একজন র্যাব সদস্যের কিছু কথা এবং.....
লিখেছেন লিখেছেন মোঃ আবু তাহের ৩১ জুলাই, ২০১৫, ১০:০৬:২৩ সকাল
ঘটনাচক্রে একজন র্যাব সদস্যের সাথে অনেক্ষন কথা হলো। তিনি যে বিষয়গুলো বললেন তা আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে এ কারনে সেগুলো সবার সাথে শেয়ার করছি। আমি সেই র্যাব সদস্যের নামটা মনে রাখতে পারি নাই এই জন্য দুঃখ প্রকাশ করছি।
তিনি বললেন, র্যাব অপরাধ দমনের নামে যে কাজগুলো করছে তার অধিকাংশ্যই ভুয়া। কোন অস্ত্রের মামলায় আপনি উকিল হিসেবে যদি কোন র্যাবকে জেরা করেন যে, অস্ত্রটিকি আপনি নিজে উদ্ধার করেছেন তাহলে তিনি বলবেন, না আমি নই অমুক উদ্ধার করেছে, যদি তাকে সেই একই প্রশ্ন করেন তাহলে তিনিও জবাব দিবেন যে, তিনি নন অন্য কেউ উদ্ধার করেছেন। তার মানে অস্ত্র উদ্ধরের বিষয়টি ছিল নিছক নাটক। তারা এই কাজগুলো করে মূলত পয়েন্ট সংগ্রহের জন্য। প্রত্যেকটা কাজেরই পয়েন্ট ভাগ করা আছে আর এই পয়েন্ট পেয়ে প্রমোশনের জন্যই তারা এমন সাজানো কাজগুলো করে থাকেন। অপরাধ দমন তাদের মূল লক্ষ নয়, তাদের মূল লক্ষ হলো পয়েন্ট সংগ্রহ করা।
তিনি বললেন যে, অস্ত্রের বিষয়ে র্যাবের যেই অভিযানগুলো হয় তার ৯৯.৯৯ ভাগ সত্য নয়। এগুলো সব সাজানো থাকে। মাদকের ব্যাপারেও অনেকটা এমনই। এখানেও পয়েন্ট সংগ্রহই টার্গেট!
র্যাব সদস্যের এসকল কথা শুনে আমার বেশ কিছু বিষয় মনে পড়ে গেল। আমি যখন জেলে অবস্থান করছিলাম তখন একজন আসামী আমাকে র্যাবের আচরণ সম্পর্কে বললেন। সেই আসামী বললেন- একশত বোতল ফেন্সিডিল নিয়ে আমরা যখন ধরা পড়ি তখন র্যাব সদস্যরা সেখানেই কয়েক বোতল খেয়ে নিল আর আমাদেরকে চালান দিল আশি বোতলের কথা বলে, তার মানে বিশ বোতল ব্যাবের কাছে থাকলো খাওয়ার জন্য আর আশি বোতলের অপরাধ নিয়ে আমাদেরকে জেলে আসতে হলো!
বিরোধী দলের অনেক নেতা-কর্মীকে বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে টেবিলের উপর সুন্দর করে অস্ত্র সাজিয়ে ফটোসেশন করা র্যাবের অনেক পুরানা অভ্যাস। এই যদি হয় মানুষের আশা আকাঙ্খার প্রতিক র্যাবের আচরণ তাহলে মানুষ যাবে কোথায়।
সেই র্যাব সদস্য শেষে বললেন, এখন মানুষ র্যাবকে যতাটা না ভয় করে তারচেয়েও একজন র্যাব সদস্য অন্য একজন র্যাব সদস্যকে বেশি ভয় করে, কারন তারা সবসময় একজন আরেক জনের পিছনে থাকে শুধু দোষ খোজার জন্য। এই কারনে ভিতরের অবস্থ তাদের মোটেও ভাল না!
সর্বশেষ আমি বলতে চাই, যেই আশা আকাঙ্খার প্রতিক ছিল র্যাব সেই ঐতিহ্য তারা আবার ফিরিয়ে আনবেন। মানুষ র্যাবকে দেখলে ভয় না করে ন্যায়ের প্রতিক মনে করবেন এমন মন মানসিকতা নিয়ে র্যাবকে এগিয়ে আসার জন্য আমি সকল সাধারণ জনগনের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি।
বিষয়: বিবিধ
১২১৯ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এ্যাবসুলুট ক্রিমিনালের (এ টু জেড) শাসন যখন জাতির ঘাড়ে চেপে বসেছে তখন - র্যাব এর অন্যায়, অবিচার ও অসততা নিয়ে কথা বলা কি - র্যাবের চোখে বড়ই বেমানান নয়?
তাই আসুন র্যাবকে আহ্বান জানাই তারা যেন ১০০% অসততা দিয়ে জাতিকে উদ্ধার করেন - এতে করে জাতির ঘাড় হালকা বোধ হবে।
মন্তব্য করতে লগইন করুন