নূর হোসেন গুপ্তচর হিসেবে আ.লীগে প্রবেশ করেছে!
লিখেছেন লিখেছেন মোঃ আবু তাহের ১৯ মে, ২০১৪, ০৫:২৭:৫৭ বিকাল
মানুষের মাথায় তো কিছু না কিছু থাকে। কিন্তু দূর্ভাগ্যজনকভাবে মনে হচ্ছে আমাদের সাবেক মন্ত্রী সাহারা খাতুনের মাথায় হয় কিছু্ই নেই নয়তো আওয়ামীলীগ আজ মাথার চুল পাকা দলে পরিনত হয়েছে। তাদের দলে এত পরিমান খারাপ মানুষে ভরে গেছে যে তাদেরকে মাথার পাকা চুলের মতো তুলতে তুলতে মাথাই নেড়ে হয়ে যাচ্ছে। অথবা বলতে হয় লীগ আছ এমন দলে পরিণত হয়ে গেছে যে যাদের মাথায় "ভাল" বলতে কিছু নেই। যদি তাই না হয়ে থাকবে তাহলে সাহারা খাতুন কি করে বলতে পারেন যে, "নূর হোসেন গুপ্তচর হিসেবে আ.লীগে প্রবেশ করেছে!" এতদিন তাহলে এই গুপ্তচরকে দিয়ে লীগ ভালই ফায়দা হাসিল করেছে আর এখন প্রকাশ হয়ে যাওয়ায় তাকে "বিএনপি" বলে চালিয়ে দিচ্ছে যা একজন পাগলও বিশ্বাস করবে বলে মনে হয় না।
হায়রে আমাদের দেশের মন্ত্রী-এমপি!!!!!!
তথ্যসূত্র
বিষয়: বিবিধ
১০৬২ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভাইজান কথাডা পরিস্কার অইলো না! নুর হোসেনের কোন জিনিসটা যেন আওয়ামী লীগের কিসের ভিতর ডুকিয়ে দিয়েছেন বললেন সাহারা মরুভূমি খাতুন?
আবার বে আকলী কইরা গোন্ডগোলে ধরা খাইয়া গেলে তখন হয় বিএনপির গুপ্তচর।
তয় বিরোধী দলের এই গুপ্তচরকে ধরতে কুন হালায় মানা করছে, আগে হেই কথা কন।
মন্তব্য করতে লগইন করুন