আমার বিশ্বাস হতে চায়না!

লিখেছেন লিখেছেন কথার কথা ১৫ জানুয়ারি, ২০১৪, ০৫:৩৪:৫৭ বিকাল

নির্বাচনের আগে বা পরে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন হয়েছে।প্রতিবারই এ নির্যাতনের চিত্র আমরা দেখতে পাই।প্রতিবারই শোনা যায় জামায়াত শিবির এ নির্যাতন করে।আমার হিসেব মিলেনা,হিন্দুদের উপর নির্যাতন করলে এ দলটির উপরেই অপবাদ পড়বে এটিই স্বাভাবিক।এটা জেনেশুনে জামায়াত শিবির এ কাজটি করবে বিশ্বাস হতে চায়না।কেউ বিশ্বাস করবেনা জামায়াতের লোক কোন হিন্দু মহিলাকে ধর্ষণ করবে।যে দলের লোকজন কোন মহিলাকে উত্তক্ত করেছে কেউ প্রমান দিতে পারবেনা সেখানে এ জঘণ্য কাজ! যারা দলকানা তারা দলের স্বার্থে বলতে পারে কিন্তু আমরা যারা সাধারণ লোক তারা এটি বিশ্বাস করতে পারিনা,করতে পারবোনা।

বিষয়: বিবিধ

১১০৮ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

162864
১৫ জানুয়ারি ২০১৪ রাত ০৯:০২
শেখের পোলা লিখেছেন : প্রকৃত মুসলীম আল্লাহকে ভয় করে৷
163562
১৭ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:৩১
কথার কথা লিখেছেন : আল্লাহকে ভয় করার নাম ইসলাম।মন্তব্যের জন্য ধন্যবাদ।
163563
১৭ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:৪৯
আলোর আভা লিখেছেন : আমিও বিশ্বাস করি না এসব কথা ।
163564
১৭ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:১৯
কথার কথা লিখেছেন : ধন্যবাদ মন্তব্যের জন্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File