ছাত্ররাজনীতিকে জাতীয় রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে।

লিখেছেন লিখেছেন আনসারী১৪ ২৩ এপ্রিল, ২০১৮, ০১:০১:০৮ রাত

জাতীয় রাজনীতির লেজুড়বৃত্তি আমাদের উপমহাদেশেই সবচেয়ে বেশি। বিশেষ করে ছাত্ররাজনীতির অবস্থাটা সবচেয়ে ভয়াবহ। এদেশে প্রতিষ্ঠিত ছাত্ররাজনীতিক দলগুলো এখান থেকে বেরিয়ে আসতে পারবে বলে মনে হয় না। ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্রসমাজ প্রভৃতি সংগঠনগুলো আর ছাত্রদের ইস্যু নিয়ে আন্দোলন করার প্রয়োজন মনে করে না। তারা জাতীয় রাজনৈতিক লেজুড়তা নিয়েই বেশি ব্যস্ত। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলন দেখে আমার মনে হয়েছে যে, এদেশের শিক্ষা সংশ্লিষ্ট হাজারো সমস্যা আছে। এই সমস্যাগুলো নিয়ে আন্দোলন সংগ্রাম করলে নেতৃত্বের বিকাশ আরো ব্যাপকতর হতো। পশ্চিমা বিশ্বে এরকম লেজুড়বৃত্তিক ছাত্র সংগঠন আছে বলে মনে হয় না। খুব দুঃখজনক যে, ছাত্ররাজনীতির মাধ্যমে ছোট অবস্থায় কোমলমতি ছাত্রদেরকে জাতীয় নেতৃবৃন্দের প্রতি অন্ধ ভালোবাসা অথবা ঘৃণাবোধ ছড়িয়ে দিচ্ছি। যতদিন আমরা এখান থেকে বের না হতে পারব অন্তত ততোদিন এদেশের শিক্ষাব্যবস্থাকে রোলমডেলে নিয়ে আসতে পারব না। অসুস্থ রাজনৈতিক হস্তক্ষেপের কারনেই আমাদের বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বমানের হতে পারছেনা।

বিষয়: রাজনীতি

৬৫৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File