তোমায় প্রণাম বিশ্বজিৎ....!!!!!!!!!!!!
লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ১৮ ডিসেম্বর, ২০১৩, ১১:২৩:১৬ সকাল
আজ বিশ্বজিৎ দাশ হত্যা মামলার রায়। বিশ্বজিৎ যদি বিশ্বজিৎ দাশ না হইয়া বিশ্বজিৎ মিয়া হইতো তাইলেই কাম হইয়া যাইত. ! সোনার ছেলেরা খুনির বদলে শিবির নিধনের নাজনারা স্বরুপ পেয়ে যেতো বীরের তকমা..! তোমার বাঁচার তাগিতে যে শেষ মরণপণ দৌড়টুক দিয়েছিলে সেটি আজীবন তাড়া করে ফিরবে খুনিদের, লেপ্টে থাকা 'সোনার ছেলে' 'র লেবাসটুকু ছিন্ন করতে।
... বিশ্বজিৎ তুমি বিশ্বকে জয় করতে পেরেছো কিনা জানিনা, তবে খুনি হায়েনার মুখোশ উন্মোচনে তোমার এই আত্মদান বাংলা মা কে জয় করেছে নিশ্চয়..!
তোমায় প্রণাম বিশ্বজিৎ....!!!!!!!!!!!!
বিষয়: বিবিধ
৯৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন