Rose ঈদ পুনর্মিলনী মিলন মেলার বন্ধুদের নিয়ে কয়েক ছত্র। Rose

লিখেছেন লিখেছেন আবু আশফাক ১৯ আগস্ট, ২০১৩, ১০:৪৮:২৭ সকাল

ঈদের পরে মেলা বসে আধা শিক্ষিতের ঘরে

সঠিক সময় ৭টা হলেও ষোল মিনিট পরে।

বিষয় ছিল ঈদের স্মৃতি একাল থেকে সেকাল

অনেকেই তাই ব্যক্ত করে ঈদের দিনের বিকাল।


সবার আগে মিলন মেলায় আমি হলাম আসীন

আমার পরে ঈদ মুবারক বলে আব্দুল্লাহ শাহীন

ভিশু বলেন Happy Good Luck সাথে ছিল রোজ

সিটিজি৪বিডি সাড়ে সাতটায় নিল মোদের খোঁজ।


সিবিএফের ঈদ পুনর্মিলন দেখায় ইকুইকবাল

প্রতিমন্তব্য দেখে সকাল সন্ধ্যার মনে হলো মাথা ঢাল।

ছয়ে এসে ওহিদুল ইসলাম বলে শুনুন সকলে

এতক্ষণ কী বোর্ড ছিল আমার ছেলেটির দখলে।


ছোটবেলায় নানা বাড়ি কবিতা করতেন ঈদ

আমি জানি ঈদের রাতে হয় না কারো নিদ।

হাবিবুল্লাহ বলেন প্রবাসে ঈদের মজা নাই

প্রবাসী বন্ধুদের মতামত প্রায় সকলেরই তাই।


গোলাপ দিয়ে শুভেচ্ছায় শুরু বাকপ্রবাসের বানী

সকাল সন্ধ্যার মন্তব্যে সে দেখে ভাইরাসের রানী।

ঈদ নিয়ে এক কবিতা লিখে প্রবাসী আব্দুল্লাহ শাহীন

সান বাংলা, হাবিবুল্লাহ, মেজবান
প্রশংসায় হয় লীন।


মু নূরনবী, আহমদ মুসা, আইল্যান্ড স্কাই এসে

দুখের মাঝেও খুশির বার্তায় শরিক হলো শেষে।

আহাম্মেদ খালিদ ঈদের মজায় ঘুমিয়ে কাটায় দিন

খুজতে গাড়ি মাসুদ রানা নাকি আহমদ মুসায় লীন?


বাকপ্রবাসের ঈদ কবিতা দেখি ব্লগের মাঠে

ঈদের দিনের কর্ম তাতে পূর্ণই ফুটে উঠে।

একচল্লিশে এসে বলেন প্যারিস থেকে আমি

কোথায় ছিলাম নাওনি বন্ধু খোঁজ-খবরতো তুমি?


টাকা ছিল না মডেমে তাই নেহায়েৎ আসে পরে

১০টা বিশে আড্ডা ছেড়ে অনেকেই যখন ঘরে।

মোহাম্মদ লুকমান, আবু জারীর, এম ওবায়দুর রহমান

মন্তব্যেও তাঁরা আদায় করেন ব্লগীয় গুরুর মান।


আলমগীর মুহাম্মদ সিরাজ আর আবু তাহের মিয়াজি

বাদ পড়লে কেউ আওয়াজ দেবেন কাল নয়তো আজ-ই।

বিষয়: বিবিধ

৩৮৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File