ইতিহাসের কাঠগোড়ায় মাওলানা মাসউদ
লিখেছেন লিখেছেন অপ্রিয় সত্য কথা ১৮ মার্চ, ২০১৩, ০৩:০১:৪৭ দুপুর
সন্দেহ নেই মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ দেশের বিজ্ঞ ও বিশিষ্ট আলেমদের একজন। এতেও সন্দেহ নেই যে তিনি আওয়ামী ভাবাপন্ন বলে পরিচিত। এর চেয়ে বেশি পরিচিত জামায়াত বিরোধী হিসেবে। দীর্ঘ দিন যাবৎ ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক পদে নিযুক্ত ছিলেন। কয়েক বছর যাবৎ দেশের সর্ববৃহৎ ঈদগাহ শোলাকিয়ার ইমামের দায়িত্ব পালন করছেন। স্বাভাবিকভাবেই তাঁর কাছে জাতির প্রত্যাশা অনেক। দেশের সকল সঙ্কটকালে তিনি অভিভাবকের ভূমিকায় অবতীর্ণ হবেন, সবসময় ইসলামবিরোধীচক্রের বিরুদ্ধে সোচ্চার থাকবেন, ধর্মপ্রাণ জনতা তাঁর কাছ থেকে এতটুকু আশা করতেই পারেন।
কিন্তু দুঃখজনক হলো, দেশের কোনো সঙ্কটকালে তাঁকে খুঁজে পাওয়া যায় না। দেশের মহাদূর্যোগের সময়ও থাকেন নির্লিপ্ত, নিস্পৃহ। তিনি ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ডের প্রতিবাদ তো করেনই না, বরং এবারে নাস্তিক ও খোদাদ্রোহীচক্র 'নিয়ন্ত্রিত্ִ জাগরণ মঞ্চে একাত্মতা পোষণ করেছেন, যা দেশের কোটি ধর্মপ্রাণ জনতার মতো আমাকেও মর্মাহত করেছে। স্বাভাবিকভাবেই আমি তাঁর সাম্প্রতিক অবস্থানের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। আমার সমালোচনা রীতি অনুযায়ী সমালোচনা করে আসছি।
কিন্তু দুঃখজনক হলো,কেউ কেউ সমালোচনার নামে তাঁকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ করায় প্রবৃত্ব হচ্ছে। চিন্তার ভিন্নতার কারণে তাঁকে শত্রুজ্ঞান করে বসে আছে। ভাবখানা এরকম যেন মাওলানা মাসঊদই আমাদের প্রধান শত্রু। দুই-একজন অতি উৎসাহী এই মুক্তিযোদ্ধা আলেম ১৭ আগস্টের সিরিজ বোমা হামলার সঙ্গে যুক্ত ছিলেন বলেও অভিযোগ করছে। অথচ সেটা যে, তৎকালীন জামায়াত-বিএনপি জোট সরকারের সাজানো অভিযোগ ছিল, তা আদালত কর্তৃক অনেক আগেই প্রমাণিত হয়েছে।
এধরনের বাড়াবাড়িতে আমাদের কোনো লাভ তো হচ্ছেই না, বরং আমাদের গৃহদ্বন্দের কারণে নাস্তিক ও খোদাদ্রোহীচক্র আস্কারা পেয়ে যাচ্ছে। সবাইকে এজন্য মাওলানা মাসঊদের সমালোচনায় সংযতবাক প্রয়োগের উদাত্ব আহ্বান জানাচ্ছি।
বিষয়: বিবিধ
১৪৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন