প্রথম দর্শন

লিখেছেন লিখেছেন মাহবুব হাসান র ২৪ নভেম্বর, ২০১৪, ১১:১৯:৪৭ সকাল



এইতো সে দিনের কথা , কয়েকদিনের জন্য নিমন্তণ খেতে বা আত্মীয়তা রক্ষা করতে ঢাকার বাইরে যাওয়া । যেন গ্রামবাংলার প্রকৃতিতে আমি মগ্ন হয়েছি, আমি আবার ও প্রকৃতির প্রেমে মজেছি আমার মনে আনন্দ দোলা দিয়েছিল ..এক পলক কিশান কিশানীর হাল চাষ ও নদীতীর বর্তী মানুষের জীবনযাপন আমাকে মুগ্ধ করেছে । বাড়ী পৌঁচানোর পর খানিকটা অপেক্ষা করে আবার বের হয়ে যাওয়া । ঘুরে ফিরে সন্ধায় বাড়ি গেলাম রীতিমতো মায়ের বকা খেলাম এতদিন পর বাড়ী এলে একটু স্বস্তিমত না বসেই আবার কোথায় চলে গেলে । তুই কি সারা জীবন এমনই থাকবে ? আসলে আমি এমনি । তারপর বাড়িতে কাজের ধুমধাম অঞ্চলের রীতি অনুযায়ী মেয়েকে গায়ে হলুদ দিতে হবে কোন পুরুষ লোক সেই ক্ষেত্রে আমাকেই গুরু দায়িত্ব নিতে হলো , আমি আমার কর্ম সম্পাদন করার পর পিছনে ফিরে তাকানোর পর দেখি সৃষ্টির অপরুপ সৃষ্টি স্রষ্টার অপরুপ নিদর্শন এক রমনী ।আমি তাঁকে দেখার পর পলক ফেলতে পারলাম না । খানিকটা সুযোগে তার সাথে কিছু মত বিনিময় ও হয়েছিল .... তার কথায় যেন অন্য রকম যাদু আছে । সে এত সুন্দর করে কথা বলে যে শুনে সে শুধু শুনবেই । আমি জিজ্ঞেস করলাম এই মেয়ে তোমার নাম কি ? সে উত্তর দিলো অাঁখি । আমি বললাম অাঁখি তোমাকে দেখে আমার অাঁখি মুজছে না । সে বললো রাখেন এসব কথা । এই বলে সে চলে গেল । সেত চলে গেল কিন্তু আমার বুকের মাঝে ধক:ধক করতে ছিল । আজ বেশ কিছুদিন হয়ে গেল কিন্তু আখিঁ কে মন থেকে ভুলতে পারলাম না । প্রথম দর্শনে সে আমার মনে রয়ে গেল ...........................

বিষয়: বিবিধ

১১৫৯ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

287484
২৪ নভেম্বর ২০১৪ সকাল ১১:২৪
নারী লিখেছেন : আপনার চেষ্টায় ঘাটতি আছে তাই-ই পারছেন না।
287547
২৪ নভেম্বর ২০১৪ দুপুর ০২:৩০
সুশীল লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ Love Struck Love Struck
288343
২৬ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:০১
মাহবুব হাসান র লিখেছেন : অনেক ধন্যবাদ সবাইকে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File