কৌওমি মাদ্রাসার হুজুরেরা এখন হয়তো বুঝে মিডিয়ার ঠেলা কি জিনিষ।
লিখেছেন লিখেছেন মোঃ আবদুর রহিম ০৫ এপ্রিল, ২০১৩, ১২:২৭:১৭ রাত
কৌওমি মাদ্রাসার হুজুরেরা এখন হয়তো বুঝে মিডিয়ার ঠেলা কি জিনিষ। বহুদিন ওনারা ফতোয়া দিয়ে এসেছেন টিভি দেখা নাজায়েজ। অনেকেতো পত্রিকাও পড়তেননা, বলতেন পত্রিকায় জীবজন্ত্রুর ছবি থাকে। এর প্রভাবে সামর্থ থাকা সত্তেও কেউ মিডিয়া প্রতিষ্ঠিত করতে এগিয়ে আসেননি, বরং যে সব ইসলামপন্থি দল মিডিয়ার প্রয়োজন বলে মিডিয়ায় এগিয়ে আসতে চেয়েছেন তাদেরকে ধর্ম ব্যবসায়ী ট্যাগ দিয়েছেন। মওদুদীবাদী বলে ঘৃনা ছড়িয়েছেন। আজ তারা হাড়ে হাড়ে টের পাচ্ছেন মিডিয়া কি জিনিস।
যা হোক মিডিয়া সমন্ধে ওনাদের ভুল ভাংতেছে এটা ভালো দিক। এখন হয়তো তারাও মিডিয়া মুখী হবেন। নাস্তিকপন্থী মিডিয়ার আধিপত্য ধ্বংস করতে ভুমিকা রাখবেন। আল্লাহ ওনাদের এই ব্যপারে সৎ সাহস দান করুন।
বিষয়: রাজনীতি
১১১১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন