বিশ্ব হিজাব দিবস ও একটি গল্পঃ (সমাজকল্যাণ মন্ত্রীকে উৎসর্গ করে একটি লেখা)

লিখেছেন লিখেছেন সালাহউদ্দিন নাসিম ০১ ফেব্রুয়ারি, ২০১৫, ০৮:৫৪:৫৯ রাত

মেয়ে ঝকঝকে নতুন একটা iPhone কিনলো। শুধু তাই না, সাথে একটি স্ক্রিন প্রটেকটর এবং সুন্দর একটা কাভারও কিনলো। সে তার বাবাকে ফোনটা দেখালো, এরপর তাদের মধ্যে কী কথোপকথন হল পড়ুনঃ

বাবাঃ খুব সুন্দর মোবাইল এটি। কত দিয়ে কিনলে?

মেয়েঃ এই তো ৫০,০০০ টাকা দিয়ে ফোন, ১২০০ টাকা দিয়ে কাভার আর ২০০ টাকা দিয়ে স্ক্রিন প্রটেকটর।

বাবাঃ আচ্ছা তুমি কেন কাভার এবং স্ক্রিন প্রটেকটরটি কিনলে? তুমি তো চাইলে আরো ১৪০০ টাকা সেইভ করতে পারতে!

মেয়েঃ বাবা, আমি ৫০,০০০টাকা দিয়ে মোবাইল কিনতে পারলাম, আর এর সুরক্ষার জন্য ১৪০০ টাকা খরচ করতে পারব না? আর এই কাভারের কারণে ফোনটা আরো সুন্দর দেখাচ্ছে।

বাবাঃ এটা কি অ্যাপল কোম্পানির জন্য অপমান না? তারা কি যথেষ্ট সুরক্ষার ব্যবস্থা করে ফোনটা তৈরি করেনি?

মেয়েঃ না বাবা, তারা নিজেরাই পরামর্শ দিয়েছে যেন আমরা স্ক্রিন প্রটেকটর এবং কাভার ব্যবহার করি এর সুরক্ষার জন্য। আর ফোনটার কোনো ক্ষতি হোক তা আমি চাই না।

বাবাঃ এটার কারণে কি ফোনটার সৌন্দর্য কমে যাচ্ছে না?

মেয়েঃ না বাবা, সৌন্দর্য আরো বাড়িয়ে দিচ্ছে।.

এরপর বাবা তার মেয়ের দিকে তাকালেন এবং ভালোবাসা মাখা একটা হাসি দিয়ে বললেন, আমার মেয়ে তুমি জানো আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি ফোনটা কিনতে ৫০,০০০ টাকা খরচ করলে এবং আরো ১৪০০ টাকা খরচ করলে এর সুরক্ষার জন্য, খুব ভালো। কিন্তু যিনি তোমাকে খুব সুন্দর করে সৃষ্টি করেছেন এবং তোমাকে নির্দেশও দিয়েছেন তোমার সুরক্ষার জন্য যেন কাভার তথা হিজাব পরিধান কর, তাহলে তোমার কি সেই সৃষ্টিকর্তার কথা শোনা উচিত না? ফোনটার সুরক্ষার জন্য তুমি কী করলে তার জন্য তোমাকে আখিরাতে প্রশ্ন করা হবে না, কিন্তু হিজাবের জন্য আমাকে এবং তোমাকে অবশ্যই জিজ্ঞেস করা হবে।

বিষয়: বিবিধ

১৫৯৩ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

302488
০১ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:২৭
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : সুন্দর আইডিয়া নিয়ে এই ডা্য়ালগটি করেছেন। তবে আমি যদি এই অসমাজিক মন্ত্রীকে সামনা সামনি পেতাম তখন আবদার করে বলতাম "মন্ত্রী সাব আপনার মেয়ে কাপড় পড়ে কেন? আপনার মেয়ে কিন্তু এখনো কুসংস্কার ছাড়তে পারেনি। আমি চাই আপনার মেয়ে কুসংস্কার মুক্ত হয়ে জন্মদিনের পোষাকে থাকুক"
302498
০১ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১০:১৬
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ। আর মোবাইল যদি হয় ১২০০টাকা দামের,তাইলে কেউ এটার জন্যে কাভার ব্যবহার করেনা। .....মানে আমাদের হিজাবী বোনরা মূল্যবান,যার ভেতর ইসলাম আছে । এ জন্যেই কভার। সস্তারা উম্মুক্তই থাকে...
০২ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১২:৩৮
244669
সালাহউদ্দিন নাসিম লিখেছেন : Good Luck
302499
০১ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১০:২০

