শিক্ষার এত বৈষ্যম্য কেন ?

লিখেছেন লিখেছেন মাহবুব হাসান র ১৯ মে, ২০১৪, ০৫:০২:১৪ বিকাল



জাতি আজ কোন পথে চলছে , এব্যাপারে কোন বিশ্রেষকদের আজ মাথা ঘামানোর সময়ই যেন নায় । সবাই নিজের স্বার্থসিদ্দি রক্ষায় ব্যস্ত,আজ কেউ জাতি ধর্ম বর্ণের প্রতি কোন টান বা আবেগ কাজ করছে না । সাদাসিধে গ্রামের মানুষ গুলো এক সময় টিভি সংবাদ, খবরের কাগজের প্রতি যে আস্থা ছিল তা আজ আর নেই । হলুদ মিডিয়া টাকার বিনিময়ে আজ যেসব তথ্য সংবাদ প্রচার করছে তা এখন ১৫ বছরের বালেগ ও বুজতে সমস্যা হয়না । যেদেশের ৯০% এর উপরে মুসলমান বাস করে, সে দেশে আজ মুসলমানিত্ব নেই,ম কেউ পাঞ্জেবী টুপি ও দাড়ি রাখলেই সে জঞ্জিবাদ না হয জামাত শিবির তা না হলে অন্য কিছু । কারোেকোন ভদ্রতার বালাই নেই । আজ নারীদের কে পশ্চিমা বিশ্বের চার অনুযায়ী পথে নামিয়ে দেয়া হচ্ছে । নারী যে য়ত বেশী ইলঙ্গ করে দেখাতে পারে ততই যেন সম্মান বাড়ে । অথচ আল্লাহর রাসুল বলেন তোমরা হে নারীরা তোমরা নিজেদের কে সংযথ রাখ আর পর পুরুষদের সাথে কোমল বা আকর্ষনীয় কথা বলো না । নিজেদের কে পর্দায় আবদ্ধ রাখ , অথচ আজ সেই নারী দেহ ব্যবসা করছে কেউ প্রকাশ্যে কেউ গোপনে । একটা জাতিকে বাঁচাতে হলে এসব বেহায়া পনা সমাজ থেকে বাদ দিতে হবে । ইসলামের মূল শিকরকে আকরে ধরতে হবে । যাই হক আমার কথা সেইটা না ,ইতিমধে আমরা এস.এস.সি দাখিল পরীক্ষার ফল পেয়েছি আশানুরুপ এ ফল অন্যান্য বছর থেকে অনেক "ভাল হয়েছে জি.পি.এ ৫ ও পেয়েছে অনেক তবে এর মান নিয়ে অনেক বিতর্ক রয়েছে । মান যাই হোক ফল ভাল হয়েছে এতেএ শুকরিয়া । ফল নিয়ে আনন্দিত অনেক খবরের কাগজে মেয়েদের নিত্যের ছবি দিয়েছে । কিন্তু কোন কোন পত্তিকায় একটা মাদরাসা ছাত্রের ছবিত দুরের কথা যে সব রেজাল্টের ক্ষেত্রে মাদরাসা বোর্ডের নামটাও উল্লেখ করে নাই । কেন মাদরাসার ছাত্রদের কে এভাব আলাদা চোখে দেখা হচ্ছে কেন ? বিশ্ববিদ্যালয ভর্তির ক্ষেত্রে শীতিলতা চাকরী ক্ষেত্রে শীতিলতা প্রতি ক্ষেত্রে তাদের কে আদালা চোখে দেখা হচ্ছে কেন ?আমার মনে আছে ২০০৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় বাংলা, ইংরেজী , আইন বিভাগে ভর্তির জন্য মাদরাসা ছাত্রদের কিছু শর্ত আরোপ করে দেয়া হয়েছিল তখন একটি ছেলে চ্যালঞ্জে করে বলছিল আপনারা আমাদেরকে প্রশ্ন করে ঠেকান এভাবে ঠেকাবেন কেন ? কত টুকু মেধাবী হলে একটা ছেলে এই কথা বলতে পারে ? তার পর ও শিক্ষা ব্যবস্থায় এত বৈষ্যম্য কেন ।

বিষয়: বিবিধ

১২৬১ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

223469
১৯ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৪২
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : মাদ্রাসা শিক্ষাকে মূল শিক্ষার আদলে গড়ে তুলতে হবে। তাদের সাথে কোনভাবেই বৈষম্যমূলক আচরণ করা যাবে না। তারাও আমাদের দেশেরই মানুষ।
223484
১৯ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৪০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বিশ্ববিদ্যালয় বা মিডিয়াগুলির চালকেরা নিজেদের মনে করে ব্রাম্মন। তাই নিচু জাতের সাফল্যের কথা বলতে তাদের অস্বস্তি বোধ হয়।
223646
২০ মে ২০১৪ সকাল ১০:৪৯
মাহবুব হাসান র লিখেছেন : অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File