তুমি, আপনি, তুই : ফেসবুক ব্যবহারে কি আমাদের সৌজন্যতাবোধ লোপ পাচ্ছে?

লিখেছেন লিখেছেন আবু আশফাক ২৩ জুন, ২০১৪, ০১:২৭:০৫ দুপুর

মোবাইলেই ইতিহাস খুব বেশি পুরনো নয়। তবে এটি অল্প সময়েই মানুষের অপরিহার্য এক অনুসঙ্গে পরিণত হয়েছে। মোবাইলে কথা বলার অভ্যস্তদের যে বিষয়টি আমার ভালো লাগে তা হলো- রিং হলে সেটা ধরেই প্রথমে সালাম দেয়া। খুব কম লোকই আছেন যারা মোবাইল ধরে সালাম না দিয়ে কথা শুরু করেন। তবে এই সৌজন্যতাবোধটার প্রচলনে কাদের অবদান বেশি সেটা একটি বিতর্কীত বিষয়। তবে মোবাইল যে আমাদের সৌজন্যতাবোধ বাড়িয়ে দিয়েছে সেটা নিয়ে বোধ হয় কারো দ্বিমত নেই।

অন্যদিকে আমরা ফেসবুক ব্যবহারের দিকে তাকাতে পারি। ফেসবুক আজকাল প্রাইমারী লেবেলের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীও ব্যবহার করেন।

মোবাইলে একজন ইচ্ছা করলেই যে কারো সাথে কথা বলতে না পারলেও ফেসবুকে এটা অহরহ হয়ে থাকে। কিন্তু ফেসবুকের যে বিষয়টি আমাদের বিশেষ করে বাংলাদেশীদের জন্য বিব্রতকর সেটি হচ্ছে- এর অধিকাংশ ব্যবহারকারীদের সম্বোধনের ধরণ।

অনেকেই ইনবক্সে স্বল্প পরিচিত, অপরিচিত বা সদ্য পরিচিতি কাউকে শুরুতেই তুমি সম্বোধন করে থাকেন। আমি এমনও দেখেছি যে ব্যক্তি আমাকে তুমি সম্বোধন করছেন তিনি কম করে হলেও দুই দশকের ছোট। এটা সাধারণত দেখেছি পরিচিতদের ক্ষেত্রে। আবার অনেকের তথ্য ঘেটে দেখেছি যে, তার দেয়া তথ্যানুযায়ী কিশোর বৈ নয়।

কিন্তু সম্বোধনের ক্ষেত্রে তিনি তুমি ব্যবহারে অভ্যস্ত।

বাংলা ভাষায় 'আপনি', 'তুমি', 'তুই'র বিস্তৃত ব্যবহার আছে। এই শব্দগুলো ইংরেজীতে এক (you-ইউ) হলেও বাংলায় আলাদা অর্থ বহন করে। এই শব্দগুলো আমাদের ভদ্রতা ও সৌজন্যবোধ, সম্পর্কের ঘনিষ্ঠতা এবং পারষ্পরিক শ্রদ্ধাবোধের পরিচয় প্রকাশ করে। তুমি সম্বোধন টি অনেক ক্ষেত্রেই সম্পর্কের গভীরতা, নৈকট্য ও আন্তরিকতার উপর নির্ভর করে। তুই সম্বোধন তুচ্ছার্থে কিংবা ঘনিষ্ঠতা অর্থে ব্যবহৃত হয়। সহপাঠী বন্ধুদের তুই বলতে পারার মাঝে ঘনিষ্ঠতা বা তাচ্ছিল্য প্রকাশের একটা স্টেজ অতিক্রম করা বুঝায়। কাউকে তুই-তোকারী করতে পারলে যেন আমাদের অনেক বেশী বড়ত্ব প্রকাশ হয়। ক্ষেত্র বিশেষে তুমি বা তুই অনেক আন্তরিক শোনায়। ছোট বাচ্চাকে তুমি বলার মাঝে আদর প্রকাশ পায়। সম্পর্কের ঘনিষ্টতা বা পুর্বানুমতি ছাড়া কাউকে তুমি সম্বোধন অনেক ক্ষেত্রেই বিব্রতকর হয়ে দাড়ায়।

সাবেক রাষ্ট্রপতি প্রফেসর বি চৌধুরী একবার একটা আন্দোলন শুরু করেছিলেন। তা হল- ‘অপরিচিতকে আপনি বলুন’। জানিনা তার এই আন্দোলনের মুলে কোন চেতনা কাজ করেছিল। তবে তার এই উদ্যোগ নিঃসন্দেহে আমার ভালো লেগেছিল।

