ছবি ব্লগ : রক্তাক্ত সাভার, ভুলুণ্ঠিত মানবতা
লিখেছেন লিখেছেন আবু আশফাক ২৪ এপ্রিল, ২০১৩, ০৭:৫৯:৩২ সন্ধ্যা
ভুলুণ্ঠিত মানবতা
কবে ফুরাবে মানুষের আহাজারি?
এভাবে আর কত মারা যাবে?
লাশ আর লাশ।
মানুষের জীবনের দাম সবচেয়ে কম?
কীভাবে পড়ে আছে বনি আদম!!
অপেক্ষায় স্বজনেরা।
অপর্যাপ্ত উদ্ধারকারী ও মেশিনারিজ
মানবতার অপমান আর কত?
শুধুই ধ্বংসস্তুপ
হায়রে স্বজন!!
উদ্ধারের এই নিম্নগতি অতিরিক্ত মৃত্যুর কারণ হবে না তো?
এই না হলে দায়িত্বশীল প্রধানমন্ত্রী?
সবাই এগিয়ে আসুন..............
০০০০০০০০০০০
বিষয়: বিবিধ
১৮৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন