Today Blog এর নাম আজই জানলাম- আমার ভাল লেগেছে।

লিখেছেন লিখেছেন সালাহউদ্দিন নাসিম ২১ জানুয়ারি, ২০১৩, ০৭:৫০:২৯ সন্ধ্যা

সামু এবং সোবাতে এক বছর ধরে লিখছি। আজ বাংলাদেশ প্রতিদিন থেকে বিজ্ঞাপনের মাধ্যমে এর নাম জানলাম। আমার ভাল লেগেছে। ব্লগের নীতিমালা আমার ভাল লেগেছে তবে ৫ নং - যদি পোস্ট কিংবা ছবিতে ব্যক্তি আক্রমণ , হয়রানিমূলক , কুৎসা রটনামূলক , অশ্লীলতা , কুরুচিপূর্ণ , আপত্তিকর , গালিগালাজ এবং পর্ণগ্রাফি সম্বলিত বক্তব্য কিংবা বিষয় থাকে তাহলে মডারেশানের আওতায় আনা হবে। এর প্রয়োগ কঠোরভাবে দেখার অনুরোধ রইলো।

ব্লগ টিউটোরিয়াল অপশনটিও ভাল লেগেছে।

আমি এখন থেকে এখানেও থাকব।

বিষয়: বিবিধ

১৪৭১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File