নব্য ড্রাকূলাদের পতনও অনিবার্য।

লিখেছেন লিখেছেন মোঃ আবদুর রহিম ০৬ নভেম্বর, ২০১৪, ০৯:৫৭:১১ সকাল

থ্রিলার মুভির এক লোমহর্ষক চরিত্র রক্তপিপাসু কাউন্ট ড্রাকুলা। বাস্তবে ড্রাকুলা নামে কোনো ব্যক্তি ছিলেন কিনা তা নিয়ে সন্দেহ আছে। তবে মধ্যযুগে রোমানিয়ায় এক নিষ্ঠুর রাজপুত্র ছিলেন যার সঙ্গে ড্রাকুলার বেশ মিল পাওয়া যায়। ড্রাকুলা বা ড্রাকুলিয়া নামে পরিচিত ওই ব্যক্তির প্রকৃত নাম তৃতীয় ভ্লাদ। তার ছিল মানুষ খুন করার নেশা। শত্রুদের হত্যা করে তিনি মজা পেতেন। বিকৃত চরিত্রের এই রাজা নিজের বিরোধীদের হত্যার পর তাদের রক্ত পান করতেন বলেও গুজব রয়েছে।

ইতিহাসের পাতায় পাতায় নতুন নতুন ড্রাকুলার আবির্ভাব ঘটে! যারা তাদের শত্রুদের হত্যা করে আনন্দ পায়। নতুন নতুন কলাকৌশল ব্যাবহারের মাধ্যমে বিরোধী নিদন করে, আনন্দ মিছিল করে! রক্ত(মিষ্টি) ভোগ করে!!

মুভির নায়কের মত বাস্তব ড্রাকূলাদের হয়ত কেউ বধ করে না। তবে ড্রাকূলাদের পতন অনিবার্য। পৃথিবীর কোন ড্রাকুলাই চিরস্থায়ী নয়।

বিষয়: বিবিধ

৯৩৫ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

281694
০৬ নভেম্বর ২০১৪ সকাল ১০:৪৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সকল স্বৈরাচারিই কিছু স্তাবক পায় যারা তাদের উচ্ছিষ্ট নিয়ে আনন্দে লাফায়। তাদের পতন ও একসাথেই হয়।
০৬ নভেম্বর ২০১৪ দুপুর ০১:১২
225252
মোঃ আবদুর রহিম লিখেছেন : আল্লাহ হয়ত দেখাতেও পারে। সে প্রতিক্ষায়..
281832
০৬ নভেম্বর ২০১৪ রাত ১০:১০
হতভাগা লিখেছেন :

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File