নিজের ভুলে ফেসবুকে বন্ধু হারিয়েছি ৪শতাধিকের বেশি; ফিরে পেতে চাই
লিখেছেন লিখেছেন আবু আশফাক ১৮ ডিসেম্বর, ২০১৩, ১১:২৩:৩৫ সকাল
সম্প্রতি আমি পত্রিকায় লেখা একটি পদ্ধতি অবলম্বন করতে গিয়ে আমার দীর্ঘদিনের ফেসবুক Friends কে Unfriends করে ফেলেছি। তাও আবার কম করে হলেও ৪০০ Up.
এই মূহুর্তে সব বন্ধুকে রিকোয়েস্ট পাঠাতে গেলে ব্লক হওয়ার শতভাগ সম্ভাবনা রয়েছে, তা সবাই জানেন।
তাই আমার প্রাক্তন ফেসবুক বন্ধুদের অনুগ্রহপূর্বক নতুন করে রিকোয়েস্ট পাঠানোর জন্য অনুরোধ করছি।
ফেসবুকে আমি
https://www.facebook.com/naim.islam.1257
যে পদ্ধতি অনুসরণ করতে গিয়ে আমার দুর্দশা
এখন আমি আপনাদের সামনে ফেসবুক পেন্ডিং ফ্রেন্ড রিকোয়েস্ট নিয়া আলোচনা করব। কিছু দিন আগে আমার ফ্রেন্ড এর ফেসবুক ID ব্লক করে দিয়েছিল ফেসবুক কর্তপক্ষ। প্রথমে আপনার যে id দিয়ে খুলছেন ধরুন “সারা” নামে তে, ডাবল ক্লিক করলে ফেসবুক টাইম লাইন মুল পেজ ওপেন হবে। Update Info এর পাশে আছে। সেখানে Activity Log এ ক্লিক করলে একটা পেজ আসবে এবার বামে ঠিক নিচে দিকে More অপশন পাবেন এখানে ক্লিক করলে দেখবেন Friends ক্লিক করলে দেকবেন Who can see your friend list? আছে এখানে কে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিলও দেকতে পাবেন। এখানে একটা একটা করে ফ্রেন্ড রিকোয়েস্ট ডিলিট করতে পাবেন। তাহলে আর থার্ড পার্টি আপস ইন্সটল করতে হবে না।
বিষয়: বিবিধ
১৪৬৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন