জনসংখ্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে এমডিজি অর্জিত হয়নি, তাই লাশ ফেলো
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২৪ এপ্রিল, ২০১৩, ০৭:৫৭:২২ সন্ধ্যা
আবার ভবন ধ্বস। আবার কান্না। আবার আর্তনাদ। সামনের দিনগুলোতে আরও কিছু লাশ দরকার, আরো দালান ধ্বসে পড়বে, আরও গার্মেন্টস কর্মী অগ্নিদগ্ধ হবে, শেয়ারবাজার-ডেসটিনির মত আরও কিছু গরীবের টাকা গায়েব করে আত্মহত্যার রেট বাড়াতে হবে,যুদ্ধাপরাধী ছাড়াও আরও কিছু ফাঁসি চাই, আরও কিছু ক্রশফায়ার লাগবে, কিছু মানুষ গুম করতে হবে, ছাত্র লীগ-যুব লীগ-পুলিশ লীগের গুলিতে আরো মৃত্যু হবে, কিছু পাগল লীগ লেলিয়ে দিয়ে সংখ্যালঘুদের সাইজ করা যায়, শহীদ মিণার অথবা মন্দির ভেঙে কেওয়াস লাগানো যায়, বন্ধুদেশের বিএসএফ কিছু মানুষ মেরে আমাদের সাহায্য করবে- কারণ এই অতি ঘন বসতিপূর্ণ দেশে এবারও জনসংখ্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে এমডিজি অর্জিত হয়নি। হায়, এ অনুন্নয়ন কি সহ্য করা যায়!
বিষয়: বিবিধ
৯৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন