ধারাবাহিক ইসলামী সাধারণ জ্ঞান : পর্ব-০৪
লিখেছেন লিখেছেন আবু আশফাক ০৩ জুন, ২০১৩, ০৮:২৪:১৮ সকাল
ধারাবাহিক ইসলামী সাধারণ জ্ঞান : পর্ব-০৩ পড়ুন এখানে
প্রশ্ন-৩১. বর্তমান সময়ের লিখিত মুসাফ এবং উসমান (রাঃ) এর সময়কার কপির মধ্যে কী ধরনের পার্থক্য রয়েছে?
উত্তর : বতমান সময়ে প্রাপ্ত মুসাফ ভাওয়েলিং মার্ক (তাসকিল) রয়েছে, যা সঠিক উচ্চারণে সহযোগিতা করে এবং চিহ্ন রয়েছে যা একই বর্ণসমূহের মধ্যে পার্থক্য করতে সাহায়তা করে। তাছাড়া উসমান (রাঃ)-এর সময়কার কপিতে বিভিন্ন আয়াতের আনুষ্ঠানিক পরিসমাপ্তির মধ্যে কোন প্রকার বিভাজন বা আনুষ্ঠানিক নির্দেশ ছিল না অথবা সওয়ারের মধ্যে কোন শিরোনাম বা বিভাজক ছিল না, যা বর্তমান সময়ে প্রাপ্ত কুরআনে আছে।
প্রশ্ন-৩২. আল-কুরআনের কোন পুরাতন পান্ডুলিপি রয়েছে?
উত্তর : হ্যাঁ, বিশেষ ধরনের ছাগলের চামড়ার উপর লিখিত কুরআনের একটি পান্ডুলিপি মিশরের জাতীয় যাদুঘরে রয়েছে। সেটি নবী (সাঃ) এর মৃত্যুর ৫৮ বছর পর (৬৮৮ খ্রিস্টাব্দ)-এ প্রস্তুত করা হয়। প্রথম এবং দ্বিতীয় হিজরীতে প্রস্তুত করা আল-কুরআনের কপিও রয়েছে।
প্রশ্ন-৩৩. কোন বছর আল-কুরআনের ডায়েকরিটিকাল চিহ্ন এবং ভাওয়েলিং প্রতীক প্রবর্তিত হয়?
উত্তর : প্রথম হিজরী শতকে।
প্রশ্ন-৩৪. কুরআনের চলতি পান্ডুলিপি কখন প্রথম মুদ্রিত হয়?
উত্তর : মিশরের কায়রোতে ১৯২৫ সালে ( ১৩৪৪ হিজরীতে) আসিম হতে বর্নিত হাফসের তেলাওয়াতের উপর ভিত্তি করে উক্ত কপি প্রস্তুত করা হয়।
প্রশ্ন-৩৫. আয়া’ ( বহুবচনে আয়াত) বলতে কি বুঝায়?
উত্তর : আয়া’ অর্থ একটি চিহ্ন এবং কুরআনে এর দ্বারা কুরআনের আয়াত বুঝায়।
প্রশ্ন-৩৬. সূরা (বহুবচনে সোয়ার) বলতে কি বুঝায়?
উত্তর : আরবী শব্দ সূর হতে সূরা শব্দটির উৎপত্তি। এর অর্থ বেড়া এবং কুরআনে এর দ্বারা অধ্যায় বুঝায়।
প্রশ্ন-৩৭. আল-কুরআনে মোট কতটি সূরা?
উত্তর : ১১৪ ( একশত চৌদ্দটি সূরা)।
প্রশ্ন-৩৮. আল-কুরআনের প্রতিটি সূরার আয়াত সংখ্যা কি এক?
উত্তর : না।
প্রশ্ন-৩৯. আল-কুরআনের দীর্ঘতম সূরার আয়াত সংখ্যা কত?
উত্তর : ২৮৬ (দুই শত ছিয়াশি)।
প্রশ্ন-৪০. কোন্ সূরাটি দীর্ঘতম সূরা ?
উত্তর : আল-বাকারা (২নং সূরা)।
পর্ব-০৫ এখানে
বিষয়: বিবিধ
২৬৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন