প্রকৃত রাজাকারদের বিচার হবে কি? জনগন এই বার করবে সে বিচারে অপেক্ষা।

লিখেছেন লিখেছেন মোঃ আবদুর রহিম ২১ জানুয়ারি, ২০১৩, ১২:১৯:৪১ দুপুর

এই রায় নিয়ে কোন পতিক্রিয়া হবে বলে মনে করিনা। কারন এই লোকটি রায় এই মুহুর্তে কার্যকরের সম্ভবনা নাই। তাছাড়া এটাকে সরকার এসিড টেষ্ট হিসেবে নিতে পারে। সরকার দেখবে রায়ের পতিক্রিয়া কি হয়।

এই রায় নিয়ে জনগনের আগ্রহ থাকলেও রায়ের ফল কি হবে তা নিয়ে আগ্রহ থাকার কথা নয়, জনগন আগ থেকেই জানে বিচারের উদ্দেশ্যই ফাঁসি দেওয়া। যেমনঃ- "সরকার গেছে পাগল হইয়া, তারা একটা রায় চায়"। রায় দিছে ভালো কথা। এইবার দেখবো হাসিনা স্বীকৃত তার বেয়াইর পরিবারে সদস্যদের বিচার হয় কিনা।

এই বিচারের পরে আরেকটি বিচারে অপেক্ষা করবে জনগন, সেই বিচারে হয়তো আসামি হবে বর্তমান ক্ষমতাসীন দলের রাজাকারেরা। যারা পকৃত পক্ষে পাকিস্তানের রাজাকার ছিল, আর এখন ভারতের রাজাকার।

বিষয়: বিবিধ

৯৫০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File