বাকশাল ও গনতন্ত্র

লিখেছেন লিখেছেন দ্বীপ জনতার ডাক ০২ ফেব্রুয়ারি, ২০১৫, ১১:২৫:১৫ রাত

চলছে দেশে বাকশাল ও গনতন্ত্র

পাকাপোক্ত আছে ক্ষমতার যন্ত্র;

মুখে ভুলি, ভালবাসি দেশ

জ্বালাও পোড়াও, আমিতো আছি বেশ।

রাস্তায় নামলে করবো গুলি

ভুলে যাও বিরোধী দলের ভুলি।

বাঙ্গালী জাতিকে করিনা আর বিশ্বাস

সুযোগ পেলে করবে আমায় নিঃশ্বাস।

যতদিন থাকতে পারি ক্ষমতাই

বিরোধী মত বলে কিছু নাই।

এই বুকে আছে আমার অনেক ক্ষত

প্রয়োজনে গনতন্ত্রকে করবো ক্ষত বিক্ষত।

বলি আমি যা; করি আমি তা

সৈরশাসক ধরে আমার পা।

এমন লোককে করেছি ব্যক্তিগত দূত

রাষ্ট্রপতি হাওয়ার স্বপ্ন দেখে; আসলে সেই ভূত।

মুখে বিরোধী দল, তারাই সরকারের অংশ

প্রয়োজনে দেশটা হয়ে যাবে ধবংস।

জনগণের কাছে তাঁরাই কাকা-কাকী

এক ঢিলে মারবো দুই পাখি।

মৃত্যুকে করে সেই জম্মের ভয়

যৌবন তাহার নেই যেন ক্ষয়।

বৃদ্ধ বয়সে করে যৌন কেলেঙ্কারি

সুশ্রীর মাঝে টাকা ঢালবে কাড়ি কাড়ি।

চলবে---

বিষয়: বিবিধ

৮৯৫ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

302679
০২ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১১:৫১
আফরা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ ।
302691
০৩ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০১:৪৩
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
302699
০৩ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৩:১৬
sarkar লিখেছেন : ভালো লাগল। ধন্যবাদ।
302741
০৩ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:৪১
দ্বীপ জনতার ডাক লিখেছেন : ধন্যবাদ সবাইকে
306381
২৭ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:১১
দ্বীপ জনতার ডাক লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File