ভালো থাকতে ইচ্ছে করে
লিখেছেন লিখেছেন কথার কথা ২২ এপ্রিল, ২০১৩, ০৯:২৩:৩৮ রাত
ভালো লাগছেনা। কিচ্ছু ভালো লাগছেনা।শরীরটা তেমন ভালো যাচ্ছেনা। মনটাও ভালো থাকার তেমন কোন কারণ খুঁজে পাচ্ছেনা। এ দেশের মানুষগুলোকে রাজনীতিবিধরা কেমন রেখেছে তারাও জানেনা। জানে শুধু ক্ষমতার সমীকরণ। এ দেশের একজন সাধারণ মানুষ হিসেবে ভালো থাকার কোন অধিকার কি আমাদের আছে? কাল পরশু হরতাল। কোন মানে হয়? মাহমুদুর রহমান জেলে এর কোন অর্থ হয়? অতিমান্য প্রধানমন্ত্রীর বোধোদয় কবে হবে? অনেকগুলো প্রশ্নবোধক চিহৃ দিলেই কি আমি সুস্থ্য হয়ে উঠবো। মাঝে মাঝে নিজকে মানষিকভাবে খুব অসুস্থ্য মনে হয়। তাহলে কি আমাকে পাগল বলা যায়? পাগল না হলে এমন ভাবনা কেন আসে? দু'মেরুর নানা অনলাইন একটিভিষ্টদের পোষ্ট পড়লে হাসি আসেনা,এমনকি কাঁদতেও ইচ্ছে করেনা। ধেই ধেই করে নাচতে ইচ্ছে করে,নিজের চুল নিজে ছিড়তে ইচ্ছে করে।নৃত্যশিল্পী হলে বা মাথা টাক হলে যদি ভালো লাগতো তাহলে হয়তো তাই করতাম।
বিষয়: বিবিধ
১০৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন