ঐতিহাসিক পলাশী ট্রাজেডিঃ আমাদের শিক্ষা।
লিখেছেন লিখেছেন আনসারী১৪ ২৩ জুন, ২০১৪, ০১:২৫:৩৭ দুপুর
আজ ২৩জুন। ১৭৫৭ সালের এই দিনে অস্তমিত হয় স্বাধীণতা সূর্য্যের নেমে আসে পরাধীনতার ঘোর অমানিশা। জাতিকে বরন করতে হয় ২০০ বছরের ইংরেজদের লুন্ঠন বন্দীশালায়।চিহ্নিত হয় জাতীয় মীরজাফররা। ২০০ বছর পর জাতি মুক্তি পায় ইংরেজদের বন্দীশালা থেকে স্বাধীনতার সূর্য নতুন করে উদয় হয়।কিন্তু মীরজাফরদের উত্তরসূরীরা আজো মীরজাফরী কর্মকান্ড থেকে সরে আসেনি এক কদমও।আজও দেশের স্বাধীণতা ও সার্বভৌমত্বকে বিক্রি করার জন্য ষড়যন্ত্র ও চক্রান্ত চালিয়ে যাচ্ছে অবিরত ভাবে নতুন নতুন মীরজাফরের দল।তাই আমাদের ভালভাবে চিনতে হবে নতুন মীরজাফরদের।বয়কট করতে হবে তাদেরকে জাতীয় ভাবে।জাতি ঐক্যবদ্ধভাবে দেশের স্বাধীণতা ও সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার প্রয়াসে শামিল হোক এককাতারে এই প্রত্যাশাই হোক আমার আপনার আমাদের সবার।
বিষয়: বিবিধ
১১২২ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন