ভালো থাকিস বন্ধু
লিখেছেন লিখেছেন কথার কথা ২১ জানুয়ারি, ২০১৩, ০৭:৫৩:৩০ সন্ধ্যা
বহুদিন প্রিয় বন্ধু নূর মুহাম্মদ আজমী মিল্লাতের সাথে যোগাযোগ নেই। ১৯৯২ সাল থেকে তার সাথে পথচলা শুরু করেছিলাম তখন মাত্র সেভেনে পড়ি।মাঝের একুশটি বছর।সাথে ছিলাম,দূরে ছিলাম,যোগাযোগ ছিল,যোগাযোগ হয়, দেখা হয় এভাবে দিনগুলো কেটে গেল। মিল্লাত বিয়ে করলো মিষ্টি দুটো বেবীর বাবা হল এখনো যখন তাকে দেখি আমার মনেই হয়না ও বিয়ে করেছে, বাবা হয়েছে।মিল্লাত এস এম হলে থাকতো,আমার হল ছিল মুজিব হল কিন্তু বাসায় থাকতাম।ফাতেমার সাথে প্রেমের সম্পর্ক ছিল।লুকিয়ে লুকিয়ে প্রেম শুরু হয় কুমিল্লা ভিক্টোরিয়া থেকে। অবশ্য অনেক কাঠখড় পুড়িয়ে পারিবারিক সম্মতিতে বিয়ে হয়।বর্তমানে ফাতেমা ঢাকার একটি সরকারী কলেজে ইংরেজী পড়ায় আর মিল্লাত সুপ্রীম কোর্টে প্রাকটিস করে।ঢাকায় চাকুরীর সুবাধে কর্মজীবি মহিলা হোস্টেলে থাকতো ফাতেমা।তার সাথে সর্বশেষ দেখা হয় নীলক্ষেতে,তাও বছর আটেক হবে।বিয়ে করল অথচ আমার দূর্ভাগ্য প্রিয়জনের এ অনুষ্ঠানে আমার যাওয়া হয়নি।বাচ্চারকে পর্যন্ত দেখতে যাইনি।আমি বরাবরই এমন, লুকিয়ে নিজেকে শামুকের মতো গুটিয়ে রাখি।আজ কেন যেন ফেসবুকে তার টাইম লাইনে গিয়ে বাচ্চা সহ মিল্লাতের ছবি দেখে মনটা হুহু করে কেঁদে উঠলো।বলতে ইচ্ছে করলো বন্ধু পারলে ক্ষমা করিস অন্তত তোর সুইট দুটো ছেলে মেয়েকে গিয়ে আদর করে আসতে পারতাম। থাকিতো একই শহরে।অন্তত আমার উচিত ছিল তাকে এ মুহুর্তে ফোন করে মনটা হালকা করা।কিন্তু কেন জানি অপরাধবোধে এসব কথা বলতে ফোনটা করতে পারলাম না। বন্ধু কিভাবে এমন নিষ্ঠুর হয়? নিজেকে নিজে প্রশ্ন করি।বাচ্চাদেরকে হয়তো কোননা কোন সময় এ অচেনা চাচ্চুর গল্প করবে। যদি তারা আমাকে কেন দেখেনি এ প্রশ্ন করে মিল্লাতের তখন কেমন লাগবে? জানিনা, কারণ এখনো তো বাবা হইনি, জানিনা সন্তানের অবুঝ প্রশ্নের উত্তর কিভাবে দিতে হয়।ভালো থাকিস বন্ধু খুব ভালো..... ..........।
বিষয়: বিবিধ
১৩০৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন