জান্নাতে যাওয়ার পথ
লিখেছেন লিখেছেন মাহবুব হাসান র ২৫ অক্টোবর, ২০১৪, ০৯:০৬:৪৯ সকাল
পাঁচ ওয়াক্ত নামায পড়ে
করবে তুমি দোয়া
মরার পরে লাগে যেন
জান্নাতী হাওয়া ।
ফযর নামাজ আদায় হলে
পড়বে আল কুরআন
যোহর নোমায আদায় হলে
করবে রাসুলের বয়ান
আসর পরে করবে তুমি
বিভিন্ন দোয়া কালাম
শান্তির জন্য দিবে তুমি
মুসলিমদের সালাম
মাগরিব পরে পাঠ করবে
রাসুলের হাদীস
এশা পরে মগ্ন হবে
খোদার ধ্যানে
তাহলে পড়বে তুমি
খোদার প্রেমে
এমনি করে নিয়ম করে
হও ইসলামের অনুসারী
মরার পরে করবে না তাহলে
আল্লাহ তোমার সাথে আরি ।
বিষয়: বিবিধ
১২০২ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নান্দনিক কাব্যিকতায় ইসলামের ২য় স্তম্ভ 'নামাজ'আদায়ের তাকিদ ও তৎপরবর্তি আমল সুন্দর ভাবে উপস্হাপন করেছেন!
অনেক ধন্যবাদ ও জাযাকাল্লাহ আপনাকে।
মন্তব্য করতে লগইন করুন