৩
যা বলতে চাই লিখেছেন : পাগল সরকারের পাগল মন্ত্রি। সব পাগল হয়ে গিয়েছে আর কি।
302704
০৩ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৩:২৮
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুরুত্বপূর্ণ লিখাটির জন্য জাজাকাল্লাহু খাইর।
302705
০৩ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৩:৩২
sarkar লিখেছেন : বাংলাদেশের প্রচলিত সকল ব্যংকিং ব্যবস্হা হারাম।মজার ব্যাপার হল সব ব্যংকের হারাম খাওয়ার পর তওবা টা কপালে জোটে মরার আগে।কিন্তূ ইসলামী ব্যংকে হারাম খাবার পর তওবা টা ও কপালে জোটে না।আর জালিম লীগ? সেটা বর্তমান সময়ের একটা ভায়রাস।
302708
০৩ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৪:১৬
সাদাচোখে লিখেছেন : বছর বিশেক আগে আবুল মাল এমন উজবুক এর ন্যায় রিবা ও সুদ এর পার্থক্য করলে - হুজুর স্যারের চড় খেয়ে সাইজ হয়ে যেতেন, কিংবা চোখে মুখে অন্ধকার দেখতেন।

কিন্তু আজকের যুগে সুদ ও রিবার এই সংজ্ঞা/পার্থক্য ওনাকে শেখ হাসিনার কাছে ওনাকে আরো স্মার্ট ও শার্প বয় বলেই মনে হবে।

আমি দুঃখিত, ব্যাক্তিগতভাবে আপনার পয়েন্ট ১ ও ২ এর এসারশানের সাথে একমত হতে না পারার জন্য। তবে ৩ নং প্রশ্ন উত্থাপনের জন্য ধন্যবাদ এবং প্রশ্নটিকে যৌক্তিক মনে হয়েছে।

ব্যাক্তিগত আমার বিশ্লেষন ও ধারনা - যত বেশী উনি ও ওনার সরকার ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে কথা বলে মুসলিমদের কে এক্সট্রিম করতে সমর্থ হবেন, চিন্তাভাবনাহীন জংগী মতবাদের দীক্ষার দিকে ঠেলে দিতে পারবেন - ওনার মনিবেরা ওনাকে - তত লম্বা সময় ধরে ক্ষমতার আয়ু বাড়াতে থাকবেন বলে উনি মনে করেন। সো উনি ইসলামের বিরুদ্ধে লেগে থাকতে বাধ্য হচ্ছেন।
ধন্যবাদ।
302723
০৩ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৮:১৬
মোতাহারুল ইসলাম লিখেছেন : কোথায় যেন একটি ছবি দেখেছিলাম, উনি মন্দির উদ্বোধন করে হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করছেন। এই যার অবস্থা তার কাছে ফতোয়া এ ধরনের ফতোয়া শুনবেননাতো কি? এরা এখন শয়তানে আছরগ্রস্থ ব্যাক্তির মত কথা বলছেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File