চুদান ক্যান গরিবের লেখা পড়া করা
লিখেছেন লিখেছেন মোস্তাফা দেওয়ান ১৩ এপ্রিল, ২০১৩, ১২:৩৫:৪৪ দুপুর
মাফ করবেন । আমি নওগাঁ থেকে প্রাইমারী শিক্ষক নিয়োগ পরিক্ষা দিয়ে বাড়ী ফিরছিলাম। পথিমধ্যে আমাদের গ্রাম্য হাট, সেখানে আমাকে কয়েকটা যুবক ছেলে ধরে জিঙ্গাসা করল পরিক্ষা কেমন হয়েছে ? আমি বললাম হাজার হাজার পরিক্ষার্থীর মধ্যে টিকার জন্য যতটুকু ভাল হওয়া দরকার ততটুকু ভাল হয়নি। তখন তারা বলে তুমি ভাল পরিক্ষা দিয়ে কি করবে? যারা চাকরি পাবে তারা আগে থেকে টাকার জোরে নিয়োগ প্রাপ্ত হয়ে আছে। ( অবশ্য শুনেছিলাম কোন সংসদ সদস্য বলেছিল প্রাইমারী শিক্ষক নিয়োগ ক্ষেত্রে ঘোষ এটাযেন প্রথায় পরিণত হয়েছে)। তার কথা আমার মনে আছে
আমি বললাম এটা তোমাদের শুনা কথা । তারপর তারা আবার অন্যযুক্তি বের করে। দীর্ঘদিন ধরে শুনে আসছিলাম কোটা কোটা শব্দ। এই কোটা সমন্ধে তারা এতো সুন্দর যুক্তি দেখাল যে শুনে আমি অবাক। আমি চিন্তা করলাম । এই মুর্খ ছেলেরাও এই বিষয়ে এতো পোষ্য কোটা ,মুক্তিযুদ্ধ কোটা , প্রতিবন্ধী কোটা ,মহিলা কোটা , মামা খালু কোটা সবগুলি যোগ করে তারা আমাকে বুঝলো সাধারণ জনগণের কোন দাম নেই। শুধু ব্যাংক ড্রাফট , যাওয়া আসা খাওয়া থাকা টাকা খরচ। ইতিমধ্যে একটি অর্ধবয়ষ্ক লোক এসে বলল গরিবের চুদান ক্যান লেখা পড়া করা ।।।
বিষয়: বিবিধ
১৯২০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন