এত লক্ষ বিরানির প্যাকেট আর হাজার কোটি টাকা বিনিয়োগ বৃথা যেতে পারেনা!

লিখেছেন লিখেছেন কথার কথা ১৮ মার্চ, ২০১৩, ০৩:০৪:৫১ দুপুর

এত লক্ষ বিরানির প্যাকেট আর হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ বৃথা যেতে পারেনা।

কি করবে?

জানোনা এরা হাজী শরিয়ত উল্লাহ শাহ জালাল আর শাহ মাখদুমের উত্তরাধিকারী।হুশিয়ার বিরানিওয়ালারা!এদেশের মানুষকে হুজুগে উপাধী দিয়েছ তোমরা, কিন্তু জানোনা শরীরে একবিন্দু রক্ত থাকতে ইসলামের অবমাননা সহ্য করার ক্ষমতা স্রষ্টা এদের দেননি। এদেশের মানুষ এখনো ফজরের আজান শুনে ঘুম থেকে উঠে।এখনো যদি তোমাদের শিক্ষা না হয় তবে জেনে রেখ এবারতো ইসলামী দলগুলো আন্দোলন করেছে পরে আবার দু:সাহস দেখালে অমুসলিমরা মাঠে নেমে যাবে।তারা জানে বাংলাদেশের মানুষ পরমত সহিষ্ণু।ধর্ম পালনে বাধা দেয়না বরং যারা বাধা দিয়ে ঝামেলা পাকাতে আসে তাদের প্রতিরোধ করে। ইসলামকে ধ্বংস করতে যুগে যুগে অনেক ক্ষমতাশালীরা এসে গেছে তাদের ইতিহাস পড়ে দেখো,তোমাদের আত্বারাম খাঁচা ছাড়া হয়ে যাবে।

যাদের আচরণ দেখে মনে হচ্ছে 'ভিক্ষা চাইনা মা কুত্তা সামলা' তাদের শিক্ষা না হলে পরবর্তীতে ভিক্ষাতো পাবেইনা কুত্তার কামড় ও খাবে।রাধার নাচন দেখে যারা এবার নেচেছে তাদের বাপের শিক্ষা হয়েছে, আগুন নিয়ে খেলে কেউ জিততে পারেনা এটা অন্তত বুঝতে পেরেছে।বাংলাদেশীদের আবাল মনে করার কোন কারণ নাই এরা দেরীতে হলেও বুঝতে পারে।

বিষয়: বিবিধ

১১৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File