অত্যাচারীরা কি এতই নির্বোধ

লিখেছেন লিখেছেন রক্তলাল ০৩ জুন, ২০১৩, ০৮:০৬:৩৪ সকাল



অত্যাচারী কৌতুকপাত্ররা যুগে যুগে ইতিহাসে নিজেদের পরিহাসের অধ্যায়ে নাম লিখিয়ে গেল।

নির্বোধেরা প্রত্যেকবার মনে করে তাদের পরিণতি নমরূদ ফেরাউন লেনিনের মত হবেনা।

তারা বারবার মোবারক, আতাতুর্ক, হিটলার, সাদ্দাম, নজিবুল্লাহ, মুজিব, স্টালিন হয়ে ফিরে আসে। বারবার শুকুনের মত ঝাপটা দিতে গিয়ে বিপ্লবের রৌদ্রদাহে পুড়ে মরে।

ওরা মনে করে প্রতিবাদী কন্ঠ স্তব্ধ করে দিবে রাইফেলের একটা গুলিতে।

ওরা মনে করে সতেজ উচ্ছল বিপ্লবী প্রান নিস্তেজ করে দিবে শিকল আর কারাগারে।

দুর্নীতি আর প্রতারণার মোচ্ছবে ভাসিয়ে দিবে ন্যায় আর সত্যের পিপাসা, ব্যাকুলতা।

বহিশক্তি থেকে পেশীর জোর বাড়িয়ে চূর্ণ করে দিবে প্রতিবাদীর মুষ্টিবদ্ধ হাত।

কিসের ঘোরে কোন মাতলামীত ওরা ভুলে যায়, নজরুলেরা অত্যাচারীদের বিরুদ্ধে গর্জে ওঠে, "কারার ঐ লৌহ কপাট, ভেংগে ফেল কররে লোপাট।"

ওরা মনে করে রক্তগংগা ভাসিয়ে দিয়ে নিবৃত করে দেবে জনতার মোহনা।

ওরা কি অবগত নয়, এই রক্তস্রোত যতদুর যায় ততদুর এই রক্তকণিকাগুলো থেকে উজ্জীবিত হয় নতুন নতুন প্রান।

কেন ওরা ভুলে যায় দজলা ফোরাত রক্তাক্ত করে বিপ্লবীরা গণমানুষের মুক্তি ছিনিয়ে আনে।

ওরা লোহাকে আগুনে রেখে হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে লোহাকে করে তোলে আরো মজবুত, আরো কঠিন, আরো পরিশীলিত।

সবুজ পতাকাগুলো কি ওদেরকে একটুও মনে করিয়ে দেয়না জালিমদের নির্মম পরিণতির কথা।

ওরা কি এত নির্বোধ, গিরিখাদের দিকে ছুটে যায় দম্ভভরে, বেমালুম তাদের পতনের অনিবার্যতার ব্যাপারে।

বিষয়: বিবিধ

১৪৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File