বাংলা প্রশ্ন পত্র ৪র্থ শ্রেণী

লিখেছেন লিখেছেন মোস্তাফা দেওয়ান ০৬ জুন, ২০১৩, ০৯:৫৫:৩০ রাত

শ্রেণীঃচতুর্থ

অনেক কাল আগের কথা।রংপুর এর পায়রাবন্দ গ্রাম।সেই গ্রামেই পায়রার পালকের মতো কোমল মনের এক শিশুর জন্ম হল। নাম তার রোকেয়া।রোকেয়ার দুই বোন আর দুই ভাই।

রোকেয়ার ঘুম ভাঙ্গে ঘুঘর ডাকে।কখনও বৌ কথা কও পাখির কথায় মনটা খুশিতে ভরে ওঠে,কখনও বিষণ্ন।বিষণ্ন কারণ পাখিদের ডানা আছে।পাখিরা ওড়তে পারে ।যখন খুশি যেখানে যেতে পারে।কিন্তু রোকেয়ার কোথাও যাবার অনুমতি নেই।ঘরের বাইরে তো দুরের কথা করো সামনে যাওয়াও নিষেধ।এমন কি সে যদি মেয়ে হয় তার সামনেও না।এভাবেই মেয়েদের কাটাতে হত বন্দী জীবন।…………………………………………………….

 ১.সঠিক উত্তরে টিক চিহ্ন দাওঃ

(ক)বেগম রোকেয়ার বাড়ী কোথায়?

(ক)জয়পুর হাট(খ) পাহাড়পুর (গ)পায়রাবন্দ (ঘ)বাঘা . (খ)বেগম রোকেয়ার বাবা কি ছিলেন?

(ক) কৃষক (খ) জমিদার (গ) সরকার (ঘ)রাজা

(গ)রোকেয়ার বোন কয়টি?

(ক) ৪টি (খ) ৫টি (গ)২ টি (ঘ) ৩টি

(ঘ)রোকেয়ার কেমন জীবন ছিল?

(ক)সুখের জীবন (খ)বন্দী জীবন (গ)খোলা (ঘ)দু

(ঙ) রোকেয়ার স্বামীর নাম কি?

(ক) কামাল (খ) জব্বার (গ)ছাবেদ(ঘ) সাখাওয়াত

২. শুন্যস্থান পুরণ করঃ

(ক) রোকেয়ার ঘুম ভাঙ্গে ………………….ডাকে।

(খ)রোকেয়ার কোথাও যাবার ……………… নেই।

(গ) এভাবেই মেয়েদের কাটাতে হত ………………… জীবন।

......................................................................................................

(ঘ) বিষণ্ন কারণ পাখিদের ডানা আছে।

(ঙ)পাখিরা …………………………. পারে।

৩. যুক্ত বর্ণ ভেঙ্গে ২ করে শব্দ তৈরি করঃ

স্তব্ধ, রৌদ্র, ঞ্জ, ণ্ন, শ্ন,

৪.নিচের প্রশ্নের উত্তর দাও

(ক) .রোকেয়া কখন পড়াশোনা করতেন?

(খ) সেকালে মেয়েদের অবস্থা কেমন ছিল?

কবিতাংশ পড়ে নিচের প্রশ্নের উত্তর দাওঃ

বাশবাগানে মাথার উপর চাদ উঠেছে ওই

মাগো, আমারশোলক-বলা কাজলা দিদি কই?

পুকুর ধারে নেবুর তলে থোকায় জোনাই জলে,

ফুলের গন্ধে ঘুম আসে না,একলা জেগে রই

মাগো, আমার কোলের কাছে কাজলা দিদি কই?

সেদিন হতে দিদিকে আর কেনই-বা না ডাকো,

দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো?

 ৫ সঠিক উত্তরে টিক চিহ্ন দাওঃ

(ক) কোথায় জোনাকি জলে?

নেবুর তলে/বাশবাগানে/শিউতলে

(খ)বুলবুলি কোথায় লুকিয়ে থাকে?

শিউলি ডালে/ভুঁইচাঁপার ডালে/আমে ডালে/ডালিমের ডালে

(গ)কে শোলক বলতেন? মা/দিদি/দাদু/বাবা

(ঘ) ঝিঁঝিঁ কোথায় ডাকে? ঝোপে ঝাড়ে/গাছের ডালে/আধাঁর রাতে?ঘরের মাঝে (ঙ)ঘুম আসে না কেন? নেবুর গন্ধে/ঝিঝির ডাকে/চাদের আলৈাতে/ফুলের গন্ধে

৬.নিচের প্রশ্ন গুলোর উত্তর দাওঃ

(ক) কাজলা দিদি কোথায় গেছে? (খ) কখন কাজলা দিদির কথা বেশি মনে পড়ে? (গ) কাজলা দিদির কথা উঠলে মা আচল দিয়ে মুখ ঢাকে কেন? (ঘ)পতুলের বিয়ের সময় দিদির কথা মনে পড়ে কেন? (ঙ)আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে-একথা দিয়ে কি বুঝানোহয় ৭. কবিতার মুলভাব কি? ৮. শব্দার্থ লেখ ঃ মাড়াসনে, শোলক, সাবলীল, s.m.s, বনেদি

৯. বানান শুদ্ধ করে লেখঃ করন, শদ্দেয়, বির, নেমনতন,মনিষী ১০. বিরাম চিহ্নের ব্যবহার দেখাও মামার তো জানাই আছে অন্ত কোনো কিছু খুব একটা বাছবিছার করে না তারপর মামা এমনটা করলেন অন্তু গাল ফুলিয়ে হাতটাই চেটেপুটে খেতে থাকলো অমনি আবার মামা তার হাতটা চেপে ধরলেন

১১.এক কথায় প্রকাশ করঃ অনেকের মধ্যে একজন--- জানার ইচ্ছা---------------------- আকাশে যে চরে------------------------- বিদ্যা আছে যার----------------------- ভাতের অভাব যার---------------- ১২.বিপরীত শব্দ লিখঃ শক্তিশালী, তোমার, জ্বলা, জাগরন, সকাল

১৩. সমার্থক শব্দ লিখ ২ টি করে ঃ নেমন্তন্ন, সাধ, বিয়ে, পানি, পৃথিবী

১৪ একটি পত্রের কয়টি অংশ ও কিকি লিখ?

১৫. তারিখ বাচক শব্দ লিখ ১০ টি

১৬.রচনা লিখ ১ টি

একজন ভাল ছাত্র

আপনার সন্তানকে দিনে

এক ঘন্টা হলেও নিজে পড়ান।

মোঃ মোস্তাফা দেওযান

পরিচালক - P.N.P.C সন্ন্যাস বাড়ী, বান্দাই খাড়া, আত্রাই, নওগাঁ

মোবাইলঃ ০১৭ ৩৬ ২৬ ৫৬ ৯৬

http://www.pnpcnewline.blogspot.com

বিষয়: বিবিধ

২৭৪১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File