স্টার জলসা, স্টার প্লাস ও জি বাংলা টিভি চ্যানেল সম্প্রচার বন্ধ বন্ধ করুন ===================================
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ৩১ জুলাই, ২০১৫, ১২:৫৪:১০ দুপুর
দেশ ও জনস্বার্থে স্টার জলসা, স্টার প্লাস ও জি বাংলা (টিভি চ্যানেল) সম্প্রচার বন্ধ করা দরকার ।
এই পোষ্ট কোন ব্যক্তি বিশেষকে উদেশ্য করে বা মনে কষ্ঠ দিবার জন্য না। যদি কেহ মনে আঘাত পেয়ে থাকেন, তার জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত।
সন্ধ্যা ৭ টা ১৫, আমি আর আমার ছোট ভাই চা পান-এর উদেশ্যে বাজারে গেলাম।
ফেরার পথে হঠাৎ খেয়াল পরল, আমাদের পৌরসভা অফিসের বাতিটা এখনও নেভেনি। একটু কৌতুহল জাগল, এগিয়ে গেলাম...... । মেয়র চাচা বসে বসে টিভিতে সংবাদ দেখছে। জানতে চাইলাম, চাচা এমন কি ঘটেছে এখনও এখানে বসে।
অনেক আক্ষেপ নিয়েই জবাব দিল, বাবারে তোমার চাচী আর বোন বসে সারাদিন স্টার জলসা দেখে।
টিভির রিমোট হাতে পাওয়া দূরের কথা, তাদের কাছ থেকে আমার জন্য সময় বের করাই দায়।
বেচারার কষ্ঠ দেখে মনে পরল, আমার এক খালাতো বোন এসেছে আমাদের বাসায় থেকে লেখা-পড়া করার জন্য, বয়স বেশি না সবে ১০ কিংবা ১১। দিনভর তাকে আমি টিভির সামনেই দেখি স্টার জলসা নিয়ে মগ্ন। আর তার যন্ত্রনাই আমরা তিন ভাই টিভি দেখাই ছেড়ে দিয়েছি। এইটুকুন মেয়ে যে ভাব নিয়ে টিভি দেখে, মনে হয় সবই বুঝা। অথচ এমন কিছু বিষয়ও সে যব্দ করছে, যা জানা বা বুঝার বয়স তার এখনও হয়নি।
মা ও কিছু বলেন না, কারণ স্টার জলসা মায়ের ও প্রিয় টিভি চ্যানেল। দিনভর বৌ শাশুরির যুদ্ধ দেখে আর সন্ধ্যা পাশের বাসার সব খালামনিদের নিয়ে আড্ডা।
আজকের কোন নটকের পর্বটা ভাল হয়নি, কার-টা বেশি হয়ে গিয়েছে আরও কত কি................
তাই দেশ ও জনস্বার্থে স্টার জলসা, স্টার প্লাস ও জি বাংলা (টিভি চ্যানেল) সম্প্রচার বন্ধ করা দরকার।
এক ভাইর জীবনি থেকে নেয়া .............
বিষয়: বিবিধ
২০৫৮ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ
আপনাকে অনেক ধন্যবাদ
@নাবিক লিখেছেন, "ভারতীয় সবগুলা চ্যানেল-ই বন্ধ করে দেয়া উচিত।" - সহমত।
মহান আল্লাহ আমাদর সবাইকে হেদায়েত দিয়ে দুনিয়া ও আখেরাতে নেক কামিয়াবী দান করুন, আমীন।
ধন্যবাদ
ধন্যবাদ
ধন্যবাদ
দিগন্ত টিভি ছিল সেরকম একটা উদ্যোগ। কিন্তু জালিম স্বৈরাচারী বন্ধ করে দিয়েছে সেটা।
কথা হল খেলার মাঠে ফাউল বন্ধ করতে হলে চাই নিরপেক্ষ এবং সৎ রেফারী।
বর্তমানের রেফারীটা জোর করে বসে আছে এবং সবচেয়ে বড় চরিত্রহীন শয়তান।
চ্যানেল বন্ধের দাবীর আগে ধুতিচাটা শয়তান পিশাচকে সরাতে হবে।
আপনাকে ধন্যবাদ
আমরা মুসলিমরা উপরে উপরে ঠাট দেখালেও মনে ও মননে বোকাসোকা যাত্রীর ন্যায় হয়ে পড়েছি।
সেই আমরা ডিফেক্টিভ প্রমোদ তরীতে বিমলান্দ পাবার জন্য সুন্দরবনের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছি যেন। আশে পাশের ছবি তুলছি, চিত্র বিচিত্রে উহ আহ ও করছি।
সে সাথে খানিক পর পর প্রমোদ তরীর নিচের ছিদ্র পথে পানি ডুকলে উত্তম কাজ মনে করে তা সেচ করে ও দিচ্ছি।
কিন্তু এতটাই আহম্মক যে কেন সে পানি ডুকছে, কোথা হতে ডুকছে, এ ভাবে কতবার সেচ করা সম্ভব তা নিয়ে মাথা ঘামাচ্ছি না - কারন আমরা আসলেই মনে করছি আমরা প্রমোদ তরীতে ভ্রমন করছি।
আমার কাছে আপনার টিভি চ্যানেল বন্ধের প্রস্তাব প্রমোদ তরীতে ভ্রমনরত মুসলমানদের অবস্থার মতন - যাদের এটা করার কোন ক্ষমতা নেই, এটার শিকড় উপড়ানোর মত শিক্ষা, প্রশিক্ষন ইত্যাদি নেবার জন্য সময় নেই - সবচেয়ে বড় কথা এতে আসলেই কোন সমাধান আসবে না। ঘরের মেয়েদেরকে বেঁধে রেখেও আপনি ফেরাতে পারবেন না - আপনার আমার নেতা তা ১৪০০ বছর আগে বলেছেন।
তারপরও আপনি লিখবেন - আমরা পড়বো - কে জানে আপনার এই লিখা অন্য একজনের মনে এ নিয়ে কিছু একটা করার জন্য স্পীড যোগাবে - যে পড়বে, জানবে প্রশিক্ষিত হবে এবং মূল সমস্যাকে চিহ্নিত করে তা উপড়ে ফেলবে, ইনশাআল্লাহ।
আসলে কোন কিছু খারাপ যদি কারোর দৃষ্টিগোচর হয় তবে সে জনসচেতনতা সৃষ্টির জন্য প্রথমে আন্দলন করবে , সেটা হোক লিখনিতে , হোক সেটা বন্ধুবান্ধবদের মুখে মুখে তারপর সামর্থানুযায়ী রাস্তায় !
ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন