এবার মাধক ব্যবসায় শিবির!
লিখেছেন লিখেছেন মোঃ আবদুর রহিম ১৯ জুলাই, ২০১৩, ১১:৩৩:৫৯ রাত
শিবির সংগঠনের সাথে পরিচয় সেই ক্লাস নাইন বা ২০০৩ সাল থেকে। ভালো করে জানি ২০০৬ সাল থেকে। আমার বন্ধু তালিকায় যারা আছে এর অধিকাংশই শিবিরের সাথে জড়িত। এই দীর্ঘ সময়ে শিবির সম্পর্কে অনেক কিছু জেনেছি, দেখেছি ওদের চলা-পেরা, আচার-আচরন।
আজ বাংলানিউজ৪২০.কম এ একটা নিউজ দেখেছি যেখানে শিবির সম্পর্কে লিখা যে, শিবির নাকি মাধক ব্যবসায়ের সাথে জড়িত!
আমি যেরুপ দেখিছি শিবিরের ছোট কর্মী লেভেলের একজন দায়িত্বশীলেরও সিগারেট খাওয়া নিষেদ। সাথী লেভের জন্য সবচেয়ে নিন্ম স্থানের মাধক সিগারেট হারাম। সদস্য লেভেলের ব্যাপারে তো কল্পনাই করা যায় না। আর সাধারন সমর্থক লেভেলের সবাইকে ধুমপানে বিরত রাখার সকল চেষ্টাই করা হয়ে থাকে। মাধকের প্রথম উপকরন ধুমপানে এইরকম আর অন্যান্য বড় মাধকের প্রশ্ন বাতুলতা।
এরুপ একটি সংগঠন করবে মাধক ব্যবসায়! যে সংগঠন তাদের দায়িত্বশীল বা নেতাদের মাধকের ব্যাপারে জিরো টলারেনস, সে সংগঠন করবে মাধকের ব্যাবসায়! এটা পাগলেও বিশ্বাস করবে না।
আসলে এই ধরনের রিপোর্ট কারী নিজেই হয়ত গাঞ্জা, ইয়াবা, হিরোইন, মদ সব মাধক একসাথ করে খেয়ে, নেশা গ্রস্ত হয়েই এই রিপোর্ট লিখেছে। পকৃত কথা হচ্ছে এই ধরনের রিপোর্ট প্রকাশ করে জনগনকে বড় ধরনের বিভ্রান্ত করা যাবে না। শুধু এক শ্রেনীর লোক ছাড়া যারা শিবির সম্পর্কে এমনিতেই বিভ্রান্ত হয়ে আছে।
বিষয়: বিবিধ
২০৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন