ভয়াবহ কোন পতনের দিকে হয়ত যেতে পারে এই সরকার!!!!

লিখেছেন লিখেছেন অক্টোপাশ ২২ এপ্রিল, ২০১৩, ০৯:৩৩:৩৩ রাত



২০০৮ এ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্টতা নিয়ে ক্ষমতায় এসে আওয়ামীলীগ সরকার এখন তাদের ক্ষমতার শেষ দিকে। ক্ষমতার শেষ প্রান্তে এসে তাদের জনপ্রিয়তা এখন বলতে গেলে শূন্যের কোটায় নেমেছে। বিরুধী দলের উপর নজিরবীহিন দমন পীড়ন, সংবাদপত্রের স্বাধীনতা হরণ, আন্তর্জাতিক মানের দূর্নীতি, কালোবিড়াল কেলেঙ্কারি, শেয়ার বাজার লুটপাট করে লক্ষ বিনিয়োগকারীকে পথের ফকিরে রূপান্তর, গুম রাজ্যের প্রবর্তন, নিরাপত্তা বাহিনিকে দলীয় ক্যাডারের মত ব্যবহার, নিরাপরাধ লোকের উপর গুলি বর্ষনের মাধ্যমে ইতিহাসের বর্বরতম গণহত্যা, পুরো দেশটাকে জেলখানায় রূপান্তর, দলীয় ছাত্রসংঘটনের সীমাহীন সন্ত্রাস, প্রশাসনকে ব্যাপকভাবে দলিয়করণ, বিচারবিভাগকে ধ্বংস, স্কাইপ কেলেঙ্কারি, ব্যাংকঋণের রেকর্ড, হলমার্ক কেলেঙ্কারি, ড: ইউনুচের মত নোবেল বিজয়ীর সন্মানহানীর মাধ্যমে দেশের সন্মান ভূলন্ঠিত করণ ইত্যাদি এই সরকারের অর্জন।

ক্ষমতার শেষ দিকে এসে শাহবাগ নাটকের মাধ্যমে সরকারি জাগরণ সৃষ্টির প্রচেষ্টা যার ফলে হেফাজতের মত আসল মহাগণজাগরণ সৃষ্টি। বিরুধী দলের হরতালে লালঘোড়া দাবড়ানোর মত করে হোন্ডা বাহিনী দিয়ে পিকেটারদের কুপিয়ে হত্যা , বিশ্বজিৎ সিনড্রোম।

যুদ্ধাপরাধ বিচারের নামে বিরুধীদলের প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি এমনকি তৃণমূল, পাতি নেতাসহ সব নেতা কর্মীকে জেলে পুরে রাখা। প্রধান বিরুধীদল বিএনপি সামনের সারির সবনেতাকে জেলে রেখে আওয়ামীলীগ যে ঝুঁকি নিয়েছে তার ফলাফল ইতোমধ্যে ফটিকছড়ি প্রতিরোধের মত ঘটনার সৃষ্টি করেছে। সরকার এখন তত্বাবধায়ক ইস্যুতে গোঁ ধরে আছে। পরিস্থিতি দিন দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আগামী দু’দিনের হরতালে সরকার কোথাও মিটিং বা মিছিলের অনুমতি দেয়নি বরং কঠোর ভাবে দমনের সিদ্ধান্ত নিয়েছে। বিরুধীদলের নেতারা যারা নির্যাতনের শিকার হয়ে জেল থেকে বের হচ্ছে তারা কি এত সহজে ছেড়ে দিবে। সবার মনে ক্ষোভের বীজ যে কোন সময় বিস্ফোরিত হয়ে ফটিকছড়ির ঘটনা ঘটাতে পারে বলে প্রধানমন্ত্রী নিজেই আশঙ্কা করছেন। এখনও এর লাগাম টেনে না ধরলে ভয়াবহ পতনের দিকে হয়ত যেতে পারে এ সরকার।

বিষয়: রাজনীতি

১৪২১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File