তাই আসুন! আমরা আমাদের গর্বের সৌজন্যতাবোধটার লালন করে অপরিচিতকে আপনি বলে সম্বোধন করি। হোক সেটা সামনাসামনি বা ফেসবুক।।

বন্ধুদের ফেসবুকে ব্যাপকভাবে শেয়ার বা কপি-পেস্ট করার অনুরোধ করছি।

- নাঈম

বিষয়: বিবিধ

১৬৭০ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

237905
২৩ জুন ২০১৪ দুপুর ০৩:০৬
রঙের মানুষ লিখেছেন : একমত।
২৩ জুন ২০১৪ বিকাল ০৫:৩৬
184501
আবু আশফাক লিখেছেন : ধন্যবাদ। আসুন সবাই নিজে সচেতনতার পাশাপাশি অন্যদের সচেতন করি।
237929
২৩ জুন ২০১৪ দুপুর ০৩:৪৫
পবিত্র লিখেছেন : সুন্দর বলেছেন! Happy Happy
খুব ভালো লাগলো!! Day Dreaming Day Dreaming
২৩ জুন ২০১৪ বিকাল ০৫:৩৭
184502
আবু আশফাক লিখেছেন : ধন্যবাদ। আসুন সবাই নিজে সচেতনতার পাশাপাশি অন্যদের সচেতন করি।
237942
২৩ জুন ২০১৪ বিকাল ০৪:১৫
আহমদ মুসা লিখেছেন : ডিজিটাল যুগের ডিজিটাল অভিব্যক্তি প্রকাশের এই বিষয়টি আমিও বেশ কয়েকবার ফেবুতে লক্ষ্য করেছি। সাধারণত সল্প শিক্ষিত অথবা একদম আনাড়ী টাইপের গোয়াড়তুমি স্বভাবের ফেইসবুক ব্যবহারকারী যারা প্রকৃতপক্ষে মোবাইলেই ফেবু ব্যবহার করতে শিখেছে। এসব ফেবু ইউজার ল্যাপ্টপ কিংবা ডেস্কটপে ইন্টারনেট ব্যবহারের একাডেমিক যোগ্যতা না থাকার কারণে অথবা বংশ এবং পরিবেশগতভাবে উন্নত রুচিবোধের সংস্পর্শ না পাওয়ার কারণেই হয়তো এরা সব সময় ফেবুর অন্যসব ইউজারদেরকে তাদেরই মন মানসিকতার আদলে বিচারবোধের একটি স্বভাবজাত প্রক্রিয়ার বহিঃপ্রকাশ হতে পারে।
২৩ জুন ২০১৪ বিকাল ০৫:৩৯
184503
আবু আশফাক লিখেছেন : আসলেই এমন অভিবাদনকারী ইউজাররা অধিকাংশই আনাড়ি। মোবাইলে ফেসবুক ইউজের কুফল বলেই মনে হয়।
237946
২৩ জুন ২০১৪ বিকাল ০৪:২১
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : মুই কখনো কাউরে তুই তোকারী শব্দাবলী এস্তেমাল করি ন। মাগার কেচ্ছু আবাল আমারে তুই তোকারী বইলা কয় মাঝে মধ্যে। হের লিগ্যা মুই মাইন্ড করি ন। এরকম এক্কান পাবলিকরে মুই আপনে বলে সম্বোধন করেই তারে সংশোধন থেরাপি দিছিলুম। কয়েকদিন পরে রুটিডারে মোর চেম্বারে দ্বিতীয় থেরাপি দেওনের লিগ্যা নিয়ে আসলে হেতে উল্টা আমারে থেরাপি দেওনের যোগ্যতা হাসিল করিল। বুঝলাম ওষুধে কাজ অইছে।
২৩ জুন ২০১৪ বিকাল ০৫:৪১
184504
আবু আশফাক লিখেছেন : আন্নে যে এসব সম্বোধন এস্তেমাল করেন না, সেটা নামেই বোঝা যায়। কারণ গ্যাঞ্জাম খান গ্যাঞ্জামই লাগাইতে পারে না, হেতে আবার তুই তুকারি করবে ক্যামনে? তয় আন্নের সংশোধন থেরাপি কইলাম আমিও ইউজ করি।
238347
২৪ জুন ২০১৪ বিকাল ০৪:০৩
প্যারিস থেকে আমি লিখেছেন : ধন্যবাদ সুন্দর পোস্টের জন্য।
238706
২৫ জুন ২০১৪ দুপুর ০১:১৪
জোবাইর চৌধুরী লিখেছেন : সহমত পোষন করছি, অনেক ধন্যবাদ সুন্দর পোষ্টটির জন্যে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File