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 10348

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : মেয়েরা আসলে মানুষ না। গরু, ছাগল, চেয়ার, টেবিল, সেলফোন................??
০১ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১১:২৪
244664
মোতাহারুল ইসলাম লিখেছেন : মেয়েরা মানুষ শুধু আপনি ছাড়া।
০২ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১২:৩৭
244668
সালাহউদ্দিন নাসিম লিখেছেন : কি রকম মন্তব্য হল ? গরু ছাগল চেয়ার টেবিল সেলফোন হলে তার জন্য কাভার দরকার কিন্তু মানুষ হলে দরকার নাই এরকম ? লেখাটি কি এটাই প্রকাশ পেল যে মেয়েরা মানুষ নয়
০২ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১২:৪৯
244670

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 10348

Filename: views/blogdetailpage.php

Line Number: 917

"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : আপনি মানুষের কথা বলেন্নি। ইসলামের দৃষ্টিতে নিরেট নারী নামক বস্তুর বলে কথা বলেছেন @ সালাহউদ্দিন নাসিম।
302503
০১ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১০:৩৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
302510
০১ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১১:২৬
মোতাহারুল ইসলাম লিখেছেন : আপনার মেধার প্রশংসা করতেই হয়, আর তাই তা খুলি দ্বারা আল্লাহ সুবহানুতাআলা সুরক্ষিত রেখেছেন।

Excellent
302524
০২ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০২:০৪
রক্তলাল লিখেছেন : গরুরে দেখি সায়েন্স পড়াচ্ছেন।
হাসিনা বেছে বেছে গরু, গাধা, পাগল, ভূত, কালো বিড়াল এদেরকে মন্ত্রী বানায়। কারণ, মানুষকে মন্ত্রী বানালেই হাসিনার যোগ্যতার বেশী হয়ে যাবে, আর হাসিনার কথা মানবে না।

আর সেজন্যই চতুর হাসিনা সুন্দরবন উজাড় করে মন্ত্রী পরিষদ ভরাট করছে।
এমনকি মিরপুর চিড়িয়াখানা থেকে পশু আনছেনা কারণ চিড়িয়াখানার পশুটা শহুরে হয়ে গেছে, এত বন্য না।
০২ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০২:৩৬
244675

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 10348

Filename: views/blogdetailpage.php

Line Number: 917

"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : দুঃখিত শেখ হাসিনা নন। ১.৫ বিলিয়ন মুস্লিমদের ৯০% ই গরু গাধা, ছাগল, ছারপোকা সমলুত্য। নিজের দিকে তাকিয়ে বুঝেন্না? এত আল্লা/আল্লা করেও প্রতিপদে ইহুদী-নাসারা-নাস্তিকের উস্টা মুখবুজে হজম করতে হয় @ ছাগুলাল।
০২ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০২:৫২
244676
রক্তলাল লিখেছেন : উদ্ভ্রান্ত উদ্ভট প্রানীর miserable fantasy bubble.
302560
০২ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১০:৫৩
সুমাইয়া হাবীবা লিখেছেন : জাযাকাল্লাহ। এত অল্প কথায় এত ডীপ একটা সাবজেক্টকে পারফেক্টলি তুলে ধরা রিয়েলী যোগ্যতার বিষয়। আল্লাহ আরো বরকত দিন।
302582
০২ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০৩:১২
পুস্পগন্ধা লিখেছেন :
হমম, ভালো বলেছেন... Good Luck

এই জাতিরে কিভাবে বুঝালে যে বুঝবে আল্লাহই ভাল জানেন!!!!!!!!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File